WB Health Recruitment 2022, West Bengal Health Recruitment 2022, (পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে নিয়োগ 2022), Recruitment 2022 For Freshers:
পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে (West Bengal Health Department) এই বার অনেকগুলি পদে নিয়োগের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের বিভিন্ন বিভাগে মোট ১১ হাজার ৫২১ টি শূন্য পদে নিয়োগ করা হবে বলে জানানো হলো। নার্স, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ল্যাবকর্মী সহ শুরু হবে বলে বিজ্ঞপ্তি জারি করলো পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তর (WB Health Recruitment 2022)।
WB Health Recruitment 2022 (পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরে নিয়োগ 2022-এর বিজ্ঞপ্তি প্রকাশ)
গত বৃহস্পতিবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে লিখিত নির্দেশিকায় বলা হয়েছে যে, ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র এবং আরবান হেল্থ সেন্টারগুলিতে নার্স, চিকিৎসক, ল্যাবকর্মী, স্বাস্থ্যকর্মীসহ প্রচুর শূন্যপদে নিয়োগ করা হবে। এই পদ্গুলিতে কিছু নিয়োগ করা হবে চুক্তিভিত্তিক, কিছু পার্টটাইম, বাকিগুলি আউটসোর্সিং-এর মাধ্যমে নিয়োগ করা হবে।
নিয়মিত চাকরি ও প্রকল্পের আপডেট সবার আগে পাতে আমদের নিচে দেওয়া টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন এবং নিয়মিত Sarkari Jagat-এর ওয়েবসাইটে ভিজিট করুন।
গুরুত্বপূর্ণ লিংকসমূহ
🔥 আমদের Talegram গ্রুপ-এ যুক্ত হন | 🔥 যুক্ত হন (Join) |
এগুলি পড়ে দেখুন 👇
🔥 NTPC Recruitment 2022 | এনটিপিসি-তে নিয়োগ চলছে, দ্রুত আবেদন করুন!
🔥 Top 5 সরকারি চাকরির খবর ২০২২ | Sorkari Chakrir Khobor 2022, Sarkari Chakrir Khobor 2022
🔥 WB HS Result 2022 Date: উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২-এর সময় ঘোষণা করলেন সংসদ সভাপতি