১/৯: হাতে গোনা আর মারও কয়েকটি দিন, তারপরেই অনুষ্ঠিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের টেস্ট পরীক্ষা (WBCHSE Exam 2023)। আর তারপর বছর শেষ হলেই উচ্চমাধ্যমিক পরীক্ষা। এরই মধ্যে গত ৯ নভেম্বর, ২০২২ অর্থাৎ গত বুধবার সংসদ (WBCHSE) শিক্ষার্থী এবং শিক্ষকমন্ডলীর উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তাহলে চলুন কি কি পরিবর্তন হলো দেখে নেওয়া যাক।
বিষয় তালিকা
- 1 দেখে নিন এবারের পশ্চিমবঙ্গে উচ্চ-মাধ্যমিক (WBCHSE Exam) পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আপডেট
- 2 উচ্চ-মাধ্যমিক প্র্যাক্টিক্যাল কবে থেকে শুরু হচ্ছে?
- 3 WBCHSE Exam 2023 – প্র্যাক্টিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র কবে দেওয়া হবে?
- 4 প্র্যাকটিক্যাল WBCHSE Exam – এর পরীক্ষার মার্কস কবে পাঠাতে হবে?
- 5 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
দেখে নিন এবারের পশ্চিমবঙ্গে উচ্চ-মাধ্যমিক (WBCHSE Exam) পরীক্ষার্থীদের টেস্ট পরীক্ষার আপডেট
২/৯: গত ৯ নভেম্বর, ২০২২ তারিখ কাউন্সিল উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ ঘোষণা করেছে। চলুন, কাউন্সিলের বিজ্ঞপ্তিতে কি বলা হয়েছে তা জেনে নেওয়া যাক। রাজ্যের উচ্চমাধ্যমিক পরীক্ষা সাধারণত হয় ২ টি ভাগে। একটি প্র্যাক্টিক্যাল পরীক্ষা এবং অপরটি হলো লিখিত পরীক্ষা।
৩/৯: উচ্চমাধ্যমিক কাউন্সিল এবার এই প্র্যাক্টিক্যাল পরীক্ষা নিয়েই নয়া আপডেট দিয়েছে। আগামী ০৫.১২.২০২২ তারিখ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হচ্ছে, এমনটাই জানানো হয়েছে নতুন বিজ্ঞপ্তিতে। যদি একটু মনোযোগ সহকারে পরীক্ষাটি দেওয়া হয় তাহলে এই পরীক্ষায় নম্বর তোলা অনেকটাই সহজ। আর এই পরীক্ষাটি উচ্চমাধ্যমিক পরীক্ষায় ভালো নম্বর তুলতেও বেশ সাহায্য করে। একটু চেষ্টা করলেই এই পরীক্ষায় ৮০% থেকে ১০০% নম্বর পাওয়া যায়।
উচ্চ-মাধ্যমিক প্র্যাক্টিক্যাল কবে থেকে শুরু হচ্ছে?
৪/৯: গত বুধবার পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে প্র্যাক্টিক্যাল পরীক্ষা সম্পর্কে জানানো হয়েছে। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, উচ্চ-মাধ্যমিক ২০২৩ সালের প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে। ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক প্র্যাকটিক্যাল পরীক্ষা আগামী ৫ ডিসেম্বর থেকে ২১ ডিসেম্বরের মধ্যে নেওয়া হবে।
WBCHSE Exam 2023 – প্র্যাক্টিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র কবে দেওয়া হবে?
৫/৯: ২৩ নভেম্বরের ক্যাম্পে সংসদ থেকে প্র্যাকটিক্যাল পরীক্ষার প্রশ্নপত্র স্কুলগুলিকে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়গুলিকে সংশ্লিষ্ট আঞ্চলিক দপ্তরে মার্কস ফয়েল-এর হার্ড কপি জমা দিতে হবে। সংসদ এও জানিয়েছে যে, যে সমস্ত পরীক্ষার্থীদের ইতিমধ্যেই প্র্যাক্টিক্যাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে তাদের এই পরীক্ষা নেওয়ার প্রয়োজন নেই।
প্র্যাকটিক্যাল WBCHSE Exam – এর পরীক্ষার মার্কস কবে পাঠাতে হবে?
৬/৯: রাজ্যের স্কুলগুলিকে আগামী ২ জানুয়ারি, ২০২৩ তারিখ থেকে ১০ জানুয়ারী, ২০২৩ তারিখের মধ্যেই এই কাজ সারতে হবে, পশ্চিমবঙ্গ উচ্চ-মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এমনটাই জানানো হয়েছে। কাউন্সিল এই বিষয়টিকে সতর্কতার সহিত করার নির্দেশ দিয়েছে।
৭/৯: অফলাইন সিস্টেমকে পাল্টে এবার WBCHSE Exam 2023 – পরীক্ষার প্রস্তুতি হবে অনলাইন মাধ্যমে। পূর্বেই সংসদ জানিয়েছিল যে, তারা উচ্চ-মাধ্যমিক পরীক্ষার (WBCHSE Exam 2023) জন্য নতুন করে একটি ওয়েবসাইট তৈরি করেছেন। ২৬ আগস্ট, ২০২২ তারিখ আনুষ্ঠানিক ভাবে এই ওয়েবসাইটের সূত্রপাত হয়। এই অনলাইন ব্যবস্থার ফলে সমস্ত কাজ অতি দ্রুত এবং নির্ভুলভাবে সম্পন্ন হচ্ছে।
৮/৯: আমাদের তরফ থেকে উচ্চ-মাধ্যমিকের (WBCHSE Exam 2023) সকল পরীক্ষার্থীদের জন্য রইলো বিশেষ শুভ কামনা। উচ্চ মাধ্যমিক পরীক্ষার সমস্ত খুঁটিনাটি বিষয় জানতে এবং অন্যান্য বিভিন্ন প্রকার স্কলারশিপ এবং চাকরির খবরাখবর জানাতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন। ধন্যবাদ।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 North Eastern Railway Reqruitment 2022
🔥রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন (Apply Now!)
🔥WB Primary TET: ২০১৪-এর এই প্রার্থীরাও টেট উত্তীর্ণ! শুক্রবার যা ঘোষণা করবে পর্ষদ!
🔥TET-এ সানি লিওনের আবেদন পরীক্ষা দিতে চেয়ে! হুলস্থুল কান্ড চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে