WBSSC Recruitment 2022: এসএসসি ২০২২ পরীক্ষার তারিখ, বাড়লো শিক্ষক পদে নিয়োগের সংখ্যা, জানালেন ব্রাত্য বসু!

WBSSC Recruitment 2022 | WBSSC Notification 2022 | এসএসসি ২০২২ | West Bengal SSC 2022 Recruitment | WBSSC 2022 Latest Updates

ইতিমধ্যেই বৃহস্পতিবার সকালে কমিশন স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) নিয়োগ বিজ্ঞপ্তির কথা নোটিশ দিয়ে জানিয়েছিল, সেদিন বিকেলেই পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu) সাংবাদিক বৈঠক করেন। তিনি যা জানিয়েছেন, তা নিম্নে বিস্তারিত তুলে ধরা হলো। তাই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি এছাড়াও এসএসসি ২০২২ সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের Telegram গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

WBSSC Recruitment 2022: এসএসসি ২০২২-এর পরীক্ষা সংক্রান্ত বিষয় নিয়ে ব্রাত্য বসুর সাংবাদিক বৈঠক

সংবদিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানান যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)-এর নির্দেশেই রাজ্যের স্কুল শিক্ষকদের জন্য অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। ব্রাত্য বসু বলেন- “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্যার সমাধান করতে চেয়েছিলেন। তিনি এসএসসি নিয়োগ সংক্রান্ত জটিলতা নিয়ে আন্দোলনারীদের সঙ্গে কথাও বলেন। মুখ্যমন্ত্রীর নির্দেশেই অতিরিক্ত পদ তৈরি করা হয়েছে। তাঁর কথাতেই পদক্ষেপ করা হয়েছে।’’

ব্রাত্য বসু আরও বলেন যে, নিয়োগ প্রক্রিয়া (WBSSC Recruitment 2022) চলবে স্কুল সার্ভিস কমিশনের সুপারিশ মেনেই। শারীরশিক্ষার জন্য নিয়োগ করা হবে ৮৫০টি পদে। কর্মশিক্ষার জন্য নিয়োগ করা হবে ৭৫০টি পদে। মেধা ও যোগ্যতার ভিত্তিতে এইসব পদে নিয়োগ হবে বলে জানিয়েছেন ব্রাত্য বসু। তিনি জানান, ‘‘পরীক্ষার তারিখ নিয়ে দ্রুত নোটিস দেওয়া হবে।’’

দীর্ঘ ৬ বছর পরে বৃহস্পতিবারই ঘোষণা হয়েছে, ফের এসএসসিতে নিয়োগ (WBSSC Recruitment 2022) হবে। সেদিন সকালেই স্কুল সার্ভিস কমিশন (West Bengal School Service Commission) একটি নোটিস জারি করে জানায়, খুব শীঘ্রই জুনিয়র হাই, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকস্তরে প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষক পদে নিয়োগের বিজ্ঞপ্তি (WBSSC Recruitment 2022) প্রকাশ করা হবে।

তার কয়েক ঘণ্টার মধ্যেই শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ঘোষণা করেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে ৫২৬১টি পদ বাড়ানো হয়েছে। এর পাসপাশি শরীর শিক্ষা, কর্মশিক্ষা বিভাগেও নতুন পদ তৈরি করা হয়েছে।

wbssc recruitment 2022 এসএসসি ২০২২

এসএসসি ২০২২-এর সমস্ত আপডেট সহ চাকরির আপডেট নিয়মিত পেতে নিচে দেওয়া আমাদের Telegram গ্রুপে যুক্ত হন। পাসপাশি আমাদের এই ওয়েবসাইট-এর লাল bell আইকনে click করে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আমাদের ওয়েবসাইটের নোটিফিকেশনের আপডেট সরাসরি পৌঁছে যায় আপনার কাছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ) 👇

🔥 আমদের Telegram গ্রুপে যুক্ত হন🔥 যুক্ত হন
WBSSC Recruitment 2022 Official Notice Pdfএখানে দেখুন

আরও পড়ুন 👇

🔥 NTPC Recruitment 2022 | এনটিপিসি-তে নিয়োগ চলছে, দ্রুত আবেদন করুন!

🔥 Latest WB TET 2022 Update | শীঘ্রই প্রাইমারি শিক্ষক নিয়োগ হবে, জানালেন প্রাইমারি শিক্ষা পর্ষদের সভাপতি, WBBPE Recruitment 2022

🔥 Top 5 সরকারি চাকরির খবর ২০২২ | Sorkari Chakrir Khobor 2022, Sarkari Chakrir Khobor 2022

🔥 WB HS Result 2022 Date: উচ্চ মাধ্যমিক রেজাল্ট ২০২২-এর সময় ঘোষণা করলেন সংসদ সভাপতি

Leave a Comment