DA West Bengal : এই মাসের শুরুতেই DAপাবেন রাজ্য সরকারি কর্মীরা? বড় আপডেট!

১/১২: বড়ো আপডেট এলো ডিএ (DA) নিয়ে। রাজ্য সরকারি কর্মচারীরা ২০২৩ সালের জানুয়ারি মাসেই ডিএ পেতে পারেন। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কিনা সেই নিয়ে জল্পনা অব্যাহত। আর এরই মধ্যে এলো সরকারি কর্মচারীদের জন্য বড়ো খবর।

২/১২: সুপ্রিম কোর্টে (Supreme Court) এখন রাজ্যের ডিএ (Dearness Allowance) মামলা বিচারাধীন। রাজ্য সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবেন কিনা সেই নিয়ে জল্পনা অব্যাহত। আর এরই মধ্যে এলো সরকারি কর্মচারীদের জন্য বড়ো খবর। রাজ্য সরকারি কর্মচারীরা (West Bengal State Govt Employee) ২০২৩ সালের জানুয়ারি মাসেই ডিএ পেতে পারেন।

৩/১২: এই বিষয়ে বিভিন্ন সংবাদমাধ্যম খবরও প্রকাশ করেছে। রাজ্য সরকার ২০২৩ সালের শুরুতেই সরকারি কর্মীদের ডিএ বাড়াতে পারে  ৩%, এমনটাই দাবি সরকারি কর্মীদের একটি মহলের।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Card: এই ৬টি বিষয় মাথায় রাখুন আধার কার্ড ব্যবহারের সময়! নইলে বিপদ!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 How To Win Lottery: লটারিতে টাকা জিততে সহজ এই ৩টি টিপস মেনে চলুন, ভাগ্য খুলে যেতে পারে!

৪/১২: এই ডিএ বাড়ানো হতে পারে ষষ্ঠ বেতন কমিশনের অধীনে২০২০ সালের ১ জানুয়ারি থেকে ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ রাজ্যে কার্যকরী হয়েছে।

৫/১২: রাজ্য সরকার ২০২১ সালের ১ জানুয়ারি ৩% ডিএ দিয়েছে। কিন্তু চলতি বছরে আর ডিএ কোনো দেওয়া হয়নি। সরকারি কর্মীরা আশা করছেন যে, রাজ্য সরকার এই বছরও জানুয়ারি মাসে ৩% ডিএ ঘোষণা করতে পারে।

৬/১২: এই বিষয়ে যদিও এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে ইতিমধ্যেই এই নিয়ে তৎপরতা শুরু হয়ে গেছে বলেই খবর নবান্ন সূত্রে।

৭/১২: অর্থনৈতিক ও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, রাজ্য সরকার যে ৩% ডিএ দিতে পারে তার পিছনে যুক্তি আছে। অর্থনৈতিক বিশেষজ্ঞদের মতে, সুপ্রিম কোর্টে রাজ্য সরকার জানিয়েছে যে, রাজ্য সরকারি কর্মচারিদের যদি কলকাতা হাইকোর্টের রায় মেনে বকেয়া ডিএ দিতে হয় তাহলে মোট খরচ হবে ৪১ হাজার ৭৭০ কোটি টাকা১১ হাজার ৭৯০ কোটি টাকা লাগবে কর্মচারিদের জন্য। ১৮ হাজার ৩৬৯ কোটি টাকা লাগবে সরকারি সাহায্য প্রাপ্তদের জন্য। পেনশনকারীদের জন্য ১১ হাজার ৬১১ কোটি টাকা লাগবে।

৮/১২: যদি রাজ্য সরকার এত টাকা দেয় তাহলে সরকারের অর্থনৈতিক অবস্থা বেহাল হয়ে পড়বে। অর্থনীতিবিদদের একাংশের মতানুযায়ী, রাজ্যের এত টাকা দেওয়ার ক্ষমতা নেই। সরকারি আইনজীবী কোর্টেই তা স্বীকার করে নিয়েছেন।

৯/১২: রাজনৈতিক কারবারিদের দাবি, বছর ঘুরলেই পঞ্চায়েত ভোট। সরকারি কর্মীদের ক্ষোভ প্রশমিত করতে ,রাজ্য সরকার তার আগে ডিএ ঘোষণা করতেই পারে। সেটা ৩% হতে পারে। কিন্তু রাজ্য সরকার চাইবে যাতে সরকারি কর্মীদের বকেয়া ডিএ দিয়ে তাদের ক্ষোভ প্রশমিত হয়।

১০/১২: সরকারি কর্মীদের একাংশ এবং ডিএ-র দাবি করা সংগঠনগুলোর দাবি, রাজ্য সরকারি কর্মচারীরা যদি ৩% ডিএ পান তাহলেও তাঁরা খুশি হবেন না।

west bengal government employees will get DA at the beginning of this month Big update

১১/১২: সরকারি কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল এই বিষয়ে বলেন যে, ‘হাইকোর্ট যে ডিএ দেওয়ার নির্দেশ দিয়েছে তা পঞ্চম বেতন কমিশনের। সেটাকে সম্পূর্ণ চেপে গিয়ে এই সরকার মাত্র ৩ শতাংশ ডিএ দিলে তাতে সরকারি কর্মীরা খুশি হবেন না। তাঁদের দাবি, কেন্দ্রীয় হারে ডিএ-র।আর এই রাজ্যের সরকার যখন ৩ শতাংশ ঘোষণা করবে তখন কেন্দ্র আরও ৪ শতাংশ বাড়িয়ে দেবে। ফলে তখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৪২ শতাংশ পাবেন। আর আমরা মাত্র ৬ শতাংশ। অর্থাৎ ৩৬ শতাংশ বকেয়া থেকে যাবে। ফলে সরকারি কর্মীরা খুশি হবেন না। সেটাই স্বাভাবিক। আমাদের যে দাবি আছে সেই দাবির মান্যতা তাহলে কোথায়?এই সরকারকে সেটা ভাবতেই হবে। সরকারি কর্মীরা ভালোভাবেই জানেন, মাত্র ৩ শতাংশ ডিএ ঘোষণা করে সরকার ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করছে। তবে এতে সরকারি কর্মীরা তাঁদের ন্যায্য অধিকার ভুলে যাবেন না। কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার যে দাবি, সেখান থেকে তাঁরা সরবেন না।’

১২/১২: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 KVS Recruitment 2022

👉 BSF Recruitment 2022-2023

👉 New Scheme For Student: মাসে ১০,০০০ টাকা করে ভাতা পাবেন বিনামূল্যে প্রশিক্ষণ নিয়ে! কি ভাবে পাবেন? জেনে নিন

👉 জাল ওষুধে ছেয়ে গেছে বাজার! কিভাবে চিনবেন আসল ওষুধ? জানিয়ে দিলো সরকার।

Leave a Comment