WB HS Result 2022 Live, WB HS Result 2022, HS Result 2022 West Bengal Board, wbresults.nic.in 2022, (উচ্চ মধ্যমিক রেজাল্ট ২০২২), HS Result Website, HS Result Date West Bengal Board, HS Result 2022 Website, HS Result Out Date, West Bengal HS Result 2022
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের উচ্চ মধ্যমিকের রেজাল্ট নিয়ে বড়সড় ঘোষণা! প্রকাশিত হয়ে গেল এবছরের উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২। উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয় গত ২ এপ্রিল রাজ্যে । ২৭ এপ্রিল ছিল শেষ পরীক্ষা। এ বারে পরীক্ষায় বসতে নাম নথিভুক্ত করেন ৭ লক্ষ ৪৫ হাজার জন পরীক্ষার্থী। এ বছর ছাত্রদের থেকে ছাত্রীরা প্রায় ৭১ হাজার বেশি পরীক্ষায় বসেন। প্রকাশিত উচ্চ মধ্যমিকের রেজাল্ট আপনরা এখান থেকেই সরাসরি দেখতে পারবেন। তাই আপনি এই পেজটি আপনার ব্রাউসার-এ সেভ করে রেখে দিন। সরাসরি রেজাল্ট দেখার লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। 👇👇👇
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
WBCHSE HS Results 2022: ১১টায় ফলপ্রকাশ, ১২টা থেকে অনলাইনে রেজাল্ট
১১টায় সাংবাদিক বৈঠকে উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ। তারপরে ১২টা থেকে অনলাইনে বাড়ি বসেই দেখা যাবে ফল। এই বছর ছাত্রীদের সংখ্যা ছাত্রদের তুলনায় বেশি। ২০ জুন থেকে ৫ জুলাই রিভিউ ও স্ক্রুটিনির সময়। এই বছর মোট পাশের হারে ৮৮.৪৪%. ৭টি জেলায় পাশের হার ৯০ শতাংশের উপর। ২ মেদিনীপুর, কালিম্পং, দক্ষিণ ২৪ পরগনা-সহ ৭টি জেলায় পাসের হার ৯০ শতাংশের বেশি।
২০ জুন থেকে মার্কশিট ও সার্টিফিকেট দেওয়া হবে। অনলাইনে আজ ১২টা থেকেই মার্কশিট। পরের বছর উচ্চ মাধ্যমিক শুরু হবে ১৪ মার্চ, পরীক্ষা শেষ হবে ২৭ মার্চ। পরের বার পুরো সিলেবাসে পরীক্ষা।
WBCHSE HS Results 2022: ১ থেকে ১০ তম স্থানদিকারী
১ থেকে ১০ তম স্থানদিকারীদের নাম নিম্নে তুলে ধরা হলো-
- প্রথম অদিশা দেবশর্মা। দিনহাটা সনিদেবী জৈন হাইস্কুলের পড়ুয়া। মোট প্রাপ্ত নম্বর ৪৯৮।
- দ্বিতীয় পশ্চিম মেদিনীপুরের সায়নদীপ সামন্ত।
- উচ্চ মাধ্যমিকে তৃতীয় হয়েছে ৪ জন। চতুর্থ হয়েছে আট জন।
- উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পঞ্চম স্থানে ১১ জন। প্রাপ্ত নম্বর ৪৯৪।
- ষষ্ঠ স্থানে রয়েছেন ৩২ জন।
- উচ্চ মাধ্যমিকের সপ্তম স্থানে রয়েছেন ৩৭ জন। প্রাপ্ত নম্বর ৪৯২।
- অষ্টম স্থানে রয়েছেন মোট ৫৫ জন। প্রাপ্ত নম্বর ৪৯১।
- নবম স্থানে রয়েছেন ৫৪ জন। প্রাপ্ত নম্বর ৪৯০। ৯৮ শতাংশ নম্বর।
- দশম স্থানে রয়েছেন ৬৯ জন, তাঁদের প্রাপ্ত নম্বর ৪৮৯।
চতুর্থ স্থানাধিকারীদের মধ্যে তিনজন পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী বিদ্যায়তনের। জলচক নটেশ্বরী বিদ্যায়তনের ৩জন চতুর্থ স্থানাধিকারী হলেন সৌম্যদীপ মণ্ডল, কিংশুক রায়, প্রীতম মিদ্যা। পশ্চিম মেদিনীপুরের জলচক নটেশ্বরী নেতাজি বিদ্যায়তন থেকে একাধিক পড়ুয়া উচ্চ মাধ্যমিকের প্রথম দশ স্থানের মেধাতালিকায়।
West Bengal HS Result 2022 Download Link : উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ সরাসরি দেখে ডাউনলোড করার লিঙ্ক
আপনার নিচে দেওয়া লিঙ্কে ক্লিক করে সরাসরি উচ্চমাধ্যমিক রেজাল্ট ২০২২ দেখতে ও ডাউনলোড করতে পারবেন- 👇
🔥 HS Result 2022 Download Link: 1 👉 | এখানে দেখুন |
🔥 HS Result 2022 Download Link: 2 👉 | এখানে দেখুন |
আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন।
আরও পড়ুন 👇
🔥 Indian Overseas Bank Recruitment 2022 (IOB): মাধ্যমিক পাসেই ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকে চাকরির সুযোগ!
🔥 Utkarsh Bangla Recruitment 2022: ৬৮,০০০ শূন্য পদে উৎকর্ষ বংলা প্রকল্পে কর্মী নিয়োগ!
🔥 West Bengal Bandhan Bank Recruitment 2022: পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ!
🔥 Swasthya Sathi Prakalpa Group-C Recruitment 2022: পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পে কর্মী নিয়োগ
🔥 Axis Bank Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশে এক্সিস ব্যাংক-এ নিয়োগ ২০২২ চলছে!