West Bengal Food Safety Officer Recruitment 2022, WBMSC Recruitment 2022 | ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এর জন্য আবেদন করুন!

West Bengal Food Safety Officer Recruitment 2022, WBMSC Recruitment 2022, Salary, Syllabus, Result, (ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022, রেজাল্ট, সিলেবাস, বেতন, ২০২২), West Bengal Municipal Service Commission:

পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (West Bengal Municipal Service Commission) ফুড সেফটি অফিসার পদে নিয়োগের জন্য একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।২১/০৩/২০২২ তারিখ থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন (Kolkata Municipal Service Commission বা KMC)-এর অধীনে ফুড সেফটি অফিসার পদে নিয়োগ ২০২২-এর জন্য ভারতের নাগরিকদের কাছ থেকে www.mscwb.org-এর মাধ্যমে অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু করে দিয়েছে। আগ্রহী প্রার্থীরা এই নিবন্ধটিতে ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি নিয়োগ 2022 (West Bengal Food Safety Officer Recruitment 2022)  এর যোগ্যতা, বয়সসীমা, আবেদনের ফি, বেতন, নির্বাচন প্রক্রিয়া, গুরুত্বপূর্ণ তারিখ, আবেদন প্রক্রিয়া এবং অন্যান্য লিঙ্কগুলি পাবেন। তাই নিবন্ধটি বিস্তারিত পড়তে অনুরোধ করছি।

বিষয় তালিকা

West Bengal Food Safety Officer Recruitment 2022: WBMSC Recruitment 2022 | ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022

Organization Name West Bengal Municipal Service Commission
Job Name West Bengal Food Safety Officer
Job Location West Bengal
Department
Health & Family Welfare
Application Mode
Online
Notification Date 21/03/2022
Last Date To Apply
16/04/2022

আরও পড়ুন:

🔥 Latest WB Job Recruitment 2022, West Bengal Job Recruitment 2022 | চাকরির খবর 2022

🔥 Top 5 সরকারি চাকরির খবর ২০২২ | Sorkari Chakrir Khobor 2022, Sarkari Chakrir Khobor 2022

🔥Latest Job In Kolkata 2022, Govt Jobs In Kolkata 2022, Job Vacancy In Kolkata 2022, Kolkata Job 2022: কলকাতায় সরকারি চাকরির খবর

 

West Bengal Food Safety Officer Recruitment 2022, WBMSC Recruitment 2022: Educational Qualification | ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022: শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য প্রযুক্তি / দুগ্ধ প্রযুক্তি / তেল প্রযুক্তি / জৈব প্রযুক্তি / কৃষি বিজ্ঞান / পশু চিকিৎসাবিজ্ঞান / জৈব-রসায়ন / মাইক্রোবায়োলজি বা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি বা ওষুধে ডিগ্রি থাকতে হবে।

West Bengal Food Safety Officer Recruitment 2022, WBMSC Recruitment 2022:  Age | পশ্চিমবঙ্গ  ফুড সেফটি অফিসার নিয়োগ 2022: বয়স

ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এ আবেদনের জন্য প্রাথীদের বয়স হতে হবে ০১/০১/২০২১-এর নিরিখে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে।

West Bengal Food Safety Officer Recruitment 2022, WBMSC Recruitment 2022:  Selection Process | ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022: নির্বাচন প্রক্রিয়া

ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এ দুই ধবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করা হবে-

১) লিখিত পরীক্ষা 

২) পার্সোনালিটি টেস্ট

নিম্নে এই সম্পর্কে বিস্তারিত দেখুন-

১) লিখিত পরীক্ষা: ৩০০ নম্বর- OMR ভিত্তিক লিখিত পরীক্ষায় শুধুমাত্র একটি পেপার থাকবে যাতে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ ১৫০টি প্রশ্ন থাকবে যার প্রতিটিতে ২ নম্বর থাকবে। প্রতিটি ভুল উত্তরের জন্য ১ নম্বরের নেগেটিভ মার্কিং থাকবে। প্রশ্ন ইংরেজিতে সেট করা হবে এবং অনুমোদিত সময় হবে ২.৩০ (আড়াই) ঘন্টা।

