West Bengal Group C Recruitment 2022, Jhargram Job Vacancy 2022, West Bengal Govt Jobs 2022, গ্রুপ সি কর্মী নিয়োগ ২০২২
পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর জন্য রয়েছে বিরাট বড়ো সুখবর। রাজ্য সরকারের অধীনে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কলেক্টর অফিসে (Jhargram Job Vacancy 2022) চুক্তভিত্তিক ভাবে গ্রুপ-সি (West Bengal Group C Recruitment 2022) পদে কর্মী নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট জেলা সূত্রে এই তথ্য জানানো হয়েছে। এই চাকরির বিজ্ঞপ্তি অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। আপনি যদি পশ্চিমবঙ্গে বসবাস করে থাকেন তাহলে এই খবর আপনারই জন্য। রাজ্যের যেকোনো জায়গার ব্যক্তিই এই চাকরির জন আবেদন করতে পারবেন। তাই আপনাকে শেষ পর্যন্ত এই নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): পশ্চিমবঙ্গ গ্রূপ সি নিয়োগ ২০২২
- 2 West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): Vacancy Detail (পদের নাম)
- 3 West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): Age Limit (বয়স সীমা)
- 4 West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): Selection Process (নিয়োগ প্রক্রিয়া)
- 5 How to Apply for West Bengal Group C Recruitment 2022: (আবেদন প্রক্রিয়া)
- 6 West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): Qualification (যোগ্যতা)
- 7 West Bengal Group C Recruitment 2022: Interview Date and Time (ইন্টারভিউয়ের তারিখ এবং সময়)
- 8 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
- 9 FAQ:
West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): পশ্চিমবঙ্গ গ্রূপ সি নিয়োগ ২০২২
পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের অন্তর্গত ঝাড়গ্রাম জেলা শাসক অফিসে গ্রুপ-সি পদে (West Bengal Group C Recruitment 2022) নিয়োগ করা হতে চলেছে।এই নিয়োগে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? আবেদন ও নিয়োগ প্রক্রিয়া কি? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি।
West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): Vacancy Detail (পদের নাম)
পশ্চিমবঙ্গ সরকারের অধীনে ঝাড়গ্রাম জেলা শাসক অফিসে গ্রুপ-সি পদে নিয়োগ করা হবে।
West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): Age Limit (বয়স সীমা)
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনার বয়স অবশ্যই ০১.০৭.২০২২ তারিখ অনযায়ী ৬৫ বছরের মধ্যে হতে হবে।
West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): Selection Process (নিয়োগ প্রক্রিয়া)
এই পদে আবেদনকারী প্রার্থীদের কোনোরকম পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে।
How to Apply for West Bengal Group C Recruitment 2022: (আবেদন প্রক্রিয়া)
আমি যদি এই পদের জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্রের ফর্মটিকে ডাউনলোড (Download) করতে হবে। ফর্মটিকে প্রিন্ট আউট করে ভালো করে ফিল আপ করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের মেল আইডি তে মেল করতে পারেন। অথবা ফর্মটি ফিল আপ করে তার সঙ্গে আপনার সমস্ত ডকুমেন্ট সেলফ অ্যাটেস্টেড করে একটা খামে ভরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের দপ্তরে গিয়ে জমা দিয়ে আসতে হবে।
আবেদনপত্রের সঙ্গে যে কাগজপত্রগুলো আপনাকে জমা দিতে হবে তা হলো-
- আপনার শিক্ষাগত যোগ্যতার প্রমাণ পত্র এবং অভিজ্ঞতার প্রমাণপত্র
- আপনার জন্ম প্রমাণপত্র
- আপনার পরিচয়পত্র (আঁধার কার্ড/ভোটার কার্ড)
- আপনার বাসস্থানের প্রমাণপত্র
- আপনার কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy): Qualification (যোগ্যতা)
এই পদে কেবলমাত্র অবসপ্রাপ্ত সরকারি কর্মচারীরাই আবেদন করতে পারবে। অর্থাৎ আপনি যদি রিটায়ার্ড সরকারি প্রার্থী হন তাহলেই আপনি এই পদের জন্য আবেদন করতে পারবেন।
West Bengal Group C Recruitment 2022: Interview Date and Time (ইন্টারভিউয়ের তারিখ এবং সময়)
আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান তাহলে আপনাকে ২৫.০৭.২০২২ তারিখ দুপুর ঠিক ১২টার মধ্যে ঝাড়গ্রাম ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে পৌঁছে যেতে হবে।
আরও বিস্তারিত জানতে আপনাকে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে পড়তে অনুরোধ করছি।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)
🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉 | 🔥 যুক্ত হন |
Jhargram Job Vacancy 2022 Official Notice & Application Form Download |
আরও চাকরি আপডেট দেখুন 👇👇👇
🔥 Data Entry Operator Recruitment 2022
🔥 Accredited Social Health Activist Recruitment 2022
🔥 Bandhan Bank Recruitment 2022
🔥 Rupashree Prakalpa Recruitment 2022
FAQ:
Q: West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy)-তে ইন্টারভিউ এর তারিখ কত?
Ans: ২৫.০৭.২০২২ তারিখ দুপুর ১২টা। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy)-তে আবেদনের সর্বোচ্চ বয়স কত?
Ans: ৬৫ বছর। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)
Q: West Bengal Group C Recruitment 2022 (Jhargram Job Vacancy)-তে কি ধরনের কাজ হবে?
Ans: সম্পূর্ণ চুক্তভিত্তিক ভাবে। (আরও বিস্তারিত জানতে এই পুরো নিবন্ধটি পড়তে অনুরোধ করছি।)