WBSSC Scam: এসএসসি-এর গ্রুপ ‘C’ ও গ্রুপ ‘D’-তে ৩৮১ জনের ভুয়ো নিয়োগ! রিপোর্ট পেশ হাইকোর্টে

WBSSC Scam, WBSSC 2022 Update, এসএসসি দুর্নীতি, Breaking News, Bengali News, Bangla News, Today News

কলকাতা হাইকোর্টে বাগ কমিটির দ্বারা রিপোর্ট পেশ হলো। এই কিমিটি তৈরি হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের (WBSSC) গ্রুপ ‘C’গ্রুপ ‘D’ নিয়োগ নিয়ে। সেই রেপোর্টে বলা হয়েছে, ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। এই সম্পর্কিত বিস্তারিত জানতে আপনাকে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের  WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

WBSSC Scam: রিপোর্টে যা বলা হয়েছে

গত শুক্রবার সেই রিপোর্ট বলছে, ৩৮১ জনকে ভুয়ো নিয়োগ করা হয়েছে। কমিটির আইনজীবী এমনই জানিয়েছেন। সেই রেপোর্টে বেশ কয়েকটি অসঙ্গতি তুলে ধরা হয়েছে। ১৮ মে রায় দেওয়া হবে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন 👇

🔥 Staff Selection Commission Recruitment 2022: মাধ্যমিক পাশেই ২০০০-এর বেশি পদে রেলে চাকরির সুযোগ!

🔥  WBSSC Recruitment 2022: এসএসসি ২০২২ পরীক্ষার তারিখ, বাড়লো শিক্ষক পদে নিয়োগের সংখ্যা, জানালেন ব্রাত্য বসু!

🔥 WBSSC Exam 2022: ‘ওএমআর শিটে পরীক্ষা, ফিরছে ইন্টারভিউ’ WBSSC শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রোধে বদল আনতে চলেছে!

🔥 Indian Railway Recruitment 2022: পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে চাকরি! দশম শ্রেণি উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন

🔥 ২৮,৯০০ টাকা মাসিক বেতনে রাজ্যের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! : WB Music Teacher Recruitment 2022

হাইকোর্ট সুত্রে জানা গিয়েছে, সেই দিন কলকাতা হাইকোর্টের বিচারপতি সুব্রত তালুকদার এবং বিচারপতি আনন্দকুমার মুখোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চের কাছে জমা দেওয়া হয় ওই রিপোর্ট। টা পেশ করেন আইনজীবী অরুণাভ বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছে স্কুল সার্ভিস কমিশন (WBSSC) ৩৮১ জন প্রার্থীকে নিয়োগ করেছে, তার মধ্যে ২২২ জন পরীক্ষাই দেননি। আর বাকিরা পাশ করতে পারেননি ঐ পরীক্ষায়।

ওই রিপোর্ট উল্লেখ করা হয়েছে, যে প্যানেল এই নিয়োগ করেছিল তার মেয়াদ ২০১৯ সালের মে মাসে শেষ হয়ে গিয়েছিল। তারপর এই নিয়োগ প্রক্রিয়া হয়েছে। এর পাশাপাশি অরুণাভবাবু জানিয়েছেন, নম্বর বাড়ানো হয়েছে এবং তারপর নিয়োগ করা হয়েছে। ওএমআর সিটেও করা হয়েছে কারচুপি।

WBSSC Scam: মেধা তালিকা প্রকাশের নির্দেশ

এদিকে, কলকাতা হাইকোর্ট (Kolkata High court) নবম ও দশম শ্রেণির নিয়োগ মামলায় নম্বর-সহ মবধা তালিকা প্রকাশ করার নির্দেশ দিয়েছে। সমস্ত তথ্য ওয়েবসাইটে আপলোড করতে হবে। গত বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে তিনি জানিয়েছেন যে, ১৭ জুন পর্যন্ত কোনো নিয়োগ করা যাবে না।

wbssc scam latest update

হাইকোর্টের নির্দেশে বলা হয়েছে, নিয়োগ এবং ওয়েটিং মিলিয়ে ১০ দিনের মধ্যে প্রায় ২০ হাজার নাম প্রকাশ করতে হবে। অর্থাৎ যাদের নিয়োগ করা হয়েছে এবং যাদের নিয়োগ করা হয়নি, ২১ মে-এর মধ্যে সবার প্রাপ্ত নম্বর ও মেধাতালিকা জমা দিতে হবে। এবং যাঁদের নিয়োগ করা হয়নি, সবার প্রাপ্ত নম্বর ও মেধাতালিকা জমা দিতে হবে ২১ মে-র মধ্যে। এই মুহূর্তে কতজন প্রার্থী ওয়েটিং লিস্টে আছেন, সেই সব তথ্যও প্রকাশ করতে হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হওয়ার লিঙ্ক

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন🔥 যুক্ত হন

আরও পড়ুন 👇

🔥  WBSSC Recruitment 2022: এসএসসি ২০২২ পরীক্ষার তারিখ, বাড়লো শিক্ষক পদে নিয়োগের সংখ্যা, জানালেন ব্রাত্য বসু!

🔥 WBSSC Exam 2022: ‘ওএমআর শিটে পরীক্ষা, ফিরছে ইন্টারভিউ’ WBSSC শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি রোধে বদল আনতে চলেছে!

🔥 Indian Railway Recruitment 2022: পরীক্ষা ছাড়াই ভারতীয় রেলে চাকরি! দশম শ্রেণি উত্তীর্ণ হলেই করা যাবে আবেদন

🔥 ২৮,৯০০ টাকা মাসিক বেতনে রাজ্যের স্কুলে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ! : WB Music Teacher Recruitment 2022

Leave a Comment