WB Primary TET Interview Date, Primary TET Interview Official Notice, প্রাইমারী টেট-এর ইন্টারভিউয়ের তারিখ, West Bengal Board of Primary Education, WBBPE
১/১১: প্রাইমারি টেটের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউ (WB Primary TET Interview Date) কবে, কখন, কোথায় হবে? কোন ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে? সেই সম্পর্কিত নোটিশ পর্ষদ জারি করেছে। ইন্টারভিউ শুরু হওয়ার আগে তা ভালো করে জেনে নিন। অফিসিয়াল নোটিশটির (Official Notice) ডাউনলোড (Download)-এর লিঙ্ক নিচে দেওয়া হয়েছে। সেখানে Click করেই অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করতে পারবেন।
২/১১: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
৩/১১: শিক্ষক নিয়োগের জন্য প্রথম পর্যায়ের ইন্টারভিউ ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। এবার টেটের দ্বিতীয় পর্যায়ের ইন্টারভিউর তারিখ ঘোষণা করলো পর্ষদ (WBBPE)।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বড় খবর! বদলাতে চলেছে LIC-র এই গুরুত্বপূর্ণ নিয়ম! ব্যাপক প্রভাবিত হবেন গ্রাহকরা
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WhatsApp আর কাজ করবে না এই ৪৭ স্মার্টফোনে! তালিকায় আপনার ফোন নেই তো? দেখুন
৪/১১: পশ্চিমবঙ্গ শিক্ষা প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board of Primary Education) জানিয়েছে যে, দ্বিতীয় পর্যায়ের TET Interview নেওয়া হবে আগামী ১০ জানুয়ারি, ২০২৩ তারিখ।
৫/১১: রেজিস্ট্রেশন করার সময় ইন্টারভিউয়ের স্থান হিসেবে যে সমস্ত প্রার্থী কলকাতাকে বেছেছিলেন, এই TET Interview-তে তাদের মধ্যেই ২৫০ জন চাকরিপ্রার্থীকে ডেকে নেওয়া হচ্ছে।
৬/১১: এই ইন্টারভিউ প্রক্রিয়ায় কোনো দুর্নীতির অভিযোগ যাতে না ওঠে, তাই সম্পূর্ণ ইন্টারভিউ প্রক্রিয়াকে ভিডিওগ্রাফি করা হচ্ছে।
৭/১১: WBBPE TET Interview প্রক্রিয়া পর্ষদ অতি স্বচ্ছতার সহিত সম্পন্ন করতে চাইছে।
যদি কোনো প্রার্থী অযোগ্য হিসেবে বিবেচিত হন তাহলে সেই চাকরিপ্রার্থীকে ইন্টারভিউ বোর্ডের সামনে বসতে দেওয়া হবে না।
৮/১১: মেলের মাধ্যমে প্রত্যেকটি চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের সময় এবং স্থান জানিয়ে দেওয়া হবে। এছাড়াও কল লেটার দেওয়া থাকবে পর্ষদের ওয়েবসাইটে। চাকরিপ্রার্থীরা সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবেন।
বিষয় তালিকা
How to Download WBBPE Primary TET Interview Call Letter-
কিভাবে ইন্টারভিউয়ের কল লেটার ডাউনলোড করবেন-
৯/১১: (১) প্রথমে আপনাকে প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে।
(২) এরপর সেখানে আপনাকে ‘Application for Recruitment, ২০২২’ অপশনে ক্লিক করতে হবে।
(৩) এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলবে। সেখানে আপনাকে ‘Primary Teacher Recruitment ২০২২’ অপশনে ক্লিক করতে হবে।
(৪) তারপর ‘Print/Download Call Letter’ অপশনে আপনাকে ক্লিক করতে হবে।
(৫) এরপর আপনার Registration number এবং DOB দিয়ে ফিলাপ করতে হবে।
(৬) এরপর আপনাকে ‘Print/Call Letter’ অপশনে ক্লিক করে ইন্টারভিউ কল লেটারটি প্রিন্ট করে নিতে হবে।
চাকরিপ্রার্থীদের ইন্টারভিউয়ের সময় কি কি নথিপত্র নিয়ে যেতে হবে-
- আপনার Primary TET Admit Card
- আপনার WBBPE টেটে উত্তীর্ণ হওয়ার সার্টিফিকেট
- আপনার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক, কলেজের অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং সার্টিফিকেট
- আপনার BEd, D.El.ed/D.ed-এর মার্কশীট এবং সার্টিফিকেট
- DPO/SDO কর্তৃক ইস্যু করা প্যারা টিচারের সার্টিফিকেট (যদি প্রয়োজন হয়)
- আপনার ভোটার কার্ড, আধার কার্ড
- আপনার একটি পাসপোর্ট সাইজ ছবি
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
১০/১০: এই সমস্ত নথিপত্রগুলি Self Attested Xerox Copy সহ আপনাকে ইন্টারভিউ বোর্ডের সামনে উপস্থিত হতে হবে।
১১/১১: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
অফিসিয়াল নোটিশটি Download করুন | Download করুন |
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PM Kisan: কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্যবাসীকে ফেরত দিতে হবে! এই লিস্টে আপনার নাম নেই তো? দেখুন
👉 নতুন বছরের আগে Jio-র ধামাকা! এই প্ল্যানে internet ডেটা বিনামূল্যে পাওয়া যাচ্ছে! না জানলে পস্তাবেন