WB Group C Recruitment 2022, WB Group C Job Vacancy 2022, গ্রুপ সি পদে নিয়োগ, Jobs in West Bengal
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। বর্তমানে চাকরির বাজার অত্যন্ত শোচনীয়। এমতাবস্থায় রাজ্য সরকার (WB Group-C Recruitment 2022) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে এখানে বেশ কিছু শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
নিয়োগকারী সংস্থার নাম-
এখানে হেডকোয়ার্টার বেঙ্গল, সাব এরিয়া কর্তৃক কর্মী নিয়োগ করা হচ্ছে। কর্মী নিয়োগ করা হবে HQ Eastern Command-এ।
পদের নাম এবং শূন্যপদের সংখ্যা-
যে পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো-
- Multi Tasking Staff (MTS)
Multi Tasking Staff (MTS) পদের জন্য শূন্যপদ রয়েছে ৯টি।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 ১,১৬,১০০ টাকা পর্যন্ত মাসিক বেতনে এই ব্যাঙ্ক সংস্থায় চাকরির সুযোগ! | IIBF Recruitment 2022
🔥 ৫০,০০০ টাকা পেয়ে যান এই Scholarship-এ আবেদন করে (Apply Now!) | Saksham Scholarship 2022
🔥 SBI Scheme: মাসে ৬০ হাজার টাকা বাড়িতে বসেই আয় করুন! SBI ব্যাংক দিচ্ছে এই বিরাট সুযোগ!
🔥 Bankura University Recruitment 2022
বয়স সীমা-
এই চাকরির আবেদনের জন্য আপনার বয়সের নিম্নসীমা হতে হবে ১৮ বছর এবং আপনার বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ২৫ বছর। এছাড়াও সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা সরকারি নিয়মানুযায়ী বয়সের ছাড় পাবেন।
নির্বাচন প্রক্রিয়া-
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের লিখিত পরীক্ষা এবং স্কিল টেস্ট মাধ্যমে নিয়োগ করা হবে।
বেতন-
এখানে কর্মীদের মাসিক ১৮,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিলআপ করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন সেটি হলো-
HQ Bengal Sub Area, 246 AJC Bose Road, Alipore, Kolkata- 700027
প্রয়োজনীয় নথিপত্র–
এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
আবেদন মুল্য-
এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
শিক্ষাগত যোগ্যতা-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাক অবশ্যই মাধ্যমিক পাস করতে হবে।
আবেদনের শেষ তারিখ-
এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ১১.১১.২০২২ অর্থাৎ ১১ নভেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরির জন্য আবেদনের শেষ তারিখ ২.১২.২০২২ অর্থাৎ ২ ডিসেম্বর ২০২২ তারিখ।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
WB Group-C Recruitment 2022 Official Notice | ডাউনলোড করুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Indian Air Force Recruitment 2022
🔥 Bandhan Bank Manager Recruitment 2022
🔥 এই ৫ সরকারি চাকরিতে পাবেন সবথেকে বেশি বেতন, পাশাপাশি প্রচুর সুযোগ-সুবিধা!
🔥 ৫০,০০০ টাকা পেয়ে যান এই Scholarship-এ আবেদন করে (Apply Now!) | Saksham Scholarship 2022
🔥 SBI Scheme: মাসে ৬০ হাজার টাকা বাড়িতে বসেই আয় করুন! SBI ব্যাংক দিচ্ছে এই বিরাট সুযোগ!
🔥 Bankura University Recruitment 2022