২) পার্সোনালিটি টেস্ট: ৬০ নম্বর- পার্সোনালিটি টেস্টের জন্য যোগ্যতার ভিত্তিতে শূন্য পদের প্রায় ৩ গুণ প্রার্থীদের ডাকা হবে। উত্তীর্ণ হওয়ার জন্য সাধারণ প্রার্থীদের (General) জন্য  ৪৫%, ৪০% O.B.C. (A) এবং 0.B.C. (B) প্রার্থীদের জন্য, S.C., S.T, P.H প্রার্থীদের জন্য ৩৫% থাকতে হবে।

West Bengal Food Safety Officer Recruitment 2022, WBMSC Recruitment 2022:  How to Apply | ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022: কীভাবে আবেদন করবেন

ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এর জন্য আপনি কি ভাবে আবেদন করবেন টা নিম্নে তুলে ধরা হলো-

  1. সর্বপ্রথমে ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এর অফিসিয়াল সাইটে যান, তারপর নটিফিকশনের Pdf ডাউনলোড করে সাবধানে পড়ুন।
  2. এরপরে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইটে যান। তার জন্য এই নিবন্ধের নীচে দেওয়া লিঙ্ক থেকে আবেদন পেজটিতে ক্লিক করুন
  3. আপনি নতুন হলে প্রথমে রেজিস্ট্রেশন করুন এবং তারপর আপনার অ্যাকাউন্টে লগ ইন করুন।
  4. ফর্মটি যথাযথ পূরণ করুন।
  5. এরপর পেমেন্ট প্রক্রিয়া সম্পন্ন করুন।
  6. সব শেষে আপনার ফর্মটি জমা দিন।

West Bengal Food Safety Officer Recruitment 2022,WBMSC Recruitment 2022: Application Fees |ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022: আবেদন মূল্য 

ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এর জন্য আবেদন মূল্য নিম্নরূপ-

  • U.R. & O.B.C. (A & B) প্রার্থীদের জন্য আবেদন ফি ১৫০ টাকা, এর সাথে প্রোসেসিং ফি ৫০ টাকা।
  • S.C., S.T. এবং P.H প্রার্থীদের অনলাইনে আবেদনের জন্য শুধু প্রোসেসিং ফি ৫০ টাকা।

West Bengal Food Safety Officer Recruitment 2022 WBMSC Recruitment 2022

West Bengal Food Safety Officer Recruitment 2022,WBMSC Recruitment 2022: Important Links|ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022: গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ 

🔥 গুরুত্বপূর্ণ লিঙ্ক

🔥 আমদের Talegram গ্রুপ-এ যুক্ত হন 🔥 যুক্ত হন (Join)
আবেদনের লিঙ্ক  এখানে দেখুন
অফিসিয়াল নোটিশ লিঙ্ক এখানে দেখুন

 FAQ

Q: ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এর শেষ তারিক কবে?

Ans: ১৬ এপ্রিল।

Q: ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এর মোট শূন্য পদ কত?

Ans: ৬ টি শূন্যপদ।

Q: ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এর পরীক্ষা কবে হব?

Ans: এখনো ঘোষিত হয়নি, ঘোষিত হলে এখানে জানিয়ে দেওয়া হবে।

Q: ওয়েস্ট বেঙ্গল ফুড সেফটি অফিসার নিয়োগ 2022-এর শিক্ষাগত যোগ্যতা কি? 

Ans: এই পদে আবেদন করার জন্য আবেদনকারী প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে খাদ্য প্রযুক্তি / দুগ্ধ প্রযুক্তি / তেল প্রযুক্তি / জৈব প্রযুক্তি / কৃষি বিজ্ঞান / পশু চিকিৎসাবিজ্ঞান / জৈব-রসায়ন / মাইক্রোবায়োলজি বা রসায়নে স্নাতকোত্তর ডিগ্রি বা ওষুধে ডিগ্রি থাকতে হবে।

Leave a Comment