ইতিমধ্যেই গোটা রাজ্যের মানুষ গরমে হাঁসফাঁস করছে। দিনের বেলা বাইরে বেরোলে মনে হচ্ছে যেন লু বইছে। এই আবহে রাজ্য সরকার রাজ্যের পড়ুয়াদের জন্য দারুন খবর নিয়ে এসেছে। রাজ্যের সমস্ত সরকারি স্কুলের পড়ুয়ারা গরমের ছুটিতেই পেতে চলেছেন লম্বা একটি ছুটি।
এবারের গ্রীষ্মকালীন ছুটি তাবপ্রবাহের কারণে এগিয়ে নিয়ে আসা হয়েছে। এতেই কবে গরমের ছুটি শুরু হতে চলেছে সেই নিয়ে রাজ্যের পড়ুয়া এবং অভিভাবকরা বারবার প্রশ্ন তুলছেন।
এই প্রশ্নের উত্তরে আপনাদের জানিয়ে রাখি যে, শিক্ষা দপ্তর মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্যের সমস্ত সরকারি স্কুলের গরমের ছুটি এগিয়ে নিয়ে আসা নির্দেশিকা প্রকাশ করেছে।
🔥 আরও পড়ুন:
👉 Summer Vacations: এই দিন থেকে খুলতে পারে স্কুল! গরমের ছুটি নিয়ে জল্পনা
🔥 আরও পড়ুন:
👉 Primary TET Certificate: প্রাইমারী টেট সার্টিফিকেট দেওয়া নিয়ে এই বড় খবর সামনে এল! জেনে নিন এখনই
🔥 আরও পড়ুন:
👉 WB Primary TET: প্রাথমিক টেটের সব পরীক্ষার্থীকে নম্বর দেওয়ার নির্দেশ হাইকোর্টের! জানুন বিস্তারিত
গরমের শুরুতেই বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়াসহ রাজ্যের বেশ কিছু জেলার তাপমাত্রা ছাড়িয়েছে ৪০ ডিগ্রি। গরমে মানুষের নাজেহাল অবস্থা। শুধু তাই নয়, আবহাওয়া দপ্তরও বেশ কিছু জেলার নাগরিকদের তাপপ্রবাহ সম্পর্কেও সতর্ক করেছে। এমতাবস্থায় খুদে পড়ুয়াদের সাময়িকভাবে স্বস্তি দেওয়ার জন্য রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী গরমের ছুটি এগিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছেন।
রাজ্য সরকারের শিক্ষা দপ্তর আগেই জানিয়েছিল যে, রাজ্যে আগামী ২৪ মে থেকে গরমের ছুটি শুরু হতে চলেছে। কিন্তু গত বুধবার আরও একটি নতুন নির্দেশিকা জারি করা হয়েছে। সেই নির্দেশিকায় জানানো হয়েছে যে, যে সরকারি স্কুলগুলির গরমের ছুটি ২৪ মের পরিবর্তে ২ মে থেকে শুরু হবে।
পাশাপাশি প্রাথমিক বিদ্যালয় সংসদ জানিয়েছে যে, রাজ্যের একাধিক প্রাথমিক স্কুলে গত ১৩ এপ্রিল থেকে মর্নিং শিফট কার্যকর করা হবে। পূর্ব বর্ধমান জেলার প্রাথমিক বিদ্যালয় গুলিতে পঠন পাঠন চালানোর নির্দেশিকা জারি করা হয়েছিল সকাল সাড়ে ৬ টা থেকে সাড়ে ১১ টা পর্যন্ত। বাঁকুড়া জেলার স্কুলগুলিতেও তাপপ্রবাহের জন্য একই নির্দেশিকা জারি করা হয়েছিল।
অপরদিকে আবহাওয়া দপ্তর জানিয়েছে যে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতে ১৪ থেকে ১৬ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে। সূত্রের খবর, এই কারণেই পড়ুয়াদের স্বাস্থ্য এবং সুস্থতার কথা মাথায় রেখে রাজ্যের বিভিন্ন শিক্ষক সংগঠন আগামী ১৮ এপ্রিল থেকে গরমের ছুটি কার্যকর করার জন্য আবেদন জানিয়েছে। তবে রাজ্য সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করেনি।
বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি শিক্ষকদের এই দাবি রাজ্য সরকার পর্যালোচনা করবে। যদি প্রয়োজন হয়, তাহলে আগামী ১৮ এপ্রিল থেকে রাজ্যে গরমের ছুটি কার্যকর করা হবে বলেই সূত্রের খবর।
তবে অফিসিয়াল ভাবে এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য পাওয়ায় সংশ্লিষ্ট মহলের ব্যক্তিত্বরা মনে করছেন যে, আগামী ২ মে থেকেই রাজ্যে গরমের ছুটি কার্যকর হবে। তবে নিয়ম অনুযায়ী পঠন-পাঠন চলবে দার্জিলিং এবং কালিম্পং-এর মতো জায়গায়।
শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও ছুটি রয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ বিভিন্ন স্কুলে কর্মরত শিক্ষকদের মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত অথবা স্কলারশিপ কিংবা অ্যাডমিশন বা যেকোনো অফিসিয়াল কাজের জন্য গরমের ছুটি চলাকালীনও প্রধান শিক্ষককে সাহায্য করার নির্দেশ দিয়েছে। আর এতেই মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ না হওয়া পর্যন্ত গরমের ছুটি থাকবে বলেই মনে করছেন অনেকে।
তবে রাজ্য সরকার এই বিষয়ে এখনও পর্যন্ত কোনো বিজ্ঞপ্তি প্রকাশ করেনি। অর্থাৎ ছাত্র-ছাত্রীসহ শিক্ষক এবং অভিভাবকরা স্বাভাবিকভাবেই আগামী দিনে কতদিন ধরে গরমের ছুটি চলবে তা জানতে উৎসুক হয়ে রয়েছেন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন:
👉 Summer Vacation: রাজ্যে ছুটি নিয়ে এলো এই সরকারি নির্দেশিকা! জেনে নিন এখনই
👉 Business Idea: ঘরে বসেই আয় করুন এই ব্যবসা থেকে, লাখ লাখ টাকা আসবে সারা বছর
👉 Vidyasaarathi Scholarship 2023
👉 আর বাড়বে না ইলেকট্রিক বিল! মাত্র ৩৮০ টাকায় বোঁ বোঁ করে ঘুরবে পাখা! জেনে নিন এখনই