ইতিমধ্যেই রাজ্যে শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে একের পর একের আপডেট সামনে আসছে! প্রাথমিক পর্ষদ ঘোষণা করেছে যে ২০২২ সালের প্রাথমিক টেট পরীক্ষা নেওয়া হবে ১১.১২.২০২২ তারিখে।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
WB Primary TET 2022 Vacancy:
২০২২ সালের প্রাইমারি টেট পরীক্ষা ১১ ডিসেম্বর নেওয়া হবে। গত সোমবার ২৬ সেপ্টেম্বর প্রেস কনফারেন্স করে এমনটাই জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। পাশাপাশি পর্ষদ সভাপতি ১১০০০ শূন্যপদেরও ঘোষণা করেছে।
এই বিষয় নিয়ে পর্ষদের অফিসিয়াল পোর্টালে খুব শীঘ্রই নোটিফিকেশন জারি করা হবে।
সর্বমোট ১১০০০ শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ করা হবে বলে জানিয়েছেন পর্ষদ সভাপতি গৌতম পাল। এই নিয়োগ সংক্রান্ত বিষয়ে নতুন বিজ্ঞপ্তি খুব তাড়াতাড়ি প্রকাশ করা হবে।
তবে ১১০০০ শূন্যপদে কাদেরকে নিয়োগ করা হবে অথবা এই শূন্যপদ নতুন টেট প্রার্থীদের জন্য কিনা তা নিয়ে সন্দেহ এখনও অব্যাহত। এই বিষয়ে বিস্তারিত খবর পাওয়ার চেষ্টা করছি আমরা। আমাদের চোখ থাকবে এই খবরের ওপর।
অপরদিকে, ২০১৪ এবং ২০১৭ সালের টেট পরীক্ষায় পাস করা চাকরি প্রার্থীরা তাদের নিয়োগ নিয়ে কবে ঘোষণা করা হবে তা নিয়ে এখনও অপেক্ষা করছেন। সূত্র মারফত জন্য গেছে, মোট ১১,০০০ শূন্যপদে পরে থাকা নিয়োগ সম্পন্ন করা হবে। এই বিষয়ে নিম্নে বিস্তারিত আপডেট দেওয়া হয়েছে।
এই আবেদন প্রক্রিয়া শুরু হবে লক্ষীপুজোর পর এবং রেজিস্ট্রেশন শুরু হবে কালীপুজোর পর। এই সমস্ত প্রক্রিয়া পর্ষদের পোর্টালেই হবে। এছাড়াও পরীক্ষার অ্যাডমিট কার্ড চাকরি প্রার্থীরা পোর্টাল থেকে ডাউনলোড করতে পারবেন।
ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে নতুন টেট পরীক্ষা নেওয়া হবে, গত সোমবার ২৬ সেপ্টেম্বর এমনটাই জানিয়েছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এই বক্তব্যের কিছুক্ষণের মধ্যেই নতুন টেট নিয়ে এই ঘোষণা করেছেন নতুন পর্ষদ সভাপতি গৌতম পাল।
পূর্বেই নতুন প্রাথমিক টেট পরীক্ষা নিয়ে আমরা আপনাদের দুটি দিনক্ষণ জানিয়েছিলাম একটি ১১ ডিসেম্বর এবং অপরটি হলো ১৮ ডিসেম্বর। সেই মতোই প্রাথমিক পর্ষদ ১১ ডিসেম্বর ২০২২ সালের প্রাথমিক টেটের দিন ঘোষণা করলো।
১১,০০০ শূন্যপদ নিয়ে আপডেট-
প্রাথমিক পর্ষদ এই মুহূর্তে দুটি নিয়োগ নিয়ে এগোচ্ছে। একটি নতুন টেট যেটি ১১ ডিসেম্বর ২০২২ নেওয়া হবে এবং অপরটি হলো ১১,০০০ শূন্যপদে পরে থাকা শিক্ষক নিয়োগ। প্রাইমারী TET পাশ প্রার্থীদের জন্যই কেবলমাত্র এই ১১,০০০ শূন্যপদ রাখা হয়েছে।
সূত্রের খবর, এই শূন্যপদ ১১ হাজারের থেকেও বেশি হতে পারে। নতুন টেট এবং ১১,০০০ শূন্যপদ এই দুই নিয়োগের জন্যই চাকরি প্রার্থীদের আবেদন করতে হবে।
টেট পাস এবং টেট চাকরিপ্রার্থী এখন উভয়কেই ১১,০০০ শূন্যপদের জন্য আবেদন করতে হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 (NSP) National Scholarship Portal: এই প্রকল্পে আবেদন করলেই পেয়ে যাবেন ২০,০০০ টাকা! বিস্তারিত দেখুন!
🔥 Indian Post Office Group D Recruitment 2022
🔥 Ishwar Chandra Vidyasagar Scholarship 2022
🔥 Latest Paramparik Scholarship 2022
🔥 Bank of India Recruitment 2022