WBPRB Police Recruitment 2022, WBPRB Police Job 2022, Latest Jobs 2022, Govt Jobs inWest Bengal 2022, সরকারি চাকরির খবর ২০২২
পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবার সুখবর! ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। তাই বিস্তারিত জানতে আপনাকে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
বিষয় তালিকা
- 1 WBPRB Police Recruitment 2022: Important Dataes (গুরুত্বপূর্ণ তারিখ)
- 2 WBPRB Police Recruitment 2022: Salary (বেতন)
- 3 WBPRB Police Recruitment 2022: Age Limit (আবেদনকারীর বয়সসীমা)
- 4 WBPRB Police Recruitment 2022: Eligibility (আবেদনের যোগ্যতা)
- 5 WBPRB Police Recruitment 2022: কোথায় আবেদন করবেন?
- 6 Important Links (গুরুত্বপূর্ণ লিংকসমূহ)
- 7 FAQ
WBPRB Police Recruitment 2022: Important Dataes (গুরুত্বপূর্ণ তারিখ)
এই পদে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সরাসরি আবেদন করতে পারবেন। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। এই পদগুলির জন্য আবেদন প্রক্রিয়া এখনো শুরু হয়নি, ১৮ মে থেকে আবেদন প্রক্রিয়া শুরু হবে। আবেদনের শেষ তারিখ ৩ জুন ২০২২।
WBPRB Police Recruitment 2022: Salary (বেতন)
অফিশিয়াল নোটিশ অনুযায়ী সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল) ও সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(ইলেকট্রিক্যাল) পদের জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ২০,০০০ টাকা বেতন দেওয়া হবে। এই পদগুলিতে নিয়োগের জন্য প্রার্থীদের বাছাই করা হবে লিখিত পরীক্ষা ও সাক্ষাৎকারের ভিত্তিতে।
WBPRB Police Recruitment 2022: Age Limit (আবেদনকারীর বয়সসীমা)
এই পদগুলিতে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে। শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা সম্পের্ক বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল বিজ্ঞপ্তিটির লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
WBPRB Police Recruitment 2022: Eligibility (আবেদনের যোগ্যতা)
পশ্চিমবঙ্গ পুলিশে (WBP)সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদ্গুলিতে আবেদনের জন্য প্রার্থীকে যে কোনো একটি স্বীকৃত প্রতিষ্ঠান থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং / ইলেকট্রনিক্স ও ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং-এ ৩ বছরের ডিপ্লোমা থাকতে হবে।
WBPRB Police Recruitment 2022: কোথায় আবেদন করবেন?
চাকরিপ্রার্থীদের ১৮ মে ২০২২ থেকে ৩ জুন ২০২২-এর মধ্যে অফিসিয়াল ওয়েবসাইট wbphidcl.com-এ অনলাইনে আবেদন করতে পারবেন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিংকসমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন | 🔥 যুক্ত হন |
WBPRB Police Recruitment 2022 Official Website | এখানে দেখুন |
আর পড়ুন-
FAQ
Q: WBPRB Police Job 2022-এর জন্য আবেদন কবে শুরু হবে?
Ans: ১৮ মে ২০২২।
Q: WBPRB Police Job 2022-এর জন্য আবেদনের শেষ তারিখ কবে?
Ans: ৩ জুন ২০২২।
Q: WBPRB Police Job 2022-এ আবেদনের জন্য বয়সসীমা কত?
Ans: ন্যূনতম বয়স ২১ বছর ও সর্বোচ্চ ৪০ বছরের মধ্যে থাকতে হবে।