চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। বর্তমানে চাকরির বাজার অত্যন্ত শোচনীয়। এমতাবস্থায় সাইনিক স্কুল পুরুলিয়া (WB School Teacher Recruitment 2023) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।
এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
নিয়োগকারী সংস্থার নাম-
সাইনিক স্কুল পুরুলিয়া অর্থাৎ SAINIC SCHOOL PURULIA-এ কর্মী নিয়োগ করা হবে। এখানে একটি পদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে।
পদের নাম-
যে পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো-
- TGT (Social Science) (Adhok basis)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 West Bengal Health Recruitment 2023
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Income Tax Department Recruitment 2023
বয়স সীমা-
এই চাকরির আবেদনের জন্য ০১.০২.২০২৩ অনুযায়ী আপনার বয়সের নিম্নসীমা হতে হবে ২১ বছর এবং আপনার বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ৩৫ বছর।
নির্বাচন প্রক্রিয়া-
এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনোরকম লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।
বেতন-
TGT(Social Science)(Adhok basis) পদের জন্য কর্মীদের মাসিক ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আগে থেকে কোনো আবেদন করতে হবে না। আপনার যাবতীয় নথিপত্র নিয়ে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট ঠিকানায় সরাসরি ইন্টারভিউ দিতে যেতে হবে।
প্রয়োজনীয় নথিপত্র-
এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
আবেদন মুল্য-
এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।
ইন্টারভিউয়ের তারিখ এবং সময়-
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ১০.০২.২০২৩ তারিখ অর্থাৎ ১০ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ সকাল ৮টা ৩০ মিনিটের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ইন্টারভিউ দিতে যেতে হবে।
ইন্টারভিউয়ের ঠিকানা-
যে ঠিকানায় আপনি ইন্টারভিউ দিতে যাবেন তা হলো-
To
The Principal
Sainik School Purulia
PO: Sainik School
Dist – Purulia (WB) – 723104
শিক্ষাগত যোগ্যতা-
TGT(Social Science)(Adhok basis) পদের জন্য ইতিহাস,পলিটিক্যাল সায়েন্স বিষয়সহ গ্র্যাজুয়েশন এবং বি.এড পাস করতে হবে। অথবা সোসিয়াল সায়েন্স (ইতিহাস,পলিটিক্যাল সায়েন্স) বিষয়ে B.A. B.Ed থাকতে হবে। এছাড়াও সংশ্লিষ্ট কাজে আপনার অভিজ্ঞতা থাকতে হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Official Notice | ডাউনলোড করুন |
Official Website | এখানে দেখুন |
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Bandhan Bank Recruitment 2023
👉 South Eastern Railway Recruitment