নিজ রাজ্যে রায়গঞ্জে স্বাস্থ্য বিভাগে নিয়োগ চলছে, কারা ও কি ভাবে আবেদন করবেন? জেনে নিন | WB Health Recruitment 2023 Apply Online, Official Notice Pdf Download  

WB Health Recruitment 2023, (পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩) WB Health Recruitment 2023 Apply Online, Official Notice Pdf Download, Eligibility, Raiganj Recruitment 2023, Raiganj Health Department Recruitment

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (WB Health Recruitment 2023) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেখানে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার মানুষেরা পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

WB Health Recruitment 2023 | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩

🔥 Organization Name (সংস্থার নাম)Department of Health and Family Welfare 
🔥 Post Details (পোস্টের নাম)মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার এবং অন্যান্য 
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)২০ টি
🔥 Salary (বেতন)১০,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত 
🔥 Job Location (চাকরির স্থান)রায়গঞ্জ (Raiganj)
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://uttardinajpur.gov.in/

রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতিতে (WB Health Recruitment) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

WB Health Recruitment 2023: Vacancy Detail | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: পদের নাম  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Multi Rehabilitation Worker (NPHCE)৯ টি 
🔥 Hospital Attendant (NPHCE)২ টি 
🔥 Sanitary Attendant (NPHCE)২ টি 
🔥 Pharmacist (NUHM)২ টি 
🔥 Opthalmic Assistant (NPCB & VI) Under NHM১ টি 
🔥 Clinical Psychologist (DMHP) Under NHM২ টি 
🔥 Psychiatric Nurse/ Community Nurse in DMHP under NHM১ টি 
🔥 Dental Hygienist (NOHP) under NHM১ টি 
🔥 Total ২০ টি 

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 সরাসরি SBI-তে প্রচুর বেতনে নিয়োগ চলছে! দেরি না করে এখনই আবেদন করে ফেলুন!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Post Office Recruitment 2023 Apply Online

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Teacher Recruitment: রাজ্যের স্কুলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ চলছে! দ্রুত আবেদন করুন!

WB Health Recruitment 2023: Age Limit | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: বয়স সীমা  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Age Limit (বয়সসীমা)
🔥 Multi Rehabilitation Worker (NPHCE)২১ থেকে ৪০ বছরের মধ্যে 
🔥 Hospital Attendant (NPHCE)১৯ থেকে ৪০ বছরের মধ্যে 
🔥 Sanitary Attendant (NPHCE)১৯ থেকে ৪০ বছরের মধ্যে 
🔥 Pharmacist (NUHM)১৮ থেকে ৪০ বছরের মধ্যে 
🔥 Opthalmic Assistant (NPCB & VI) Under NHM১৮ থেকে ৪০ বছরের মধ্যে
🔥 Clinical Psychologist (DMHP) Under NHM৪০ বছরের মধ্যে 
🔥 Psychiatric Nurse/ Community Nurse in DMHP under NHM৪০ বছরের মধ্যে 
🔥 Dental Hygienist (NOHP) under NHM২২ থেকে ৪০ বছরের মধ্যে 

WB Health Recruitment 2023: Selection Process | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: নিয়োগ প্রক্রিয়া 

🔥 Sl.No.🔥 Name of The Post🔥 PROCESS
1Multi Rehabilitation Worker (NPHCE)•Proportionate marking against marks obtained in class X (Excluding marks of Additional Subjects)
•Proportionate marking against marks obtained in class XII (Excluding marks of Additional Subjects)
•Proportionate marking against marks obtained in Bachelor Degree in Physiotherapy
•Additional marking for Master Degree in Physiotherapy
•Additional marking for Experience
•Interview
2Hospital Attendant (NPHCE)•Proportionate marking against marks obtained in class X (Excluding marks of Additional Subjects)
•Additional marking for Experience
•Interview
3Sanitary Attendant (NPHCE)•Proportionate marking against marks obtained in class X (Excluding marks of Additional Subjects)
•Additional marking for Experience
•Interview
4Pharmacist (NUHM)•Proportionate marking against marks obtained in D-Pharma/ B-Pharma/ M-Pharma
•Computer test (Qualifying Marks- Minimum 50%)
5Ophthalmic Assistant (NPCB & VI) Under NHM•Based on academic qualification and experience
•Interview
6Clinical Psychologist (DMHP) Under NHM•Based on academic qualification and experience
•Interview
7Psychiatric Nurse/ Community Nurse in DMHP under NHM•60 Proportionate marking against marks obtained in B.Sc in Psychiatric Nursing/ M.Sc in Psychiatric Nursing/ DPN
•60 Proportionate marking against marks obtained on GNM training course
•Additional marking for Experience
•Interview
8Dental Hygienist (NOHP) under NHM•Proportionate marking against marks obtained in class X
•Proportionate marking against marks obtained in class XII
•Proportionate marking against marks obtained in Diploma in Dental Hygienist course
•Additional marking for Experience
•Interview

