Latest WBSSC Update: ১৫ দিনের মধ্যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চাইছে এসএসসি! বিস্তারিত দেখুন!

বিগত ৮ বছর ধরে উচ্চপ্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া নিয়ে চলছে জটিলতা। ফলত, চাকরি প্রার্থীদের মধ্যে যেমন হতাশার সৃষ্টি হচ্ছে, তেমনি স্কুলগুলি শিক্ষকের অভাবে সমস্যায় পড়ছে। কিন্তু রাজ্য সরকার এবারে এই নিয়োগের ক্ষেত্রে জট কাটাতে চলেছে শীঘ্রই। ১৪ হাজার ৩৩৯টি শূন্যপদে উচ্চপ্রাথমিকে নিয়োগ করা হবে। এবারে কোর্টেই নিয়োগের জোট কাটতে চলেছে।

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) কর্তৃক উচ্চপ্রাথমিকে নিয়োগের জট পুজোর আগেই কাটতে চলেছে। বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে উচ্চ প্রাথমিক সংক্রান্ত মামলা শুনানি নিয়ে আগামী সোমবার কমিশনের পক্ষ থেকে মেনশন করা হবে। এই ডিভিশন বেঞ্চে সাধারণত মঙ্গলবার এবং বৃহস্পতিবার শিক্ষা সংক্রান্ত মামলার শুনানি  হয়ে থাকে।

আদালতের নির্দেশানুসারে কমিশন এবারে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে। সূত্র মারফত খবর পাওয়া গেছে যে, কোর্টের নির্দেশেই এসএসসি-তে রিজন হিয়ারিং ও নথি আপলোড করার পর নতুন করে ১৫৮৫ প্রার্থী ইন্টারভিউয়ের জন্যে নির্বাচিত হয়েছেন।

ডাক না পাওয়া প্রার্থীদের গ্রিভান্স শুনানির পরে যারা ইন্টারভিউয়ের জন্য নির্বাচিত হয়েছেন, তাদের ৭ দিন আগে বিজ্ঞপ্তি দিয়ে পরবর্তী ৬ থেকে ৮ দিনের মধ্যে ইন্টারভিউ সম্পন্ন করতে চায় কমিশন, এমনটাই জানানো হয়েছে এসএসসি-এর তরফে উচ্চ প্রাথমিক উচ্চপ্রাথমিকে নিয়োগ সম্পর্কিত কলকাতা হাইকোর্টে হলফনামায়। কমিশন জানিয়েছে তারা ১৫ দিনের মধ্যে সম্পূর্ণ বিষয়টি শেষ করতে চায়।

শিক্ষক নিয়োগের জন্য ১৪,৩৩৯টি শূন্যপদের জন্য পূর্বেই ১৫,৪৩৬ জন চাকরি প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। সেখানে ১২,৭৯২ জন প্রার্থী উপস্থিত ছিলেন। সেই নিয়োগ প্রক্রিয়াও এখনও থমকে রয়েছে। কমিশন গত ১১ আগস্ট এই মামলাটি মেনশন করে আদালতে তুলেছিলেন। বিচারপতি তালুকদার গত ৫ সেপ্টেম্বর শুনানির তালিকায় মামলাটিকে রাখেন। কিন্তু গত ৫ সেপ্টেম্বর থেকে বিচারপতি হাইকোর্টের মূল বেঞ্চে থাকতে না পারে শুনানি এখনও পর্যন্ত সম্ভব হয়নি।

Latest WBSSC Update

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Cash Limit At Home: বাড়িতে সর্বোচ্চ কত টাকা রাখা যায়? জেনে নিন নিয়ম!

🔥 Business Ideas in Bengali

🔥 Shah Rukh Khan Scholarship 2022

🔥 Coal India Recruitment 2022

🔥 WB Ration Dealers Recruitment 2022

🔥 Burdwan University Recruitment 2022 

🔥 Darjeeling DEO Recruitment 2022

🔥 WB Health Recruitment 2022

Leave a Comment