১/৮: আর মাত্র কয়েকটা দিন বাকি। তারপরই শুরু হতে চলেছে চলতি বছরের মাধ্যমিক পরীক্ষা। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে আগামী ২৩ ফেব্রুয়ারি থেকে। এই মাধ্যমিক পরীক্ষা আয়োজিত হবে রাজ্যের প্রায় ২৮৬৪ টি পরীক্ষাকেন্দ্রে। ৪০ হাজার পরীক্ষক থাকবেন পরীক্ষার নজরদারিতে।
২/৮: প্রাথমিক শিক্ষকরা মাধ্যমিক পরীক্ষায় দায়িত্বে থাকেন না। সূত্রের খবর অনুযায়ী, উত্তর দিনাজপুর জেলার গ্রামীণ মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে এবার ইনভিজিলেশনের দায়িত্বে থাকবেন প্রাথমিক শিক্ষকরা।
৩/৮: গ্রামাঞ্চলের দিকে অনেক পরীক্ষা কেন্দ্রে যথেষ্ট শিক্ষক নেই। এর ফলে স্কুলগুলিকে মাধ্যমিক পরীক্ষায় সমস্যার মুখে পড়তে হয়। উত্তর দিনাজপুর জেলার গ্রামাঞ্চলের পরীক্ষাকেন্দ্রগুলিতে এই ধরনের সমস্যা হয়েছে। ওই জেলার ডিআই (DI) সম্প্রতি পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়কে এই সমস্যার কথা জানিয়ে চিঠি লেখেন। চিঠিতে তিনি সমস্যা সমাধানের জন্য আর্জি জানান।
🔥 আরও পড়ুন: 👇👇👇
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card: আধার কার্ড আছে আপনার? বাড়িতে বসেই এই ভাবে কার্ডের সব সমস্যার সমাধান করুন!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 SSC Scam: দেশ ছেড়ে পালানোর আশঙ্কা! মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস ইডির!
৪/৮: তাঁর বক্তব্য অনুযায়ী, উত্তর দিনাজপুর জেলার ১১৭ টি পরীক্ষাকেন্দ্রের মধ্যে অধিকাংশ গ্রামীণ এলাকায় অবস্থিত। তাই সেই স্কুলগুলিতে শিক্ষকের যথেষ্ট অভাব রয়েছে। এমনটাই জানা গেছে মাধ্যমিক জেলা সেন্টার কমিটির রিপোর্টে। মাধ্যমিক পরীক্ষার গার্ড দেওয়ার ক্ষেত্রেও এর ফলে সমস্যা দেখা গেছে।
৫/৮: মধ্যশিক্ষা পর্ষদ এর পরই সমস্যার সমাধানে যথাযথ নির্দেশ দিয়েছে। পর্ষদের নির্দেশ অনুযায়ী, প্রাথমিক শিক্ষকরা মাধ্যমিক পরীক্ষায় গার্ড দিতে পারবেন।
৬/৮: বিশেষ পরিস্থিতিতে এবার এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে পর্ষদ। পর্ষদ সভাপতির বক্তব্য, ‘এটি একেবারেই এককালীন ছাড় যা পরিস্থিতি সাপেক্ষে কেবল এ বছরের জন্য দেওয়া হয়েছে।’
৭/৮: শুধুমাত্র উত্তর দিনাজপুরই নয়, এই একই সমস্যার সম্মুখীন রাজ্যের একাধিক গ্রামীণ স্কুল। এই আবহে প্রসাদ কি পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বাংলায় আবাস যোজনা থেকে বাদ পড়লেন লক্ষাধিক মানুষ! আপনার নাম নেই তো সেই তালিকায়?
👉 Public Provident Fund: মাত্র কয়েক বছর টাকা জমিয়ে পেয়ে যান ১ কোটি টাকা রিটার্ন! কি ভাবে? জেনে নিন