Teacher Recruitment: রাজ্যের স্কুলে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে শিক্ষক নিয়োগ চলছে! দ্রুত আবেদন করুন!

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! ইন্টারভিউয়ের মাধ্যমে সল্টলেকে কেন্দ্রীয় বিদ্যালয়ের ১ এবং ২ নম্বর শাখায় শিক্ষক নিয়োগ করা হবে। এখানে শিক্ষক নিয়োগ করা হবে চুক্তিভিত্তিকভাবে। কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে ২০২৩-২৪ বর্ষের জন্য নিয়োগ করা হবে।

কোন কোন বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে?

কেন্দ্রীয় বিদ্যালয়ের ১ নম্বর শাখায় যে বিষয়গুলির জন্য নিয়োগ করা হবে তা হলো-

হিন্দি, ইংরেজি, গণিত, বিজ্ঞান, সংস্কৃত এবং সমাজবিজ্ঞানে প্রশিক্ষিত গ্রাজুয়েট শিক্ষক (টিজিটি)

হিন্দি, ইংরেজি, পদার্থবিদ্যা, রসায়ন, গণিত, জীবন বিজ্ঞান, বায়োটেক, ইতিহাস, ভূগোল, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি এবং কমার্স বিষয়ে পোস্ট গ্রাজুয়েট শিক্ষক (পিজিটি) নিয়োগ করা হবে।

কেন্দ্রীয় বিদ্যালয়ের ২ নম্বর শাখায় যে বিষয়গুলির জন্য নিয়োগ করা হবে তা হলো-

প্রাথমিক শিক্ষক (পিআরটি), কম্পিউটার সাইন্স পিজিটি, কম্পিউটার প্রশিক্ষক, নার্স, চিকিৎসক, কাউন্সিলর, স্পেশাল এডুকেটর, যোগাসনের শিক্ষক এবং কোচ (খেলাধুলো গান/নাচ)

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 IDBI Bank Recruitment 2023 Apply Online

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 লিখিত পরীক্ষা ছাড়াই সরাসরি জেলা ব্লকে সুপারভাইজার পদে নিয়োগ চলছে (Apply Now!) | WB MDM Supervisor Recruitment 2023

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aliah University Assistant Professor Recruitment 2023

বয়স সীমা-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স হতে হবে ১৮ থেকে ৬৫ বছরের মধ্যে

নিয়োগ প্রক্রিয়া-

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের কোনরকমের লিখিত পরীক্ষা ছাড়াই কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। ইন্টারভিউয়ের দিন আপনাকে আপনার সমস্ত প্রয়োজনীয় নথিপত্র এবং আবেদনপত্রের প্রিন্ট আউট আপনার সঙ্গে রাখতে হবে। ইন্টারভিউয়ের দিনক্ষণ বিদ্যালয়য়ের ২টি শাখার ওয়েবসাইট https://no1saltlake.kvs.ac.in এবং https://no2saltlake.kvs.ac.in-এ জানিয়ে দেওয়া হবে।

বেতন-

কেন্দ্রীয় বিদ্যালয়য়ের নিজস্ব বেতন কাঠামো অনুযায়ী প্রত্যেকটি পদের জন্য বেতন দেওয়া হবে।

শিক্ষাগত যোগ্যতা-

আপনি যদি শিক্ষক পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এনসিইআরটি-এর রিজিওনাল কলেজ অফ এডুকেশন থেকে সংশ্লিষ্ট বিষয়ে ২ বছরের স্নাতক বা স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট বিষয়ে ৫০% নম্বরসহ স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পাস করতে হবে। এছাড়াও B.Ed ডিগ্রি থাকতে হবে।

আপনি যদি অন্যান্য পদের জন্য আবেদন করতে চান তাহলে সেইক্ষেত্রে ভিন্ন ভিন্ন যোগ্যতার প্রয়োজন। সমস্ত পদের ক্ষেত্রেই হিন্দি এবং ইংরেজি ভাষায় দক্ষতা এবং কম্পিউটারের জ্ঞান থাকা আবশ্যক।

wb Teacher Recruitment kendriya vidyalaya school salt lake kolkata

আবেদন প্রক্রিয়া-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। https://sites.google.com/view/kv2slcontractualregn/home অথবা https://no2saltlake.kvs.ac.in-এ গিয়ে আপনাকে আবেদন করতে হবে। 

আবেদনের শেষ তারিখ-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে ১২.০৩.২০২৩ অর্থাৎ ১২ মার্চ ২০২৩ তারিখের মধ্যে

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এই নয়া প্রকল্পের মাধ্যমে রাজ্যের সকল নাগরিককে ৫ শতক করে জমি দিচ্ছে রাজ্য সরকার! আবেদন পদ্ধতি জেনে নিন | WB Govt New Scheme 2023

👉 ATM কার্ড নিয়ে যেতে ভুলে গেছেন? এভাবে ফোনের মাধ্যমেই টাকা তুলুন

👉 Aadhaar Card: আপনার আধার কার্ড এই ভাবে ঘরে বসেই করে ফেলুন সুরক্ষিত। দেরি করবেন না!

👉 DA Latest Update: ডিএ নিয়ে বড় আপডেট! ৪৪ শতাংশ বেতন বৃদ্ধির সম্ভাবনা!

👉 Kolkata Metro Recruitment 2023

Leave a Comment