West Bengal Bandhan Bank Recruitment 2022: পরীক্ষা ছাড়াই বন্ধন ব্যাংকে প্রচুর কর্মী নিয়োগ!

Bandhan Bank Recruitment 2022, West Bengal Bandhan Bank Recruitment 2022, Bandhan Bank Job 2022, Bank Jobs, (বন্ধন ব্যাঙ্ক নিয়োগ ২০২২), bandhanbank.comBandhan Bank Application Form 2022, Apply Online

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর! বিশেষ করে যারা ব্যাঙ্কে চাকরি করতে ইচ্ছুক। প্রচুর শূন্য পদে বন্ধন ব্যাঙ্কে (Bandhan Bank Job) নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রতি ৩ মাস অন্তর এই ব্যাঙ্কে কর্মী নিয়োগ করা হচ্ছে। পুরুষ, মহিলা নির্বিশেষে রাজ্যের ২৩ টি জেলার বাসিন্দাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি মন দিয়ে পড়তে অনুরোধ করছি

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

West Bengal Bandhan Bank Recruitment 2022: পশ্চিমবঙ্গ বন্ধন ব্যাংক নিয়োগ ২০২২

বন্ধন ব্যাংকের চাকরিগুলি এক নজরে দেখে নিন। এছাড়াও বর্তমান এই সম্পর্কে নিম্নে বিস্তারিত তুলে ধরা হয়েছে-

🔥 WB Bandhan Bank Recruitment 2022আবেদন করুন
🔥 Bandhan Bank Recruitment 2022আবেদন করুন
🔥 Bandhan Bank Recruitment 2022 in West Bengalআবেদন করুন

পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকে নিয়োগের যে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তাতে আপনাকে কোনো লিখিত পরীক্ষা দিতে হবে না। বন্ধন ব্যাংকের এই চাকরিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? কোন পদে নিয়োগ করা করা হবে? আবেদন প্রক্রিয়া কি? নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হলো। তাই আপনাকে এই নিবন্ধটি ধ্যান দিয়ে শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি

Bandhan Bank Recruitment 2022 in West Bengal: পদের নাম

সমগ্র পশ্চিমবঙ্গের বন্ধন ব্যাংকে (West Bengal Bandhan Bank Recruitment 2022) ব্যাংকিং ইউনিটে দুটি পদে প্রচুর কর্মী নিয়োগ করা হবে। পদ দুটির নাম হল-

  • RO (RELATIONSHIP OFFICER)
  • RO-SS (RELATIONSHIP OFFICER – SUPPER SAVER)

এছাড়াও ব্যাংকিং সেক্টরে এখানে যে সমস্ত পদে কর্মী নিয়োগ করা হবে, সেগুলি হলো-

  • লোন রিকভারি
  • ক্রেডিট কার্ড
  • ফোন ব্যাঙ্কিং

এছাড়াও আরও বিভিন্ন ব্যাংকিং সেক্টরে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বন্ধন ব্যাঙ্ক।

আরও পড়ুন 👇

🔥 Swasthya Sathi Prakalpa Group-C Recruitment 2022: পশ্চিমবঙ্গের স্বাস্থ্যসাথী প্রকল্পে কর্মী নিয়োগ 

🔥 Northeast Frontier Railway Apprentice Recruitment 2022: ভারতীয় রেলে ৫৬৩৬ পদে নিয়োগ শুরু! বিশদে দেখুন

🔥 Axis Bank Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশে এক্সিস ব্যাংক-এ নিয়োগ ২০২২ চলছে!

🔥 দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে শিক্ষক ও গ্রুপ ডি নিয়োগ নিয়োগ: West Bengal Primary Teacher & Geoup-D Recruitment

🔥 পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও স্কুলে ‘মিড-ডে-মিল’ প্রকল্পের ‘গ্রুপ-সি’ পদে (Assistant Accountant and Accountant) নিয়োগ!: West Bengal Mid Day Meal Recruitment 2022

🔥 পশ্চিমবঙ্গে জেলার বিডিও অফিসে ‘গ্রুপ-সি’ পদে কর্মী নিয়োগ ২০২২ | WB Group-C Assistant Accountant Recruitment 2022

West Bengal Bandhan Bank Recruitment 2022: Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

বন্ধন ব্যাংকের এই চাকরিতে আবেদন করতে হলে আবেদনকারীর নূন্যতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে উচ্চমাধ্যমিক পাস। এছাড়ারাও উচ্চতর শিক্ষাগত যোগ্যতার অধিকারী চাকরিপ্রার্থীরাও এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন।

West Bengal Bandhan Bank Recruitment 2022: Salary (বেতন)

বন্ধন ব্যাংকের এই পদগুলির জন্য নির্বাচিত প্রার্থীদের প্রতি মাসে ১৩,৫০০ থকে ২০,৫০০ টাকা করে বেতন দেওয়া হবে।

How to Apply for West Bengal Bandhan Bank Recruitment 2022: আবেদন প্রক্রিয়া

বন্ধন ব্যাংকের এই নিয়োগে আবেদন করার পদ্ধতিটি নিম্নে ধাপে ধাপে তুলে ধরা হলো-

(১) সর্বপ্রথমে চাকরিপ্রার্থীদের NCS অফিশিয়াল ওয়েবসাইট https://www.ncs.gov.in -এ যেতে হবে। এটি কেন্দ্র সরকারের একটি চাকরি সংক্রান্ত ওয়েবসাইট।

(২) এরপর চাকরিপ্রার্থীদের Bandhan Bank Recruitment লেখা লিঙ্কের ওপর ক্লিক করতে হবে।

(৩) তারপর ‘Apply Online’-এ ক্লিক করতে হবে।

(৪) এরপর প্রয়োজনীয় তথ্য দিয়ে আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে।

