১/৮: মধ্যশিক্ষা পর্ষদ (West bengal Board of Secondary Education) রাজ্যের বিদ্যালয়গুলির নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য স্কুলভিত্তিক কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়টি সুনিশ্চিত করার জন্য তারা ৭ দফা নির্দেশিকাও জারি করেছে।
২/৮: মধ্যশিক্ষা পর্ষদ এই বিষয়ে গত মঙ্গলবার নির্দেশিকা জারি করেছে। এই নির্দেশিকায় জানানো হয়েছে স্টুডেন্ট অ্যান্ড সিকিউরিটি মনিটরিং কমিটি (এসএসএমসি) গঠনের সিদ্ধান্তের কথাও। জারি করা হয়েছে ৭ দফা নির্দেশিকা। এই মনিটরিং কমিটিতে কারা থাকবেন মধ্যশিক্ষা পর্ষদ তাও ঠিক করে দিয়েছে। স্থির করা হয়েছে কমিটির কর্মপরিধিও।
৩/৮: স্কুলের নিরাপত্তা কমিটিতে থাকবেন স্কুলের প্রধান শিক্ষক অথবা ভারপ্রাপ্ত শিক্ষক কিংবা চেয়ারম্যান, একজন মহিলা শিক্ষক, কোনো কারণে যদি স্কুলে মহিলা শিক্ষক না থাকেন সেইক্ষেত্রে সেই দায়িত্ব পালন করবেন পুরুষ শিক্ষক। এছাড়াও থাকবেন স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি, অভিভাবকদের পক্ষ থেকে ২ জন সদস্য এবং পুলিশ প্রশাসন ও পরিবার এবং সমাজ কল্যাণ দপ্তর থেকে আমন্ত্রিত দুজন প্রতিনিধি থাকেবেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Electricity Bill: এটি করলেই ইলেকট্রিক বিল কমে অর্ধেক হয়ে যাবে! জেনে নিন কী ভাবে কী করতে হবে?
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Update: আজই আধারে এই তথ্য আপডেট করুন! না হলে কোনও সরকারি সুবিধা পাবেন না!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!
৪/৮: ওই কমিটিকে যাতে স্কুলে ডেঙ্গি, ম্যালেরিয়ার মতো পতঙ্গবাহিত রোগ না ছড়ায় সেইডিকেও নজর রাখতে হবে। ওই পতঙ্গবাহিত রোগগুলি যাতে না ছড়ায় সেইজন্য ক্যাম্পাস পরিষ্কার রাখা, পানীয় জল, ছাত্রছাত্রী, শিক্ষক ও শিক্ষাকর্মী এবং আগত অতিথিদের জন্য পৃথক শৌচাগারের ব্যবস্থা নিশ্চিত করা, স্কুল চত্বরে সিসিটিভির ব্যবস্থা রাখা এই সমস্ত দায়িত্ব থাকবে এই কমিটির দায়িত্ব ওপর।
৫/৮: পানীয় জল নিরাপদ কি না, তা পরীক্ষা করার জন্য এর নমুনা সংগ্রহ করে এই কমিটিকে জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের ল্যাবরেটরিতেও পাঠানোর ব্যবস্থা করতে হবে। যাতে সিলিং ফ্যান খুলে না পড়ে, অন্যান্য বৈদ্যুতিক যন্ত্রপাতি থেকে শর্ট-সার্কিট হয়ে যাতে আগুন না লাগে, সেইজন্য প্রত্যেক ৬ মাস অন্তর এগুলি লাইসেন্সপ্রাপ্ত ইলেকট্রিশিয়ানকে দিয়ে পরীক্ষা করাতে হবে। পাশাপাশি এই কমিটিকে রাজ্য সরকারের সেফ ড্রাইভ, সেভ লাইফের প্রচারও চালাতে হবে। এই সংক্রান্ত প্রচারের দৃশ্যমানতার ছবি রাখতে হবে স্কুলেই।
৬/৮: সেক্রেটারি সুব্রত ঘোষ মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করেছেন। শাসকদলের শিক্ষকদের সংগঠন মাধ্যমিক তৃণমূল শিক্ষক সমিতি স্কুলের অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ে এরকম সিদ্ধান্তে খুশি। শিক্ষা দফতরের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তাদের সভাপতি দিব্যেন্দু মুখোপাধ্যায়।
৭/৮: তবে স্কুলের পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলেছেন বঙ্গীয় শিক্ষক এবং শিক্ষাকর্মী সমিতির নেতা স্বপন মণ্ডল। তিনি বলেন যে, “বহু স্কুলের ব্যবস্থাপক কমিটি নেই। তাই নিরাপত্তা কমিটি গড়তে ব্যবস্থাপক কমিটির সভাপতি বদলে কাকে নেওয়া হবে সে কথা বলা হয়নি নির্দেশিকায়। তা ছাড়া জনসাস্থ্য কারিগরি দফতরের ল্যাবরেটরিতে নিয়ে গিয়ে পানীয় জলের পরীক্ষার যে কথা বলা হয়েছে তার পরিকাঠামো সব স্কুলে এই মুহূর্তে নেই। সেই সব ব্যবস্থা করে দিয়েই মধ্যশিক্ষা পর্ষদের এই নির্দেশিকা জারি করা উচিত ছিল।”
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
👉 ৫০,০০০ টাকা প্রতি মাসে ঘরে বসেই পাবেন! এখনই আবেদন করুন এই প্রকল্পে (Apply Now!)
👉 Breaking News!: Primary TET-এর রেজাল্ট ও উত্তরপত্র দেওয়া হতে পারে এই সময়ের মধ্যে!
👉 how to apply pan card online