WB Health Recruitment 2023: Salary | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: বেতন  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Salary (বেতন)
🔥 Multi Rehabilitation Worker (NPHCE)১৮,০০০ টাকা 
🔥 Hospital Attendant (NPHCE)১০,০০০ টাকা 
🔥 Sanitary Attendant (NPHCE)১০,০০০ টাকা 
🔥 Pharmacist (NUHM)২২,০০০ টাকা 
🔥 Opthalmic Assistant (NPCB & VI) Under NHM১৮,০০০ টাকা 
🔥 Clinical Psychologist (DMHP) Under NHM৩০,০০০ টাকা 
🔥 Psychiatric Nurse/ Community Nurse in DMHP under NHMB.Sc/ M.Sc in Psychiatric Nursing/ DPN প্রার্থীদের জন্য ২৫,০০০
GNM প্রার্থীদের জন্য ২৮,০০০ টাকা
🔥 Dental Hygienist (NOHP) under NHM২২,০০০ টাকা 

How To Apply For WB Health Recruitment 2023: | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: আবেদন প্রক্রিয়া  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে। 

যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-

Office of the Cheif Medical Officer of Health & Member Secretary, DH&FWS, Karnojora, Raiganj, Dist- Uttar Dianjpur, Pin-733130

WB Health Recruitment 2023: Required Documents | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: প্রয়োজনীয় নথিপত্র 

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

WB Health Recruitment 2023: Application Fees | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: আবেদন মূল্য 

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের ১০০ টাকা আবেদন মুল্য দিতে হবে। এছাড়াও SC/ST/OBC/PwBD প্রার্থীদের ৫০ টাকা আবেদন মুল্য দিতে হবে।

WB Health Recruitment 2023

WB Health Recruitment 2023: Education Qualification | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: শিক্ষাগত যোগ্যতা  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Education Qualification (শিক্ষাগত যোগ্যতা)
🔥 Multi Rehabilitation Worker (NPHCE)ফিজিওথেরাপি বিষয়ে ব্যাচেলর ডিগ্রি/মাস্টার্স ডিগ্রি এবং হসপিটালে ২ বছরের কাজের অভিজ্ঞতা
🔥 Hospital Attendant (NPHCE)মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাস এবং হসপিটালে ২ বছরের অভিজ্ঞতা কাজের
🔥 Sanitary Attendant (NPHCE)মাধ্যমিক/উচ্চমাধ্যমিক পাস এবং হসপিটালে ২ বছরের অভিজ্ঞতা কাজের
🔥 Pharmacist (NUHM)ফার্মেসি বিষয়ে ২ বছরের ডিপ্লোমা। উচ্চশিক্ষা থাকলে অগ্রাধিকার পাবেন। বাংলা ভাষায় দক্ষ। এছাড়াও MS.Office এবং ইন্টারনেটসহ কম্পিউটারের জ্ঞান
🔥 Opthalmic Assistant (NPCB & VI) Under NHMফিজিক্স/কেমিস্ট্রি/বায়োলজি বিষয়ে উচ্চমাধ্যমিক পাস। প্যারামেডিকেল অপথালমিক অ্যাসিস্ট্যান্ট/অপটমেট্রি এবং অপ্থলমিক টেকনিক বিষয়ে ২ বছরের ডিপ্লোমা
🔥 Clinical Psychologist (DMHP) Under NHMক্লিনিক্যাল সাইকোলজি বিষয়ে গ্র্যাজুয়েশন/ সাইকোলজি অথবা ক্লিনিক্যাল সাইকোলজি অথবা অ্যাপ্লাইড সাইকোলজি অথবা মেডিক্যাল সোশ্যাল সাইকোলজি বিষয়ে পোষ্ট গ্র্যাজুয়েট ডিগ্রি
🔥 Psychiatric Nurse/ Community Nurse in DMHP under NHMসাইক্রিয়াটিক নার্স-সাইক্রিয়াটিক নার্সিং বিষয়ে B.Sc/M.Scকমিউনিটি নার্স-সাইক্রিয়াটিক নার্সিং বিষয়ে ১ মাসের ট্রেনিংসহ GNM কোর্স
🔥 Dental Hygienist (NOHP) under NHMডেন্টাল হাইজেনিস্ট বিষয়ে ডিপ্লোমা পাস। ওয়েস্ট বেঙ্গল ডেন্টাল কাউন্সিলের বৈধ রেজিস্ট্রেশন এবং ২ বছরের অভিজ্ঞতা

WB  Recruitment 2023: Important Dates | পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩: গুরুত্বপুর্ণ তারিখসমুহ  

  • আবেদনের শুরুর তারিখ: ২২.০২.২০২৩ অর্থাৎ ২২ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ: ০৬.০৩.২০২৩ অর্থাৎ ০৬ মার্চ ২০২৩ তারিখ

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
WB  Recruitment 2023 Official Notice ডাউনলোড করুন
WB  Recruitment 2023 Official Website এখানে দেখুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 IDBI Bank Recruitment 2023 Apply Online

👉 লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি জেলা ব্লকে সুপারভাইজার পদে নিয়োগ চলছে (Apply Now!) | WB MDM Supervisor Recruitment 2023

👉 Aliah University Assistant Professor Recruitment 2023

👉 Kolkata Metro Recruitment 2023

👉 PM Kisan Status: প্রকল্পের ৩০০০ টাকাএই সপ্তাহেই একাউন্টে ঢুকবে! লিস্টে আপনার নাম আছে কিনা একবার দেখে নিন।

FAQ: WB Health Recruitment 2023 (পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩)

Q: WB Health Recruitment 2023 (পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ০৬ মার্চ ২০২৩ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: WB Health Recruitment 2023 (পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রী। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: WB Health Recruitment 2023 (পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগে নিয়োগ ২০২৩)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment