দীর্ঘ ৫ বছর পর পুনরায় হতে চলেছে প্রাইমারি টেট (TET) পরীক্ষা। পর্ষদ গত বুধবার বিজ্ঞপ্তি প্রকাশ করে। এই টেট পরীক্ষা নিয়ে বিতর্ক চলছেই। কিন্তু এর মধ্যেই ঘোষণা করা হয় পরীক্ষার। এই পরীক্ষা আগামী ১১ ডিসেম্বর ২০২২ তারিখ অনুষ্ঠিত হতে চলেছে। টেট পরীক্ষা নিয়ে একগুচ্ছ গাইডলাইনও জারি করা হয়েছে। এমনকি পরীক্ষার মডেল অর্থাৎ নমুনা প্রশ্নপত্রও প্রকাশ করেছে পর্ষদ।
বিষয় তালিকা
TET Examination Model Question Paper-
দীর্ঘ পাঁচ বছর পর আগামী ১১ ডিসেম্বর ২০২২ তারিখ আবারও হতে চলেছে প্রাইমারি টেট পরীক্ষা (Primary TET)। ফের অনুষ্ঠিত হতে চলেছে প্রাইমারি টেট। টেট পরীক্ষা নিয়ে বিতর্ক অব্যাহত। কিন্তু তার মধ্যেই পর্ষদ টেট পরীক্ষার ঘোষণা করেছে। পাশাপাশি জারি করা হয়েছে টেট পরীক্ষার একাধিক গাইডলাইন। পর্ষদের পক্ষ থেকে নমুনা প্রশ্নপত্রও প্রকাশ করা হয়েছে। তাহলে পরীক্ষার আগেই দেখে নিন যে প্রশ্নপত্রও কেমন হতে পারে।
এই পরীক্ষার জন্য আবেদনের শেষ তারিখ কবে?
এই পরীক্ষায় আবেদনের শেষ তারিখ হলো ৩ নভেম্বর, ২০২২ তারিখ। আগামী ১১ ডিসেম্বর দুপুর ১২ টা থেকে দুপুর ২টো ৩০ মিনিট পর্যন্ত অর্থাৎ আড়াই ঘণ্টা চলবে পরীক্ষা।
প্রশ্নপত্রও কেমন হবে?
মোট ১৫০টি MCQ অর্থাৎ মাল্টিপল চয়েস কোয়েশ্চন থাকবে। প্রত্যেকটি বিষয়ে থাকবে ৩০টি করে প্রশ্ন। একইভাবে ৫ বিষয়ে মোট ১৫০ নম্বরের পরীক্ষা নেওয়া হবে। প্রশ্ন করা হবে বাংলা ও ইংরেজি উভয় ভাষাতেই। এই পরীক্ষায় থাকবে না কোনো নেগেটিভ মার্কিং।
মডেল প্রশ্ন নিচে দেওয়া হলো-
এছাড়াও মডেল প্রশ্ন ডাউনলোডের (Download) লিঙ্ক নিচে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
🔥 WB Primary TET 2022: টুকলি রুখতে এই নজিরবিহীন সিদ্ধান্ত নিলো পর্ষদ!
যে সমস্ত প্রার্থী ১৫০ নম্বরের মধ্যে ৬০% নম্বর পাবেন সেই সমস্ত প্রার্থী উত্তীর্ণ হিসেবে বিবেচিত হবেন। এছাড়াও SC/ST/OBC-A/OBC-B/PH/EC/অবসরপ্রাপ্ত কর্মচারীদের নম্বরের ক্ষেত্রে ৫% ছাড় দেওয়া হবে।
টেট উত্তীর্ণ (Tet Pass) হওয়া মানেই যে চাকরি পেয়ে যাওয়া তা নয়। এটি যোগ্যতামান যাচাইয়ের একটি ধাপ মাত্র। অন্যান্য সমস্ত ধাপে উত্তীর্ণ হলেই প্রার্থীরা চাকরি পাবেন। এই বিষয়েও পর্ষদ সতর্ক করেছে।
প্রসঙ্গত উল্লেখ্য, টেট পরীক্ষার জন্য গত ১৪ অক্টোবর থেকে (West Bengal Primary School Recruitment) টেট (TET) আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। প্রথম থেকে পঞ্চম শ্রেণির জন্য মোট ১১ হাজার জনকে নিয়োগ করা হবে। অনুমান করা হচ্ছে যে, এবার টেট পরীক্ষার জন্য প্রায় কয়েক লক্ষ পরীক্ষার্থী আবেদন করবেন। কতদিন পর্যন্ত আবেদন চলবে এবং টেট পরীক্ষার আবেদন সংক্রান্ত বিজ্ঞপ্তি পর্ষদ দিনে কোন সময় জারি করে তা নিয়েও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
মডেল প্রশ্ন Download-এর লিঙ্ক | ডাউনলোড করুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 WB Primary TET 2022 পরীক্ষায় প্রতিযোগিতা আরও বাড়ল! যোগ্যতায় এই নতুন সংযোজন পর্ষদের!
🔥 WB Primary TET 2022: টেট নিয়ে বড় খবর! কারা পরীক্ষা দিতে পারবেন? ফের নয়া নির্দেশিকা!
🔥 রাজ্যের স্কুলের জন্য বিরাট এই নির্দেশ দিলো স্কুল শিক্ষা দপ্তর!