WB HS Result 2022 Date: উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২-এর সময় ঘোষণা করলেন সংসদ সভাপতি

WB HS Result 2022 Date, West Bengal Higher Secondary Result 2022 Date, WB HS 2022 Latest Updates, (উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২), HS Pass Marks 2022, Pass Marks in HS West Bengal in 2022

 কিছু দিন আগেই ২৭ শে এপ্রিল ২০২২-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা (HS Exam 2022) সমাপ্ত হয়েছে। পরীক্ষা শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই জানা গেল উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Result 2022 Date)!পরীক্ষার ফল প্রকাশের কথা জানালেন স্বয়ং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।

WB HS Result 2022 Date: উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২-এর সময়

এইবারের পরীক্ষাগুলি (HS Exam 2022) হয়েছে হোম সেন্টারেই। ছাত্র- ছাত্রীরা এই প্রথমবার নিজ স্কুলে পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়েছিল। এর কারণে অবশ্যই ছিলো করোনা মহামারী’র চতুর্থ ঢেউ-এর আশঙ্কা! তথাপি ভালো রকম ভাবেই এবারের উচ্চ মধ্যমিক পরীক্ষা সম্পন্ন হলো কয়েক বার পরীক্ষার তারিখ পরিবর্তনের মধ্য দিয়ে।

এরই মধ্যে ছাত্র-ছাত্রীদের জন্য বড় খবরের ঘোষণা করলো উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)। শিক্ষা সংসদ থেকে ঘোষণা করা হয়েছে কবে নাদ বের হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Result 2022 Date)। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Bord of Higher Secodery Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন- ‘সবে পরীক্ষা শেষ হয়েছে। এখন আমাদের অনেক কাজ বাকি। চেষ্টা করব জুনের মাঝামাঝি উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করার।’

এখন হাতে রয়েছে পুরো মে মাস, তারপরেই উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ (WB HS Result 2022 Date) প্রকাশিত হবে বলে জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ (WBCHSE)

এরপর সংসদের তরফ থেকে আরও জানানো হয়, করোনা পরিস্থিতিতে হোম সেন্টারে পরীক্ষা হলেও টুকাটুকি, প্রশ্নপত্র ফাঁস ইত্যাদির মতো ঘটনা এইবার ঘটেনি। এই সংক্রান্ত আগে থেকেই নির্দেশিকা ছিলো, যেদিন যে বিষয়ের পরীক্ষা হবে, উক্ত দিন সেই বিষয়ভিত্তিক শিক্ষক স্কুলে আসতে পারবেন না। এর পাসপাশি আরও বেশ কিছু নির্দেশ জারি হয়েছিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (WBCHSE) তরফ থেকে।

এ বছর মোট ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থী উচ্চমাধ্যমিক পরীক্ষা (WB HS Exam 2022) দিয়েছে। এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের নিয়ে সুষ্ঠু ভাবে পরীক্ষা সম্পন্ন হয়েছে। শুধুমাত্র কয়েকটি স্কুলে পরীক্ষা চলা কালীন ছাত্র-ছাত্রী অসুস্থ হয়ে পড়েছিল, যদিও তাদের পরীক্ষা হাসপাতালে বা নার্সিংহোমে সুষ্ঠু ভাবে সম্পন্ন হয়। শেষের পরীক্ষাগুলি নিয়ে উদ্বেগের কথা স্বীকার করে নিয়েছেন সংসদের আধিকারিকরা।

wb hs result 2022 date
wb hs result 2022 date

রাজ্যের গরমের তীব্র গরমের দাবদহের হাত থেকে পরীক্ষার্থীদের সুরক্ষা দিয়ে পরীক্ষা করানই ছিলো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের কাছে বড় চ্যালেন্জের। যদিও এই চ্যালেন্জকে স্বীকার করে দক্ষতার সাথে পূরণ করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এ কথা বলাই বাহুল্য।

সর্বোপরি বলা যে সংসদের সুত্রে যে খবর পাওয়া জছেয়ে, জুন মাসের মাঝামাঝি সময়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল (WB HS Result 2022 Date) প্রকাশিত হতে পারে। তবে ঠিক কত তারিখে ফল প্রকাশিত হবে টা এখনো জানানো হয়নি। সংসদের তরফ থেকে জানানো হলেই আমরা সে বার্তা আপনাদের কাছে পৌঁছে দেবো। তাই নিয়মিত আমদের এই Sarkari Jagatএই ওয়েবসাইটটিকে অনুসরণ করুনএবং আমাদের Telegram চ্যানেলের সাথে যুক্ত থাকুন।

গুরুত্বপূর্ণ লিংক

🔥 আমদের Talegram গ্রুপ-এ যুক্ত হন🔥 যুক্ত হন (Join)

এগুলি পড়ে দেখুন 👇

🔥 NTPC Recruitment 2022 | এনটিপিসি-তে নিয়োগ চলছে, দ্রুত আবেদন করুন!

🔥 Latest WB TET 2022 Update | শীঘ্রই প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে, জানালেন প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতি, WBBPE Recruitment 2022

🔥 Top 5 সরকারি চাকরির খবর ২০২২ | Sorkari Chakrir Khobor 2022, Sarkari Chakrir Khobor 2022

🔥 Latest Job In Kolkata 2022, Govt Jobs In Kolkata 2022, Job Vacancy In Kolkata 2022, Kolkata Job 2022: কলকাতায় সরকারি চাকরির খবর

Leave a Comment