West Bengal Primary Teacher Recruitment 2022: WB TET পরীক্ষা ছাড়াই প্রাইমারী স্কুলে শিক্ষক, গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগ!

West Bengal Primary Teacher Recruitment 2022, WB Primary Teacher Recruitment 2022, West Bengal Group C Recruitment, West Bengal Group D recruitment, প্রাইমারী শিক্ষক নিয়োগ ২০২২

পশ্চিমবঙ্গের চাকরিপ্রার্থীদের জন্য আবার বিরাট সুখবর! বিশেষ করে যারা স্কুলে শিক্ষকতা করতে চান। কোনো রকম টেট (WB TET) পরীক্ষা ছাড়াই রাজ্যের সরকারি প্রাইমারী স্কুলে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এর পাশাপাশি গ্রুপ-সি ও গ্রুপ-ডি পদেও নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে তাই আপনাকে এই নিবন্ধটি মন দিয়ে শেষ পর্যন্ত পড়তে অনুরোধ করছি

এছাড়াও বিভিন্ন  চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে

বিষয় তালিকা

West Bengal Primary Teacher Recruitment 2022: প্রাইমারি স্কুলে শিক্ষক, গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগ

পশ্চিমবঙ্গের প্রাইমারী স্কুলে এবং গ্রুপ-সি, ও গ্রুপ-ডি পদে কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই নিয়োগ হতে চলছে। পুরুষ-মহিলা নির্বিশেষে পশ্চিমবঙ্গের সকল যোগ্য প্রার্থীরাই এই পদগুলির জন্য আবেদন করতে পারবেন। এই পগুলিতে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা কি? বয়সসীমা কত? নিয়োগ প্রক্রিয়া কি? আবেদন করবেন কি ভাবে ? ইত্যাদি বিষয়ে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তাই আবেদন করার আগে আপনাকে এই নিবন্ধটি শেষ পর্যন্ত ধ্যান দিয়ে পড়তে অনুরোধ করছি

West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): Vacancy Details (পদের নাম)

যে সব পদের জন্য নিয়োগ করা হবে সেগুলি হলো- স্কুলের প্রাইমারি শিক্ষক, সহকারি শিক্ষক ও কিছু নন টিচিং স্টাফ যেমন গ্রুপ সিগ্রুপ ডি

West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): Educational Qualification (শিক্ষাগত যোগ্যতা)

শিক্ষক পদে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং গ্রুপ সি পদে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীদের মাধ্যমিক পাসগ্রুপ ডি পদে চাকরি করতে হলে চাকরিপ্রার্থীকে অষ্টম শ্রেণী পাস হতে হবে। এছাড়া আরও বিস্তারিত তথ্য জানতে আপনাকে অফিসিয়াল নোটিফিকেশনটি পড়তে অনুরোধ করছি। অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে

আরও পড়ুন 👇

🔥 Axis Bank Recruitment 2022: উচ্চমাধ্যমিক পাশে এক্সিস ব্যাংক-এ নিয়োগ ২০২২ চলছে!

🔥 দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে পশ্চিমবঙ্গে প্রাইমারি স্কুলে শিক্ষক ও গ্রুপ ডি নিয়োগ নিয়োগ: West Bengal Primary Teacher & Geoup-D Recruitment

🔥 পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ও স্কুলে ‘মিড-ডে-মিল’ প্রকল্পের ‘গ্রুপ-সি’ পদে (Assistant Accountant and Accountant) নিয়োগ!: West Bengal Mid Day Meal Recruitment 2022

🔥 পশ্চিমবঙ্গে জেলার বিডিও অফিসে ‘গ্রুপ-সি’ পদে কর্মী নিয়োগ ২০২২ | WB Group-C Assistant Accountant Recruitment 2022

🔥 Indian Bank Recruitment 2022: ৬৩,০০০ টাকা বেতনে ইন্ডিয়ান ব্যাঙ্কে চাকরির সুযোগ

How to Apply for West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): আবেদন পদ্ধতি

এই পদগুলির জন্য যে সমস্ত চাকরিপ্রার্থী চাকরি করতে ইচ্ছুক তাদের আগে থেকে কোনরকম আবেদন করতে হবে না। ইন্টারভিউয়ের দিনে নিচের দেওয়া ইন্টারভিউয়ের তারিখে সরাসরি উপস্থিত হয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যেতে পারেন।

How to Apply for West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): Recruitment Process (নিয়োগ প্রক্রিয়া)

