৬৩,২০০ টাকা পর্যন্ত মাসিক বেতনে পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরির সুযোগ (Apply Now!) | WB LDC Recruitment 2022

WB LDC Recruitment 2022, WB Lower Division Clark Recruitment 2022, পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। সম্প্রতি Board of Practical Training (Eastern Region) (WB LDC Recruitment 2022) একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানিয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। তাহলে আর দেরি না করে তাড়াতাড়ি আবেদন করে ফেলুন। ইতিমধ্যেই এই বিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

বিষয় তালিকা

WB LDC Recruitment 2022 | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২

🔥 Organization Name (সংস্থার নাম)Board of Practical Training (Eastern Region)
🔥 Post Details (পোস্টের নাম)লোয়ার ডিভিশন ক্লার্ক
🔥 Total Vacancies (মোট শূন্যপদ)২টি
🔥 Salary (বেতন)১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত 
🔥 Job Location (চাকরির স্থান)কলকাতা
🔥 Apply Mode (আবেদন মাধ্যম)অনলাইন এবং অফলাইন
🔥 Official Website (অফিশিয়াল ওয়েবসাইট)https://bopter.gov.in/

বোর্ড অফ প্র্যাক্টিক্যাল ট্রেনিং (ইস্টার্ন রিজিয়ন)-এ (WB LDC Recruitment 2022) প্রচুর কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।

WB LDC Recruitment 2022: Vacancy Detail  | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২: পদের নাম  

🔥 Post Name (পোস্টের নাম)🔥 Post Vacancy (শূন্যপদের সংখ্যা)
🔥 Lower Division Clerk (Group ‘C’)২টি 
🔥 Total ২টি 

আরও পড়ুন: 👇👇👇

🔥 ৯৮,০৮৩টি শূন্য পদে লিখিত পরীক্ষা ছাড়াই ভারতীয় পোস্ট অফিসে চাকরির সুযোগ! (Apply Now!) 

🔥 Punjab and Sind Bank Recruitment 2022

🔥 Post Office Group D Recruitment 2022

🔥 WB JOB Recruitment 2022: দুয়ারে সরকার থেকেই বাংলার ঘরে ঘরে হবে চাকরি, বিরাট বড় ঘোষনা!

WB Lower Division Clark Recruitment 2022: Age Limit | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২: বয়স সীমা  

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ২২.১১.২০২২ তারিখ অনুযায়ী ২৭ বছরের মধ্যে।

WB LDC Recruitment 2022:  Salary | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২: বেতন  

এই চাকরির কর্মীদের মাসিক ১৯,৯০০ থেকে ৬৩,২০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

How To Apply For WB LDC Recruitment 2022: | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২: আবেদন প্রক্রিয়া 

১) আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে বোর্ড অফ প্র্যাক্টিক্যাল ট্রেনিং (ইস্টার্ন রিজিয়ন)-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে আবেদন করতে হবে।

২) আবেদন করার পূর্বে আপনাকে আপনার সমস্ত নথিপত্র স্ক্যান করে নিতে হবে।

৩) আপনাকে আপনার বৈধ মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। সার্টিফিকেট, ভেরিফিকেশন এবং অন্যান্য তথ্য আপনাকে এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতে পাঠানো হবে।

৪) আবেদন করার সময় মনে রাখতে হবে, আবেদন করার সময় আপনি আপনার নাম, যে পোস্টের জন্য আবেদন করছেন, জন্মের তারিখ, আপনি বাসস্থানের ঠিকানা, ইমেল আইডি ইত্যাদি বিষয়গুলি চূড়ান্ত হিসেবে বিবেচিত হবে।

প্রার্থীদের বোর্ড অফ প্র্যাক্টিক্যাল ট্রেনিং (ইস্টার্ন রিজিয়ন)-এর অনলাইন আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করতে অনুরোধ করা হচ্ছে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আবেদনপত্রে কোনো পরিবর্তন করা যাবে না।

৫) আপনি আবেদন মূল্য অনলাইন/ অফলাইন উভয়ভাবেই দিতে পারবেন (যদি থাকে)।

৬) সবশেষে আপনাকে ‘Submit’ অপশনে ক্লিক করতে হবে। আবেদনপত্রটি সাবমিট করার পর সেভ করে রাখতে পারেন অথবা পরবর্তী প্রয়োজনের জন্য অ্যাপ্লিকেশন নম্বরটি প্রিন্ট করে রাখতে পারেন।

যে ঠিকানায় আপনি আবেদনপত্রের হার্ডকপিটি পাঠাবেন তা হলো-

AAO, BOPT (ER), Block – EA, Sec-I, Saltlake City, Kol-64

WB Lower Division Clark Recruitment 2022: Required Documents  | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২: প্রয়োজনীয় নথিপত্র  

এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

WB LDC Recruitment 2022: Application Fees | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২: আবেদন মুল্য  

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

WB LDC Recruitment 2022: Education Qualification | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২: শিক্ষাগত যোগ্যতা

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার উচ্চমাধ্যমিক পাস করতে হবে। এছাড়াও কম্পিউটারে আপনার ইংলিশে টাইপিং স্পীড হতে হবে ৩৫ ডব্লুপিএম এবং হিন্দিতে টাইপিং স্পীড হতে হবে ৩০ ডব্লুপিএম।

WB LDC Recruitment 2022

WB LDC Recruitment 2022: Important Dates | পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২: গুরুত্বপুর্ণ তারিখসমুহ  

  • আবেদন শুরুর তারিখ ২৩.১০.২০২২ অর্থাৎ ২৩ অক্টোবর ২০২২ তারিখ 
  • আবেদনের শেষ তারিখ ২২.১১.২০২২ অর্থাৎ ২২ নভেম্বর ২০২২ তারিখ 

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
WB LDC Recruitment 2022 Apply Online আবেদন করুন
WB LDC Recruitment 2022 Official Notice ডাউনলোড করুন
WB LDC Recruitment 2022 Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি, প্রকল্প ও লেটেস্ট আপডেট দেখুন 👇👇👇

🔥লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ দিয়েই রাজ্য সরকারের অধীনে চাকরির সুযোগ (Apply Now!)

🔥 WB SSC নিয়ে Breaking News সামনে এলো! কি সিদ্ধান্ত নিলো SSC?

🔥 Post Office-এ মাত্র ৫০০০ টাকা বিনিয়োগ করে সারাজীবন আয় করুন! জানুন কিভাবে?

🔥 WB SSC নিয়ে Breaking News সামনে এলো! কি সিদ্ধান্ত নিলো SSC?

FAQ: WB LDC Recruitment 2022 (পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২)

Q: WB LDC Recruitment 2022 (পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২)-তে আবেদনের শেষ তারিখ কবে?

Ans: ২২ নভেম্বর ২০২২ তারিখের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: WB LDC Recruitment 2022 (পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?

Ans: উচ্চমাধ্যমিক পাশ। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Q: WB LDC Recruitment 2022 (পশ্চিমবঙ্গে ক্লার্ক পদের চাকরী নিয়োগ ২০২২)-তে আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ২৭ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)

Leave a Comment