WB Jute Industry Recruitment 2022: সরাসরি প্রশিক্ষণের মাধ্যমে চাকরির সুযোগ পশ্চিমবঙ্গ পাট শিল্পে নিয়োগ ২০২২-এর মাধ্যমে। বিস্তারিত দেখুন!

WB Jute Industry Recruitment 2022, West Bengal Jute Industry Recruitment 2022, পশ্চিমবঙ্গ পাট শিল্পে নিয়োগ ২০২২

পশ্চিমবঙ্গের চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিরাট বড়ো এক সুযোগ! পশ্চিমবঙ্গের অন্যতম উল্লেখযোগ্য শিল্প হলো পাটশিল্প। সেই পাটশিল্প কেন্দ্রে কর্মঠ এবং দক্ষ কর্মীর অভাব থাকায় রাজ্য সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে।কোনরকম শিক্ষাগত ছাড়াই কেবলমাত্র প্রশিক্ষণের মাধ্যমে পশ্চিমবঙ্গের শ্রমদপ্তরে (WB Jute Industry Recruitment 2022) কর্মদক্ষতা বাড়ানোর প্রশিক্ষণ দিয়ে কর্মী নিয়োগ করা হবে। এমনটাই জানিয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার। বেকার যুবক যুবতীদের জন্য রাজ্য সরকারের এ এক অভিনব প্রয়াস। এই প্রশিক্ষণের শেষে রাজ্যের যেকোনো জায়গার পাটশিল্প কেন্দ্রে কর্মীদের নিয়োগ করা হবে। রাজ্যে বেকারত্বের হার কমাতে সরকারের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন এবং এই প্রশিক্ষণে অংশ নিতে পারবেন। যেকোনো জায়গার ব্যক্তিই এই পারবেন প্রশিক্ষণের জন্য আবেদন করতে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

WB Jute Industry Recruitment 2022: পাট শিল্পে নিয়োগ ২০২২

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কর্মহীন ব্যক্তিদের জন্য নতুন কর্মসূচি পাটশিল্প কেন্দ্রে (WB Jute Industry Recruitment 2022) প্রশিক্ষণের মাধ্যমে কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

WB Jute Industry Recruitment 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

আপনি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে শুধুমাত্র সাক্ষর অর্থাৎ আপনি যদি কেবলমাত্র আপনার নাম লিখতে জানেন তাহলেই আপনি এই প্রশিক্ষণের জন্য আবেদন করতে পারবেন। এছাড়াও আপনাকে কর্মঠ একজন মানুষ হতে হবে এবং শারীরিক ভাবে আপনাকে সুস্থ থাকতে হবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে আপনার নথিভুক্ত থাকা আবশ্যক।

WB Jute Industry Recruitment 2022: Age Limit (বয়স সীমা)

এই প্রশিক্ষণের জন্য যদি আপনি আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই হতে হবে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে।

WB Jute Industry Recruitment 2022: Stipend (বৃত্তির পরিমাণ)

এই প্রশিক্ষণের জন্য কর্মীদের প্রথম ৪৫ দিন প্রতিদিন ২০০ টাকা করে দেওয়া হবে। এবং পরবর্তী ৪৫ দিন দৈনিক ২৫০ টাকা করে বৃত্তি দেওয়া হবে। প্রশিক্ষণ চলাকালীন জুটমিল থেকে খাওয়ার খরচের জন্য ৮০ টাকা করে দেওয়া হবে। এছাড়াও জুটমিল কর্তৃপক্ষের তরফ থেকে থাকার ব্যবস্থাও করা হবে। প্রশিক্ষণ শেষে কর্মীদের মূল-বেতন দেওয়া হবে প্রতিদিন ৩৭০ টাকা। হাজিরার উৎসাহ ভাতা হিসেবে দৈনিক ১৫ টাকা করে। এছাড়াও প্রভিডেন্ট ফান্ড (পি.এফ), পেনশন, গ্র্যাচুইটি, বোনাস, উৎসবের জন্য ছুটির মজুরি সহ অন্যান্য সুযোগ সুবিধাও আপনি পাবেন।

How to Apply for WB Jute Industry Recruitment 2022: আবেদন প্রক্রিয়া

এই প্রশিক্ষণের জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে শীঘ্রই আপনার জেলার অথবা আপনার নিকটবর্তী কোনো জেলার কর্মবিনিয়োগ কেন্দ্রে যোগাযোগ করতে হবে। সেখান থেকেই আপনি এই প্রশিক্ষণে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন।

WB Jute Industry Recruitment 2022

WB Jute Industry Recruitment 2022: Training Period (প্রশিক্ষণের ব্যবস্থা)

কর্ম প্রার্থীদের এই প্রশিক্ষণ দেওয়ার মেয়াদ হবে ৯০ দিন। প্রার্থীদের থিওরিটিক্যাল এবং প্র্যাক্টিক্যাল অর্থাৎ হাতে কলমে এবং লিখিত ভাবে প্রশিক্ষণ দেওয়া হবে। এই প্রশিক্ষণে পাটের স্পিনিং, উইভিং, পাইলিং, পাটের বিমিং পদ্ধতি পাট বাছাই ইত্যাদি আরও যে কাজগুলো জুটমিলে হয়ে থায় সেই সমস্ত বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে।

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Download Official Notice ডাউনলোড করুন
Official Website Link এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 West Bengal Health Recruitment 2022

🔥 West Bengal Govt Jobs 2022

🔥 Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হলেই ১০ হাজার করে টাকা দিচ্ছে রাজ্য সরকার।

🔥 Lower Division Clerk Recruitment 2022

🔥 WB PSC Recruitment 2022

🔥 Indian Railway Recruitment 2022 Group C

🔥 Nabanna Scholarship 2022 & Uttarkanya Scholarship 2022: মাধ্যমিক অথবা উচ্চমাধ্যমিক পাস হলেই ১০ হাজার করে টাকা দিচ্ছে রাজ্য সরকার। বিস্তারিত দেখুন!

🔥 ভারতীয় ডাক বিভাগে নিয়োগ ২০২২

FAQ:

Q: WB Jute Industry Recruitment 2022-তে আবেদন কিভাবে করতে হবে?

Ans: আপনার নিকটবর্তী কোনো জেলার কর্মবিনিয়োগ কেন্দ্রে যোগাযোগ করে সেখান থেকে প্রশিক্ষণে আবেদন সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়ে যাবেন। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: WB Jute Industry Recruitment 2022-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: শুধুমাত্র সাক্ষর অর্থাৎ কেবলমাত্র আপনার নাম লিখতে জানতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: WB Jute Industry Recruitment 2022-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ১৮ থেকে ৪০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment