WB Primary TET: প্রাইমারী টেট উত্তীর্ণদের জন্য এই গুরুত্বপূর্ণ ঘোষণা করলো পর্ষদ! কবে থেকে নিয়োগ? দেখুন

১/৮: টেট উত্তীর্ণ প্রার্থীদের জন্য প্রাথমিক শিক্ষা পর্ষদ WB Primary TET নিয়ে একটি বিশেষ ঘোষণা করল। প্রাথমিক উত্তীর্ণ প্রার্থীদের পরীক্ষার শংসাপত্র অথবা ২০২২ সালের টেট পাস করা সার্টিফিকেট দেওয়া চালু হয়েছে, গত ২৯ এপ্রিল ২০২৩ তারিখ সন্ধ্যাবেলা থেকে

২/৮: এই শংসাপত্র 2022 সালের সমস্ত প্রাথমিক টেট উত্তীর্ণ প্রার্থীরা WBBPE – West Bengal Board Of Primary Education-এর অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। এর আগে যারা ২০১৪ এবং ২০১৭ সালে TET পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন, তাদেরও শংসাপত্র দেওয়া শুরু হয়েছিল।

WB Primary TET Passouts Get Good News From WBBPE

৩/৮: তবে এখন এই শংসাপত্র দেওয়া হচ্ছে ২০২২ সালের WB Primary TET উত্তীর্ণ প্রার্থীদের। প্রসঙ্গত, দীর্ঘ প্রায় ৮ বছর পর ২০২২ সালে ১১ই ডিসেম্বর রাজ্যে টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এই পরীক্ষার ফল প্রকাশিত হয় ২০২৩ সালে ফেব্রুয়ারি মাসে। তারপর সমস্ত পরীক্ষার্থীদের স্ক্রুটিনি করারও সুযোগ দেওয়া হয়েছে।

🔥আরও পড়ুন:

👉 আজ অভিজিৎ গঙ্গোপাধ্যায়-এর কলকাতা হাই কোর্টে শুনানি নিয়ে জল্পনা!

🔥আরও পড়ুন:

👉 Bank Loan: আধার কার্ড দেখালেই ব্যাঙ্ক লোন পাবেন! সময় লাগবে মাত্র ৫ মিনিট! উপায় জেনে নিন

🔥আরও পড়ুন:

👉 চাকরির চিন্তা শেষ! ১.৫ লক্ষ টাকা প্রতি মাসে আয় করুন এই ব্যবসা শুরু করেই

৪/৮: এইসব পদ্ধতির শেষ করার পরই শুরু করা হলো WB Primary TET-এর শংসাপত্র দেওয়া। পর্ষদ জানিয়েছে যে, ‘মাননীয় কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুসারেই আমরা এই সকল কাজ করছি।’ সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই যে, পরীক্ষার ফল প্রকাশ হওয়ার মাত্র ২ মাসের মধ্যেই শংসাপত্র দিয়ে দেওয়া হলো। আর তাই সমস্ত টেট উত্তীর্ণ প্রার্থীরা মনে করছেন যে, এবার নিয়োগ প্রক্রিয়াও খুব শীঘ্রই শুরু করা হবে।

৫/৮: প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল WB Primary TET নিয়ে মামলার শুনানি চলাকালীন কলকাতা হাইকোর্টের বিচারপতি কে জানিয়েছিলেন যে, ‘আগামী ৩০ শে এপ্রিলের মধ্যেই ২০১৪ সালের সকল উত্তীর্ণদের শংসাপত্র দেওয়া সম্পন্ন করে দেওয়া হবে এবং তারপরে বাকি সকল পরীক্ষার্থীদের এই সার্টিফিকেট প্রদান করা হবে।’ এই কথা পালন করেই এবার এই প্রক্রিয়া শুরু করা হয়েছে।

২০২২ WB Primary TET উত্তীর্ণরা কিভাবে শংসাপত্র ডাউনলোড করবেন-

৬/৮:  (১) আপনাদের এই সার্টিফিকেট ডাউনলোড করতে হবে অনলাইন মাধ্যমে।

(২) এই কাজ করা যাচ্ছে গত ২৯ এপ্রিল সন্ধে ৬ টার পর থেকে।

(৩) লক্ষাধিক টেট উত্তীর্ণ প্রার্থীরা একসাথে এই কাজ করবেন বলে ৩ টি ওয়েবসাইটের মাধ্যমে আপনি এই কাজ করতে পারবেন।

(৪) www.wbbpe.org 

(৫) www.wbprimaryeducation.org 

(৬) www.wbbpeonline.com 

(৭) এর মধ্যে যেকোনো ওয়েবসাইটে যে আপনি সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন।

wbbpe west bengal board of primary education announced important for wb Primary tet qualified candidates

৭/৮: তবে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের বিচারপতিরা WB Primary TET নিয়ে বর্তমানে নির্দেশ দিয়েছেন যে, সমস্ত TET উত্তীর্ণ প্রার্থীদের নম্বর যেনো ৬ নম্বর করে বাড়িয়ে দেওয়া হয়। এই নির্দেশের ফলে প্রত্যেকের নম্বরই বাড়তে চলেছে। এই রায়দান করার পরেই ২০১৪ সালের টেট উত্তীর্ণ পরীক্ষার্থীরা নড়ে চড়ে বসেছেন। সামান্য কিছু নম্বরের জন্য যারা পরীক্ষায় পাশ করতে পারেননি এবং ইন্টারভিউতেও ডাক পাননি, পুনরায় একবার তাদের চাকরি পাওয়ার সুযোগ কয়েকগুণ বেড়ে গেলো।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 বিরাট সুখবর! এবারে ৪২ দিন ছুটি পাবেন এক সাথে! নতুন এই ছুটির নিয়ম জারি করলো সরকার

👉 মানিব্যাগে এই নোট থাকলে এখনই হয়ে যাবেন লাখপতি! জানুন কি ভাবে?

👉 ১ মে থেকে এই নতুন নিয়ম! Call-SMS-এ আমূল পরিবর্তন! বিপদে পড়ার আগে TRAI-এর এই সিদ্ধান্ত জানুন

👉 আর কতদিন টাকা পাবেন? লক্ষ্মীর ভান্ডার নিয়ে মুখ্যমন্ত্রীর এই বিরাট ঘোষণা!

👉 Madhyamik 2023 Result: মাধ্যমিকের রেজাল্ট নিয়ে এই বড় আপডেট দিলো পর্ষদ! জেনে নিন এখনই

Leave a Comment