(১/৮) SSC ও প্রাইমারি টেট (WB Primary TET) নিয়ে রাজ্য সরকারের গাফিলতির শেষ নেই। রাজ্যজুড়ে সমস্ত স্কুলগুলি শিক্ষক শূন্যতায় ভুগছে, অথচ দেশে হাজার হাজার বেকার ছেলে মেয়ে ঘুরে বেড়াচ্ছে।
(২/৮) গত ২০২২ সালের পূর্বে শেষ টেট পরীক্ষা হয়েছিল ২০১৪ সালে। তারপরে কেটে গেছে দীর্ঘ একটি সময়। ২০১৪ সালের পরীক্ষার ফলাফল বের হলেও টেট পরীক্ষার্থীরা এখনো তার পাস সার্টিফিকেট পায়নি।
(৩/৮) তবে সম্প্রতি কিছুদিন আগে পর্ষদ সভাপতি এ ব্যাপারে হাইকোর্টে জানিয়েছেন আগামী ৩০ এপ্রিলের মধ্যে শিক্ষার্থীরা তাদের ফলাফলের পাস সার্টিফিকেট পেয়ে যাবে। তবে এই নিয়ে একটা প্রশ্ন থেকেই যাচ্ছে, পাস সার্টিফিকেট দিতে পর্ষদ এত সময় নিল কেন?
🔥 আরও পড়ুন: 👇👇👇
কোটিপতি হয়ে যান ২০ টাকার নোট বিক্রি করে! জানুন কিভাবে আপনার ভাগ্য বদলাতে পারে
🔥 আরও পড়ুন: 👇👇👇
Business Ideas: শীঘ্রই হবেন কোটিপতি! শুরু করুন এই ব্যবসা মাত্র ৫০ হাজার টাকা বিনিয়োগ করে
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বিরাট সুদ বাড়াল কেন্দ্র! টাকা ডাবল পোস্ট অফিসের এই স্কিমে
(৪/৮) এই ব্যাপারে সম্প্রতি কিছু বক্তব্য রাখলেন পর্ষদ সভাপতি গৌতম ভট্টাচার্য। একটি সংবাদ মাধ্যমে তাকে এগুলো বলতে শোনা যায়।
(৫/৮) এই ব্যাপারে পর্ষদ সভাপতি জানান পুরনো কনফিডেন্সিয়াল কোম্পানি আদালতে মামলার ভয়ে শংসাপত্র দিতে নারাজ ছিল যে কারণে তারা কাজ করতে চাইতো না।
(৬/৮) সভাপতির বক্তব্য অনুযায়ী “যাঁরা বোর্ডকে সে সময় সাহায্য করতেন অর্থাৎ কনফিডেন্সিয়াল সেকশনে ছিলেন তাঁদেরই এই শংসাপত্র দেওয়ার কথা। আমরা তাঁদের অনুরোধ করি এই শংসাপত্র দেওয়ার জন্য। বরং তাঁরা রাজি হয়নি। বলে, পর্ষদের কাজ তারা করবে না। তাঁরা বলেন, আমরা কোর্ট কেসে জড়িয়ে যাচ্ছি, আর কাজ করতে পারবো না।”
(৭/৮) এই সম্পর্কিত গুরুত্বপূর্ণ বিষয়গুলি পর্ষদ কে জানানো হয়নি। শেষ মুহূর্তে এসে এ বিষয়টি পর্ষদ জানতে পারে। যার ফলে জটিলতা গুলো সৃষ্টি হয়েছে এবং সার্টিফিকেট প্রদানের ক্ষেত্রেও।
(৮/৮) পরবর্তীতে আগের কনফিডেন্স প্রসেসরকে পরিবর্তন করে সেই স্থানে বিকল্প একজন কনফিডেন্সিয়াল প্রসেসরকে এ সার্টিফিকেট গুলির দায়িত্ব দেওয়া হয়।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Holiday List: এপ্রিলে প্রচুর ছুটি! সরকারি অফিস সহ স্কুল, কলেজ ছুটির লিস্ট দেখে নিন এক ক্লিকেই
👉 LPG Price: আর্থিক বছরের শুরুতেই রান্নার গ্যাসের দাম এক ধাক্কায় অনেকটা কমলো, কোন শহরে কত হল জেনে নিন
👉 মোদি সরকারের বড়ো ঘোষণা! একসাথে ১৫ হাজার টাকার বেশি ঢুকবে পকেটে
👉 রাজ্যে ১০৮০ জন প্রশিক্ষক নিয়োগ করা হবে, নিয়োগ হবে জেলায় জেলায়, জানুন বিস্তারিত
👉 সিম কার্ড নিয়ে এই নতুন নিয়ম জারি করল ট্রাই! না মানলে ২ বছর নম্বর ব্লক!