১/৮: প্রাথমিক শিক্ষা পর্ষদ ২০১৭ সালের টেট পরীক্ষার নম্বরসহ ফলপ্রকাশ করেছে। কিন্তু সেই ফলাফল অনুযায়ী জেনারেল অর্থাৎ সাধারণ শ্রেণীর চাকরি প্রার্থীরা পড়েছেন চ্যালেঞ্জের মুখে। সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের উত্তীর্ণ হওয়ার সংখ্যাই বেশি।
২/৮: এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
৩/৮: মোট ৯,৮৯৬ জনের মধ্যে উত্তীর্ণ হয়েছেন ৪,৩০৭ জন। তারা প্রায় প্রত্যেকেই ৮৩ থেকে ৮৯ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছেন। জেনারেল অর্থাৎ সাধারণ শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রে ১৫০ নম্বরের মধ্যে ৯০ নম্বর প্রয়োজন উত্তীর্ণ হওয়ার জন্য। বহু সংরক্ষিত শ্রেণীর প্রার্থী ৯০ নম্বর পেয়ে টেট পাশ করেছেন। অনেকে ৯০ নম্বরের বেশি পেয়েও টেট উত্তীর্ণ হয়েছেন। তাই জেনারেল শ্রেণীর প্রার্থীদের চাকরি পাওয়ার ক্ষেত্রে লড়াই যে হাড্ডাহাড্ডি হবে তা বোঝাই যাচ্ছে।
৪/৮: প্রাথমিক শিক্ষা পর্ষদ গত সোমবার ৯,৮৯৬ জন টেট পাশ করা প্রার্থীর ব্যক্তিগত প্রাপ্ত নম্বর প্রকাশ করেছে। সেই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে যে, জেনারেল শ্রেণীর টেট পাশ করেছেন ৩,৩৬৫ জন, ওবিসি-এ শ্রেণীর ২,৩৯৭ জন টেট উত্তীর্ণ হয়েছেন, ওবিসি-বি শ্রেণীর ২,৩০২ জন টেট পাশ করেছেন, তফসিলি জাতি থেকে টেট উত্তীর্ণ হয়েছেন ১,৭৬১ জন এবং তফসিলি উপজাতি শ্রেণি থেকে টেট উত্তীর্ণ হয়েছেন ১৮৬ জন প্রার্থী।
🔥আরও পড়ুন: 👇👇👇
🔥রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, দ্রুত আবেদন করুন (Apply Now!)
🔥WB Primary TET: ২০১৪-এর এই প্রার্থীরাও টেট উত্তীর্ণ! শুক্রবার যা ঘোষণা করবে পর্ষদ!
৫/৮: এছাড়াও রয়েছে অন্যান্য বিশেষ সংরক্ষণের তালিকাভুক্ত প্রার্থীরা। পরীক্ষার সর্বোচ্চ নম্বর উঠেছে ১২৪। সেই নম্বর পেয়েছেন একজনই।
৬/৮: প্রাথমিক শিক্ষা পর্ষদ গত সোমবার ৯,৮৯৬ জন টেট পাশ করা প্রার্থীর ব্যক্তিগত প্রাপ্ত নম্বর প্রকাশ করেছে। পরীক্ষার ফল প্রকাশ হয়েছিল চলতি বছরের জানুয়ারি মাসে। কিন্তু এতদিন সেই পরীক্ষার প্রার্থীদের ব্যক্তিগত নম্বর প্রকাশ করা হয়নি। প্রার্থীরা যাতে নিজেদের টেট পরীক্ষার নম্বর জেনে এবারের টেট পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেন, সেইজন্যই পর্ষদ এই ব্যক্তিগত নম্বর প্রকাশ করেছে। এই বিষয়ে নির্দেশ দিয়েছিল হাইকোর্টও। সেই তালিকা বিশ্লেষণ করে দেখা গেছে যে, জেনারেল শ্রেণীর টেট পাশ করেছেন ৩,৩৬৫ জন, ওবিসি-এ শ্রেণীর ২,৩৯৭ জন টেট উত্তীর্ণ হয়েছেন, ওবিসি-বি শ্রেণীর ২,৩০২ জন টেট পাশ করেছেন, তফসিলি জাতি থেকে টেট উত্তীর্ণ হয়েছেন ১,৭৬১ জন এবং তফসিলি উপজাতি শ্রেণি থেকে টেট উত্তীর্ণ হয়েছেন ১৮৬ জন প্রার্থী।
৭/৮: ২০১৬ সালের নিয়োগ বিধিতে বলা আছে, যদি এই প্রার্থীরা নিয়োগের ক্ষেত্রে জেনারেল ক্যাটিগরির প্রার্থীদের সামগ্রিক কাট-অফ মার্কসে পার করে যান অর্থাৎ তাঁরা যদি জেনারেল শ্রেণীর প্রার্থীদের থেকে বেশি নম্বর পান তাহলে সেই ক্যাটিগরিতেই তিনি চাকরি পাবেন। ফলত জেনারেল ক্যাটিগরির ক্ষেত্রে আসনসংখ্যা আরও কমবে।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥TET-এ সানি লিওনের আবেদন পরীক্ষা দিতে চেয়ে! হুলস্থুল কান্ড চাকরির পরীক্ষার অ্যাডমিট কার্ড নিয়ে
🔥 India Post Office Recruitment 2022
🔥 ২০ হাজার টাকা প্রতি মাসে পেনশন পেয়ে যাবেন এই LIC-এর এই পলিসি কিনলেই।
🔥 ২ লাখ টাকা পাবেন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলেই! জানুন কীভাবে?