wb primary tet 2022 interview date announced by the wbbpe
১/৯: যে সমস্ত প্রার্থী ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশনের সময় ‘কলকাতা’-কে ইন্টারভিউয়ের জায়গা হিসেবে নির্বাচন করেছিলেন, সেই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য আগামী ২৭ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার ডাকা হবে।
২/৯: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
৩/৯: প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৪ এবং ২০১৭ সালের প্রাথমিকের শিক্ষকপদে যোগ্যতা নির্ধারক পরীক্ষা অর্থাৎ টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রথম দফার ইন্টারভিউ প্রক্রিয়ার দিন ঘোষণা করল। এই বিষয়ে পর্ষদ বিজ্ঞপ্তিও প্রকাশ করেছে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৯: সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ইন্টারভিউ প্রক্রিয়া এবার কলকাতায় সম্পন্ন হবে। যে সমস্ত প্রার্থী ইন্টারভিউয়ের রেজিস্ট্রেশনের সময় ‘কলকাতা’-কে ইন্টারভিউয়ের জায়গা হিসেবে নির্বাচন করেছিলেন, সেই সমস্ত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য আগামী ২৭ ডিসেম্বর অর্থাৎ মঙ্গলবার ডাকা হবে।
৫/৯: পর্ষদ জানিয়েছে যে, প্রত্যেকটি প্রার্থীকে মেল করে ইন্টারভিউয়ের জন্য কখন, কোথায় আসতে হবে তা জানিয়ে দেওয়া হবে। প্রার্থীরা প্রাথমিক শিক্ষক নিয়োগের অফিসিয়াল পোর্টাল থেকেও ‘কল লেটার’ ডাউনলোড করে নিতে পারবে।
৬/৯: পর্ষদ এবারের ইন্টারভিউ প্রক্রিয়া অতি স্বচ্ছতার সহিত সম্পন্ন করতে চায়। তাই এবার পর্ষদ এই সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়াটি ভিডিয়োগ্রাফি করার সিদ্ধান্ত নিয়েছে। স্পষ্টভাবে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, যদি কোনো প্রার্থী ‘অযোগ্য’ হয় তাহলে তাঁকে ইন্টারভিউতে বসতে দেওয়া হবে না।
ইন্টারভিউতে কি কি নথিপত্র নিয়ে যেতে হবে?
৭/৯: পর্ষদ জানিয়েছে যে, চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড, টেট পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার নথি, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা শংসাপত্র, উচ্চমাধ্যমিকের মার্কশিট, বিএড অথবা ডিএলএড/ ডিএড-এর মার্কশিট, স্নাতক পাশের মার্কশিট, জাতিগত শংসাপত্র, ভোটার অথবা আধার কার্ড এবং একটি পাসপোর্ট সাইজের ছবি সঙ্গে রাখতে হবে।
৮/৯: স্বচ্ছ ইন্টারভিউ প্রক্রিয়ার বিষয়ে বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী কমিটির নেতা স্বপন মণ্ডল বলেন যে, “সরকার চাইলে সব ধরনের দুর্নীতিই রুখতে পারে। কিন্তু অতীতে দেখা গিয়েছে, শিক্ষক নিয়োগে প্রায় সব ক্ষেত্রেই দুর্নীতি হয়েছে। শুধু নিয়মে কড়াকড়ির কথা বললেই হবে না। তা পালন করেও দেখাতে হবে। এর জন্য সরকারের সদিচ্ছা জরুরি।”
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ১০ লক্ষ শূন্যপদে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ! কি ভাবে নিয়োগ? জানুন
👉 লিখিত পরীক্ষা ছাড়াই ২৪,০০০ টাকা বেতনে রাজ্যের জেলায় জেলায় নিয়োগ চলছে! (Apply Now!)
👉 DA West Bengal : এই মাসের শুরুতেই DAপাবেন রাজ্য সরকারি কর্মীরা? বড় আপডেট!
👉 WE Card: প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডারের মতই এই কার্ড দিয়ে!