WBSSC Exam 2022, WBSSC Exam pattern 2022, West Bengal School Service Commission, (এসএসসি ২০২২ পরীক্ষা পদ্ধতি)
Teacher Recruitment: জানা যাচ্ছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ২০ হাজার শূন্যপদে শিক্ষক নিয়োগের চিন্তা-ভাবনা করা হচ্ছে। নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের আগে থকেই বিধি বদলের তোড়জোড় চলছে। বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করা হচ্ছে।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
বিষয় তালিকা
WBSSC Exam 2022-এর প্রক্রিয়ায় বদল আনতে চলেছে West Bengal School Service Commission
এসএসসি (SSC) এবার দুর্নীতি রোধে শিক্ষক নিয়োগ বিধিতে (Teacher Recruitment Rule) বদল আনতে চলেছে। জানা যাচ্ছে, শিক্ষক নিয়োগে এ বার পরীক্ষা হবে শুধু ওএমআর শিটে (OMR Sheet)। পাশাপাশি শিক্ষক নিয়োগে ফিরিয়ে আনা হবে ইন্টারভিউ (Interview) প্রক্রিয়া। সূত্রের খবর, কমিশনের এই নিয়োগ বিধিতে বদলের প্রস্তাব যাচ্ছে।
ইতিমধ্যে স্কুল সার্ভিস কমিশন জানিয়েছে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে সহকারী শিক্ষক ও প্রধান শিক্ষকের জন্য দ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। জানা যাচ্ছে, মাধ্যমিক, উচ্চমাধ্যমিক স্তরে প্রায় ২০ হাজার শূন্যপদে নিয়োগের চিন্তা-ভাবনা করা হচ্ছে। এর মধ্যে শুরু হয়েছে নতুন নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশের আগে বিধি বদলের তোড়জোড়।
শিক্ষক নিয়োগ হবে দ্রুতই
নিয়োগ-‘দুর্নীতি’ তদন্তের মধ্যেই পুনরায় পশ্চিমবঙ্গে শিক্ষক নিয়োগ (Teacher Recruitment in West Bengal) হতে চলেছে। মাধ্যমিক (Madhyamik Level), উচ্চমাধ্যমিক (Uchha Madhyamik Level) স্তরে দীর্ঘ ৬ বছর পর শিক্ষক নিয়োগ হতে চলেছে। স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) সূত্রের খবর শীঘ্রই প্রকাশিত হবে নিয়োগের বিজ্ঞপ্তি।
সেই বিজ্ঞপ্তিতে শূন্য পদ কত হবে, পরীক্ষার তারিখ, যাবতীয় তথ্য জানানো হবে। নবম-দশম অর্থাৎ মাধ্যমিক স্তরে ও একাদশ-দ্বাদশ তথা উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষক নিয়োগ করতে চলেছে রাজ্য সরকার। এর পাশাপাশি জানা যাচ্ছে, নিয়োগ হবে প্রধান শিক্ষক পদেও, সেই সংক্রান্ত নোটিস দিয়েছে এসএসসি (SSC))।
স্বচ্ছ নিয়োগ প্রক্রিয়ার প্রতিশ্রুতি শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর
এর আগে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে নিয়োগ দুর্নীতির অভিযোগের দায় ঝেড়ে ফেলতে দেখা গিয়েছিল। এই একই পরিস্থিতির পুনরাবৃত্তি হবে কি না, জানতে চাইলে তিনি জানিয়েছিলেন, যেখানে তিনি ছিলেন না, সেই নিয়ে কোনও মন্তব্য করবেন না। তবে এ বার যে পরীক্ষা নেওয়া হবে, তাতে ভুল-ত্রুটি হলে সংশোধন করা হবে, মেধা, স্বচ্ছতা এবং যোগ্যতাকে প্রাধান্য দেওয়া হবে, সেখানে রাজনীতির কোনও সম্পর্ক থাকবে না বলে জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
চাকরির আপডেট নিয়মিত পেতে নিচে দেওয়া আমাদের Telegram গ্রুপে যুক্ত হন। পাশাপাশি আমাদের এই ওয়েবসাইট-এর লাল bell আইকনে click করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের ওয়েবসাইটের নোটিফিকেশনের আপডেট সরাসরি পৌঁছে যায় আপনার কাছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ) 👇
🔥 আমদের Telegram গ্রুপে যুক্ত হন | 🔥 যুক্ত হন |
ICAR–এর অফিসিয়াল ওয়েবসাইট | এখানে দেখুন |
আরও পড়ুন 👇
🔥 WBSSC Recruitment 2022: এসএসসি ২০২২ পরীক্ষার তারিখ, বাড়লো শিক্ষক পদে নিয়োগের সংখ্যা
🔥 Indian Railway Recruitment 2022
🔥 NTPC Recruitment 2022 | এনটিপিসি-তে নিয়োগ চলছে, দ্রুত আবেদন করুন!
🔥 Top 5 সরকারি চাকরির খবর ২০২২ | Sorkari Chakrir Khobor 2022, Sarkari Chakrir Khobor 2022