রাজ্যে ৬০০০-এরও বেশি পদে শিক্ষক ও শিক্ষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করলো স্কুল সার্ভিস কমিশন | WBSSC Recruitment 2022

WBSSC Recruitment 2022, West Bengal School Service Commission, SSC Recruitment 2022, পশ্চিমবঙ্গ শিক্ষক ও শিক্ষকর্মী নিয়োগ, WB Govt Jobs, West Bengal Recruitment 2022

স্কুল সার্ভিস কমিশনের (এসএসসি) নিয়োগ দুর্নীতি মামলায় প্রতিদিন  কার্যত মুখ পুড়ছে। সেই পরিস্থিতিতে স্কুলে ৬,৮৬১ টি নতুন পদ তৈরির বিজ্ঞপ্তি প্রকাশ করলো রাজ্য সরকার। SSC-এর প্যানেলে যে প্রার্থীরা ওয়েটিং লিস্টে (শিক্ষক এবং অশিক্ষক পদে নিয়োগ) আছেন, তাঁদের নিয়োগের জন্য নির্দেশ দেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে। বিস্তারিত জানতে আপনাকে পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের  WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

আরও পড়ুন 👇

🔥 Staff Selection Commission Recruitment 2022: মাধ্যমিক পাশেই ২০০০-এর বেশি পদে রেলে চাকরির সুযোগ!

🔥  WBSSC Recruitment 2022: এসএসসি ২০২২ পরীক্ষার তারিখ, বাড়লো শিক্ষক পদে নিয়োগের সংখ্যা, জানালেন ব্রাত্য বসু!

🔥 WBSSC Exam 2022: ‘ওএমআর শিটে পরীক্ষা, ফিরছে ইন্টারভিউ’ WBSSC শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রোধে বদল আনতে চলেছে!

WBSSC Recruitment 2022: ৬,৮৬১ টি  পদে শিক্ষক ও শিক্ষকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি

বৃহস্পতিবার WBSSC-এর তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কমিশনের মাধ্যমে শিক্ষক ও অশিক্ষক নিয়োগের জন্য তৈরি হয়েছে অতিরিক্ত পদ।  সবমিলিয়ে ৬,৮৬১ টি নতুন পদ তৈরির প্রস্তাবে ছাড়পত্র দিয়েছে রাজ্যের মন্ত্রিসভা।  কোন ক্ষেত্রে কতগুলি শূন্যপদ তৈরি করা হয়েছে, তাও বিস্তারিতভাবে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

WBSSC Recruitment 2022: কোন ক্ষেত্রে কতগুলি শূন্যপদ তৈরি করা হয়েছে?

১) নবম-দশম শ্রেণির সহকারী শিক্ষক: ১,৯৩২ টি নতুন পদ তৈরি করা হয়েছে।

২) একাদশ-দ্বাদশ শ্রেণির সহকারী শিক্ষক: ২৪৭ টি নতুন পদ তৈরি করা হয়েছে।

৩) স্কুলে গ্রুপ ‘সি’ কর্মী: ১,১০২ টি নতুন পদ তৈরি করা হয়েছে।

৪) স্কুলে গ্রুপ ‘ডি’ কর্মী: ১,৯৮০ টি নতুন পদ তৈরি করা হয়েছে।

৫) কর্মশিক্ষা এবং শারীরশিক্ষার সহকারী শিক্ষক: মোট ১,৬০০ টি নতুন পদ তৈরি করা হয়েছে। কর্মশিক্ষার জন্য ৭৫০ টি পদ তৈরি করা হয়েছে । ৮৫০ টি নতুন পদ শারীরশিক্ষার ক্ষেত্রে তৈরির প্রস্তাবে সায় দিয়েছে রাজ্য মন্ত্রিসভা।

বৃহস্পতিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেই অতিরিক্ত পদ পূরণ করবে WBSSC। সেইসঙ্গে নিয়োগ দুর্নীতিতে থাকার মধ্যে কড়া ভাষায় বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কলকাতা হাইকোর্টে যে মামলা চলছে, তার রায়ের ভিত্তিতে যাবতীয় নিয়ম মেনে ওয়েটিং লিস্টে থাকা প্রার্থীদের নিয়োগপত্র পাঠানো হবে।

wbssc recruitment 2022 in 6861 new vacancy

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিংকসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন🔥 যুক্ত হন

আরও পড়ুন 👇

🔥 Indian Railway Recruitment 2022: পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে চাকরি! দশম শ্রেণি উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন

🔥 ২৮,৯০০ টাকা মাসিক বেতনে রাজ্যের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! : WB Music Teacher Recruitment 2022

Leave a Comment