WBPHED Recruitment 2022, West Bengal Jobs 202, Jobs in West Bengal, Jobs in Kolkata, Kolkata Jobs
চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশাল সুখবর! সম্প্রতি ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (WBPHED Recruitment 2022) কর্তৃক একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে এখানে কর্মী নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য অপেক্ষা করে থাকেন তাহলে আপনার জন্য রয়েছে দারুন সুযোগ। ইতিমধ্যেই এই কর্মবিজ্ঞপ্তিটি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 WBPHED Recruitment 2022 | Jobs in Kolkata
- 2 WBPHED Recruitment 2022: Vacancy Detail | : পদের নাম
- 3 WBPHED Recruitment 2022: Age Limit | : বয়স সীমা
- 4 WBPHED Recruitment 2022: Selection Process | : নিয়োগ প্রক্রিয়া
- 5 WBPHED Recruitment 2022: Salary | : বেতন
- 6 How to Apply for WBPHED Recruitment 2022: | : আবেদন প্রক্রিয়া
- 7 WBPHED Recruitment 2022: Required Documents | : প্রয়োজনীয় নথিপত্র
- 8 WBPHED Recruitment 2022: Educational Qualification | : শিক্ষাগত যোগ্যতা
- 9 WBPHED Recruitment 2022: Last Date of Apply | : আবেদনের শেষ তারিখ
- 10 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
- 11 FAQ: WBPHED Recruitment 2022
WBPHED Recruitment 2022 | Jobs in Kolkata
Organization Name (সংস্থার নাম) | ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট (WBPHED) |
Post Details (পোস্টের নাম) | সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল |
Salary (বেতন) | ১৬,০০০ টাকা |
Job Location (চাকরির স্থান) | বিধাননগর |
Apply Mode (আবেদন মাধ্যম) | অফলাইন |
Official Website (অফিশিয়াল ওয়েবসাইট) | wbphed.gov.in |
রাজ্যে ওয়েস্ট বেঙ্গল পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে (WBPHED Recruitment 2022) কর্মী নিয়োগ করা হতে চলেছে। এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
WBPHED Recruitment 2022: Vacancy Detail | : পদের নাম
যে পদের জন্য কর্মী নিয়োগ করা হবে তা হলো- সফটওয়্যার সাপোর্ট পার্সোনাল।
WBPHED Recruitment 2022: Age Limit | : বয়স সীমা
আপনি যদি এই পদের চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই হতে হবে ০১.০১.২০২২ অনুযায়ী ৩০ বছরের মধ্যে।
WBPHED Recruitment 2022: Selection Process | : নিয়োগ প্রক্রিয়া
এই পদের চাকরির জন্য আবেদনকারী প্রার্থীদের প্রথমে শর্টলিস্ট করা হবে। এরপর নির্বাচিত প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। সেখানে সাধারণ কিছু প্রশ্নের মাধ্যমে প্রার্থীদের নিয়োগ করা হবে।
WBPHED Recruitment 2022: Salary | : বেতন
এই পদের চাকরির জন্য কর্মীদের মাসিক ১৬,০০০ টাকা বেতন দেওয়া হবে।
How to Apply for WBPHED Recruitment 2022: | : আবেদন প্রক্রিয়া
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে আবেদন করতে হবে অফলাইন মাধ্যমে। অফিসিয়াল ওয়েবসাইট wbphed.gov.in-এ গিয়ে আবেদনপত্রটি ডাউনলোড করে সেটিকে প্রিন্ট আউট করে নিতে হবে। এরপর আবেদনপত্রটি ভালো করে ফিল আপ করে সেটিকে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
যে ঠিকানায় আপনি আবেদনপত্রটি পাঠাবেন তা হলো-
Deputy Secretary, Deptt. of Public Health Engineering, CN -8, Block-CN, Street No. -18, Sector-V, Bidhannagar, Kol – 91.
WBPHED Recruitment 2022: Required Documents | : প্রয়োজনীয় নথিপত্র
এই চাকরির আবেদনের জন্য যে নথিপত্রগুলির প্রয়োজন সেগুলি হলো-
- আপনার সমস্ত শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র
- আপনার বয়সের প্রমাণপত্র
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড, ভোটার কার্ড)
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- আপনার পূর্ববর্তী কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র (যদি থাকে)
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড (Download) করে পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিশ ডাউনলোডের লিঙ্ক নিম্নে সবার শেষে দেওয়া হয়েছে।
WBPHED Recruitment 2022: Educational Qualification | : শিক্ষাগত যোগ্যতা
এই পদের চাকরির জন্য আপনি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে অবশ্যই PGDCA/ BSc পাশ করতে হবে। কম্পিউটার সায়েন্স/ BCA/ DOEACC বিষয়ে ৩ বছরের ‘A’ লেভেল কোর্স করতে হবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং DBMS-এর ইনস্টলেশন মেইনটেনেন্স এবং ইমপ্লিমেন্টেশন সাপোর্ট বিষয়ে জ্ঞান থাকত হবে। সংশ্লিষ্ট কাজে আপনার ১ বছরের অভিজ্ঞতা থাকা আবশ্যক। এছাড়াও আপনার যদি ই- গভর্নেন্সের ই-অফিস, ডব্লুবিআইএফএমএস, পিএফএমএস, ই- জল শক্তি প্রজেক্টে কাজের অভিজ্ঞতা থেকে তাহলে আপনি এই চাকরির জন্য অগ্রাধিকার পাবেন।
WBPHED Recruitment 2022: Last Date of Apply | : আবেদনের শেষ তারিখ
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে এই বিজ্ঞপ্তি প্রকাশের ১ মাসের মধ্যে আবেদন করতে হবে।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
WBPHED Recruitment 2022 Official Notice | ডাউনলোড করুন |
WBPHED Recruitment 2022 Official Website | এখানে দেখুন |
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Ministry of Communication Department Recruitment 2022
🔥 RPF Constable Recruitment 2022
🔥 Group C & Group D recruitment 2022
FAQ: WBPHED Recruitment 2022
Q: WBPHED Recruitment 2022-তে আবেদনের শেষ তারিখ কবে?
Ans: বিজ্ঞপ্তি প্রকাশের ১ মাসের মধ্যে আবেদন করতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WBPHED Recruitment 2022-তে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি?
Ans: PGDCA/ BSc পাশ করতে হবে। কম্পিউটার সায়েন্স/ BCA/ DOEACC বিষয়ে ৩ বছরের ‘A’ লেভেল কোর্স করতে হবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: WBPHED Recruitment 2022-তে আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ৩০ বছরের মধ্যে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)