(৫) সবশেষে ফর্মটি প্রিন্ট আউট করে রেখে দিতে হবে পরবর্তী কালের জন্য।

বন্ধন ব্যাংকের ব্যাংকিং ইউনিটের (লোন ডিপার্টমেন্ট) চাকরি করতে হলে নিচের পদ্ধতিতে আবেদন করুন:

এই পদগুলিতে আবেদন করতে হলে আপনাকে অফলাইনে আবেদন করতে হবে, সেই সাথে আপনি অনলাইনেও আবেদন করতে পারবেন। অফলাইনে আবেদন করতে চাইলে আপনার বায়ো ডাটা সহ আপনার শিক্ষাগত যোগ্যতার সমস্ত কাগজপত্র জেরক্স করে একটি খামে ভরে আপনার নিকটবর্তী কোন বন্ধন ব্রাঞ্চে গিয়ে ব্রাঞ্চ ম্যানেজারের কাছে জমা দিয়ে আসতে হবে।

West Bengal Bandhan Bank Recruitment 2022: যে সব ডকুমেন্টস জমা দিতে হবে

আপনাকে এই চাকরির জন্য আবেদন করতে হলে আপনাকে নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলির জেরক্স কপি জমা দিতে হবে-

  • মাধ্যমিকের এডমিট কার্ড
  • মাধ্যমিকের মার্কশীট
  • উচ্চ মাধ্যমিকের মার্কশীট
  • আপনি যদি গ্রাজুয়েশন পাস করে থাকেন তাহলে গ্রেজুয়েশন এর মার্কশিট
  • আধার কার্ড
  • ভোটার কার্ড
  • প্যান কার্ড
  • পাসপোর্ট সাইজের ফটোকপি
  • চাকরিপ্রার্থীর নিজস্ব বায়ো ডাটা

West Bengal Bandhan Bank Recruitment 2022: Selection Process (নিয়োগ প্রক্রিয়া)

আপনি আপনার প্রয়োজনীয় কাগজপত্র জমা করার এক মাস বা দু’মাসের মধ্যেই আপনাকে ফোন করে একটি নির্দিষ্ট দিনে ডাকা হবে ইন্টারভিউ-এর জন্য। এরপর আপনাকে ইন্টারভিউ দিতে হবে এবং ইন্টারভিউয়ে নির্বাচিত হলে আপনাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হবেন। ট্রেনিং করার কিছুদিন পরেই আপনাকে ডাকা হবে জয়নিং-এর জন্য।

ব্যাংকিং সেক্টরে কোথায় কোথায় নিয়োগ করা হবে সে ব্যাপারে বিস্তারিত জানতে চাকরিপ্রার্থীরা NCS-এর অফিশিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে অথবা চাকরিপ্রার্থীরা নিচের দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন- bankinghub.sneha@admin

West Bengal Bandhan Bank Recruitment 2022: কাজের ধরন

লোন ডিপার্টমেন্টে চাকরি করলে চাকরিপ্রার্থীদের প্রথমত সকালে পাঠানো হবে গ্রুপ লোন বা বাজার লোন কালেকশনের জন্য। এরপর আপনাকে অফিসে এসে যাদের নতুন লোন পাস হবে তাদের লোনের ব্যবস্থা করে দিতে হবে। দিনশেষে ব্যাংকের প্রয়োজনে হিসাবপত্র করতে হবে।

ব্যাংকিং সেক্টরে চাকরি করলে সমস্ত ধরনের ব্যাংকিং কাজকর্ম যেমন খাতা খোলা, একাউন্টে টাকা জমা করা, কাস্টমারদের সঙ্গে ব্যাঙ্কিং পরিষেবা নিয়ে কথাবার্তা বলা, এছাড়াও আরো যে সমস্ত ব্যাংকিং কাজ রয়েছে সেগুলো করতে হবে এবং দিনশেষে ব্যাংকিং সেক্টরে হিসেব মিলাতে হবে।

West Bengal Bandhan Bank Recruitment

West Bengal Bandhan Bank Recruitment 2022: ছুটির ব্যবস্থা

এখানে চাকরিরত কর্মীদের সমস্ত ধরনের সরকারি ছুটি দেওয়া হবে। প্রতি সপ্তাহে চারটি রবিবার ও দুটি শনিবার অর্থাৎ প্রতি সপ্তাহের দ্বিতীয় ও চতুর্থ শনিবার করে ছুটি থাকবে।

👉 নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official Website Link (West Bengal Bandhan Bank Recruitment 2022)এখানে দেখুন

Source : NCS.GOV.IN

আরও পড়ুন 👇

🔥 Indian Bank Recruitment 2022: ৬৩,০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ

🔥 BSK Recruitment 2022: পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ ২০২২!

🔥 West Bengal Police Recruitment 2022 (Constable): পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে প্রচুর নিয়োগ

🔥 Kalyani AIIMS Recruitment 2022: ৪৩,৯০০ টাকা বেতনে কল্যাণী এইমস-এ ‘গ্রুপ-সি’ পদে কর্মী নিয়োগ 

🔥 Staff Selection Commission Recruitment 2022: মাধ্যমিক পাশেই ২০০০-এর বেশি পদে রেলে চাকরির সুযোগ!

🔥 Indian Air Force Recruitment 2022 (Indian Air Force Group C Recruitment 2022): উচ্চমাধ্যমিক পাসে ভারতীয় বায়ু সেনায় লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২

🔥 Indian Coast Guard Recruitment 2022: ভারতীয় কোস্ট গার্ড-এ মাধ্যমিক পাশেই গ্রুপ সি পদে কর্মী

Leave a Comment