৬০,০০০ টাকা পর্যন্ত মাসিক বেতনে উৎকর্ষ বাংলা প্রকল্পের মাধ্যমে রাজ্যে প্রচুর চাকরির সুযোগ! (Apply Online) | WB Utkarsh Bangla Prakalpa Recruitment

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! আপনি কি দীর্ঘদিন ধরে পড়াশোনা শেষ করে চাকরির জন্য হন্যে হয়ে ঘুরছেন? কিন্তু তবুও মিলছে না চাকরির সন্ধান? তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। বর্তমানে চাকরির বাজার অত্যন্ত শোচনীয়। এমতাবস্থায় ভারতের জনপরিবহন দপ্তর (WB Utkarsh Bangla Prakalpa Recruitment) কর্তৃক একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তি জানানো হয়েছে যে এখানে একাধিক শূন্যপদের জন্য কর্মী নিয়োগ করা হবে। এই চাকরির জন্য যেকোনো ভারতীয় নাগরিক আবেদন করতে পারবেন। নারী-পুরুষ নির্বিশেষে সকলেই পারবেন এই চাকরির জন্য আবেদন করতে। অফিসিয়াল ওয়েবসাইটে এই বিজ্ঞপ্তিটি ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে। তাহলে চলুন এই চাকরির জন্য আবেদন করবেন কিভাবে, এই চাকরির জন্য শিক্ষাগত যোগ্যতা কি তা বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের  WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

নিয়োগকারী সংস্থার নাম-

পশ্চিমবঙ্গ সোসাইটি ফর স্কিল ডেভেলপমেন্ট (PBSSD)-এর অফিসে নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের আয়তাধীন উৎকর্ষ বাংলা প্রকল্পে কর্মী নিয়োগ করা হবে। এখানে বিভিন্ন পদের জন্য কর্মী নিয়োগ করা হতে চলেছে।

পদের নাম-

যে যে পদের জন্য এখানে কর্মী নিয়োগ করা হবে তা হলো-

  • PBSSD Sr Team Lead (PBSSD)
  • Senior Software Developer
  • Software Developer

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Bandhan Bank Vacancy 2022

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Ration Update 2023: সুখবর! রেশন নিয়ে এই বিরাট ঘোষণা মোদি সরকারের! দেশ জুড়ে খুশির হাওয়া। কার্ড থাকলে এখনই দেখুন!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 মার্চ মাসে অকেজো হয়ে যাবে লক্ষ লক্ষ প্যান কার্ড! এই নিয়ম মেনে চলুন আপনারটা সচল রাখতে

বয়স সীমা-

এখানে প্রত্যেকটি পদের জন্য বয়স রয়েছে একই। এই চাকরির আবেদনের জন্য আপনার বয়সের ঊর্ধ্বসীমা হতে হবে ১৮ বছর।

নির্বাচন প্রক্রিয়া-

এই চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে মেধা তালিকার বের কড়া হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউ এবং নথিপত্র যাচাইয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। 

বেতন

প্রত্যেকটি পদের জন্য এখানে বেতন ভিন্ন। এখানে কর্মীদের ২৭,০০০ থেকে ৬০,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

PBSSD Sr Team Lead (PBSSD) পদের জন্য কর্মীদের ৬০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

Senior Software Developer পদের জন্য কর্মীদের ৪০,০০০ টাকা বেতন দেওয়া হবে।

Software Developer পদের জন্য কর্মীদের ২৭,০০০ টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে।

আবেদন প্রক্রিয়া-

আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অনলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইটে  গিয়ে আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে অনলাইনে সাবমিট করতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র-

এই চাকরির জন্য নিম্নলিখিত নথিপত্রগুলির প্রয়োজন-

  • আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
  • আপনার বয়সের প্রমাণপত্র 
  • আপনার বাসস্থানের প্রমাণপত্র
  • আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
  • আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
  • আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)

আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।

আবেদন মুল্য-

এই চাকরির জন্য কোনো আবেদন মুল্য দিতে হবে না।

শিক্ষাগত যোগ্যতা-

PBSSD Sr Team Lead (PBSSD) পদের জন্য আপনাকে কম্পিউটার সায়েন্স বিষয়ে M.Tech,B.Tech,MCA,M.Sc পাশ করতে হবে। এছাড়াও ৫ থেকে ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Senior Software Developer পদের জন্য আপনাকে M.Tech,B.Tech,MCA,M.Sc পাশ করতে হবে। এছাড়াও ২ থেকে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

Software Developer পদের জন্য আপনাকে M.Tech,B.Tech,MCA,M.Sc পাশ করতে হবে। এছাড়াও ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

WB UTKARSA Bangla Prakalpa Recruitment

গুরুত্বপুর্ণ তারিখসমূহ –

এই চাকরির জন্য আবেদন প্রক্রিয়া গত ৫ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে শুরু হয়ে গেছে। এই চাকরিতে আবেদনের শেষ তারিখ ৩১ ডিসেম্বর ২০২২ তারিখ।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
WB UTKARSA Bangla Prakalpa Recruitment Apply Online এখানে দেখুন
WB UTKARSA Bangla Prakalpa Recruitment Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

👉 মার্চ মাসে অকেজো হয়ে যাবে লক্ষ লক্ষ প্যান কার্ড! এই নিয়ম মেনে চলুন আপনারটা সচল রাখতে

👉 how to apply pan card online

👉 Aadhaar Card-এর জরুরি এই কাজটি আজও করেননি? না হলে ১০,০০০ টাকা জরিমানা দিতে হবে!

👉 হাতে মাত্র কয়েকদিন! আবেদন করে ফেলুন এই স্কলারশিপগুলিতে

👉 কখন শুরু হবে স্কুল? কতক্ষণ ক্লাস? কড়া এই নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ!

Leave a Comment