১/৮: সরকারি চাকুরিজীবিদের (Government Employees) জন্য রয়েছে দারুন খবর! শীঘ্রই ছুটি পেতে চলেছেন সরকারি কর্মী। কবে ছুটি পাবেন জেনে নিন এখনই। চাকরিজীবীরা যেকোনো ছুটির (Holiday, Vacation) খবর পেলে অত্যন্ত আনন্দিত হয়ে ওঠেন।
২/৮: সরকারি প্রতিষ্ঠানে নিত্যদিনই কাজে যেতে হয় চাকুরিজীবিদের। তাই প্রত্যেকদিনের সেই রুটিন বদলের জন্য ছুটির প্রয়োজন হয়। তাই বছর শুরুতেই এই বছরের সরকারি ছুটির তালিকা এক নজরে দেখে নিন।
Special Holiday in West Bengal
৩/৮: কবে ছুটি রয়েছে তা জানা থাকলে আগাম কিছু পরিকল্পনা করা যায়। কোথাও ঘুরতে যাওয়া কিংবা বাড়িতে শান্তিতে কোনরকম কাজ করার জন্যে আগে থেকে ছুটি জানা থাকলে সুবিধা হয় সরকারি কর্মীদের (Govt.Employees Holiday)। তবে সব ছুটি সুখকর হয় না। আর বিভিন্ন সরকারী কর্মীরা এমনটি একটি ছুটি নিতে পারেন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PAN Card Scams: আপনার প্যান কার্ডে অন্য কেউ লোন নেয়নি তো? ঠকার আগে জেনে নিন এই ভাবে!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar PAN Linking: আগেই Aadhaar PAN লিঙ্ক করেছিলেন? আদৌ তা হয়েছে কি না; অনলাইনে এই ভাবে দেখে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 PAN Card Scams: আপনার প্যান কার্ডে অন্য কেউ লোন নেয়নি তো? ঠকার আগে জেনে নিন এই ভাবে!
৪/৮: চলতি ফেব্রুয়ারি মাসে সেইরকম এক ছুটি নিতে পারেন সরকারি কর্মীরা। রাজ্য সরকারের অর্থ দপ্তর ছুটি সম্পর্কিত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, ফেব্রুয়ারি মাসে সরকারি কর্মীরা একটি ছুটি (Holiday, Vacation) পেতে চলেছেন।
৫/৮: আগামী ২৭ ফেব্রুয়ারি সাগরদিঘি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন Assembly By-election থাকার কারণে সমস্ত সরকারি কর্মীরা ডিউটিতে যাচ্ছেন। ভোট গ্রহনের কারনে যদি আগামী ২৭ তারিখ অনেক রাত হয়ে যায়, তাহলে ২৮ ফেব্রুয়ারি তারা চাইলেই ছুটি নিতে পারবেন।
৬/৮: সরকারি কর্মীদের জন্য রাজ্য সরকার এই নতুন ছুটি ঘোষণা করেছে। যে সকল সরকারি কর্মচারীরা সাগরদিঘি উপনির্বাচনে ডিউটিতে থাকবেন, আগামী ২৮ তারিখ যদি তাদের কাজে আসতে অসুবিধা হয়, তাহলে তারা সেইদিন বিশেষ ছুটি Special Holiday পেতে পারেন। অর্থ দপ্তরের সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, উপনির্বাচনের আগের দিন রবিবার হওয়ার কারণে, সাগরদিঘি পৌঁছনোর জন্য যে ছুটি দেওয়া হয়, তা এবারে দেওয়া হয়নি।
৭/৮: আগামী ২৭ তারিখ উপনির্বাচনের কারণে যদি কর্মচারীরা পরের দিন অর্থাৎ আগামী ২৮ ফেব্রুয়ারি কাজে আসতে না পারেন, তাহলে সেদিন সেই কর্মী ছুটি নিতে পারবেন। তবে অনেকেই বুঝতে পারছিলেন না যে, সেদিন কারা ছুটি পাবেন এবং কিভাবে ছুটি পাবেন। তবে রাজ্য সরকার বিজ্ঞপ্তি প্রকাশ সেই বিষয়ে বিস্তারিতভাবে জানিয়ে দিয়েছে। কিন্তু সেইদিন মাধ্যমিকের জীবন বিজ্ঞান পরীক্ষার কারণে প্রত্যেকে ছুটি নিতে পারবেন কিনা সেই নিয়েও ধোঁয়াশা রয়েছে।
৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhar Pan Card Link: আধার-প্যান লিঙ্ক করার শেষ তারিখ কবে? কি কি ডকুমেন্টস লাগবে? এখনই জেনে নিন
👉 DA Update: অবশেষে বাড়ছে ডিএ! কোন স্তরের কর্মীরা কত টাকা বেশি পাবেন? এখনই জেনে নিন