এখানে চাকরিপ্রার্থীদের আগে থেকে কোনরকম লিখিত পরীক্ষা দিতে হবে না, সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে এখানে এই পদ্গুলিতে চাকরিপ্রার্থীদের নিয়োগ করা হবে। চাকরি প্রার্থীরা সরাসরি ইন্টারভিউয়ের দিন ইন্টারভিউ স্থানে পৌঁছে গিয়ে ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়ে যেতে পারেন।

West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): ইন্টারভিউয়ের দিন যে সমস্ত ডকুমেন্টস নিয়ে যেতে হবে

চাকরিপ্রার্থীরা ইন্টারভিউয়ের দিন নিম্নে উল্লেখিত ডকুমেন্টসগুলোর আসল ও জেরক্স কপি সাথে করে নিয়ে যেতে হবে। ডকুমেন্টসগুলি হলো-

(১) সমস্ত শিক্ষাগত যোগ্যতা ডকুমেন্টস

(২) বয়সের প্রমাণপত্র

(৩) কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)

(৪) আধার কার্ড অথবা ভোটার কার্ড

(৫) পাসপোর্ট সাইজের ফটোকপি

(৬) PPO

(৭)বায়ো ডাটা

West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): Salary (বেতন)

এই পদ্গুলিতে চাকরিরত কর্মীদের রোপা পে ২০১৯ অনুযায়ী পশ্চিমবঙ্গে যে সরকারি বেতন কাঠামো রয়েছে সেই অনুপাতে প্রতি মাসে বেতন দেওয়া হবে।

West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): Age Limit (বয়সসীমা)

এখানে আবেদন করতে হলে আবেদনকারীদের বয়সসীমা ৬৪ বছরের কম হতে হবে।

West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): ইন্টারভিউয়ের স্থান

প্রত্যেকটি স্কুলের জন্য ইন্টারভিউ স্থান আলাদা আলাদা রয়েছে। যে সমস্ত স্কুলে নিয়োগ করা হবে সেই সমস্ত স্কুলের অধীনে যেসব সাব ডিভিশন রয়েছে সেই সাব-ডিভিশনাল অফিসে চাকরি প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। অফিশিয়াল নোটিফিকেশন থেকে আপনাকে দেখে নিতে অনুরোধ করছি যে, যেসব স্কুলের নিয়োগ করা হবে, সেই সব স্কুলের সাব ডিভিশন কোথায় কোথায় রয়েছে।

west bengal primary teacher recruitment 2022

West Bengal Primary Teacher Recruitment 2022 (Group C, Group D): ইন্টারভিউয়ের তারিখ

এখানে মোট তিনটি তারিখে আলাদা আলাদা সাব ডিভিশনের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দিন ইন্টারভিউ হবে ১৬/০৬/২০২২ তারিখে, দ্বিতীয় দিন ইন্টারভিউ হবে ১৭/০৬/২০২২ তারিখে, তৃতীয় দিন ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০/০৬/২০২২ তারিখে।

👉 নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরিসরকারি প্রকল্পশিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমূহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Official Notice Linkএখানে দেখুন
Official Website Linkএখানে দেখুন

আরও পড়ুন 👇

🔥 BSK Recruitment 2022: পরীক্ষা ছাড়াই বাংলা সহায়তা কেন্দ্রে কর্মী নিয়োগ ২০২২!

🔥 West Bengal Police Recruitment 2022 (Constable): পশ্চিমবঙ্গ পুলিশে কনস্টেবল পদে প্রচুর নিয়োগ

🔥 Kalyani AIIMS Recruitment 2022: ৪৩,৯০০ টাকা বেতনে কল্যাণী এইমস-এ ‘গ্রুপ-সি’ পদে কর্মী নিয়োগ 

🔥 Staff Selection Commission Recruitment 2022: মাধ্যমিক পাশেই ২০০০-এর বেশি পদে রেলে চাকরির সুযোগ!

🔥 Indian Air Force Recruitment 2022 (Indian Air Force Group C Recruitment 2022): উচ্চমাধ্যমিক পাসে ভারতীয় বায়ু সেনায় লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ ২০২২

🔥 Indian Coast Guard Recruitment 2022: ভারতীয় কোস্ট গার্ড-এ মাধ্যমিক পাশেই গ্রুপ সি পদে কর্মী

FAQ

Q: West Bengal Primary Teacher Recruitment 2022: প্রাইমারি স্কুলে শিক্ষক, গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগের শেষ তারিখ কবে?

Ans: মোট তিনটি তারিখে আলাদা আলাদা সাব ডিভিশনের ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে। প্রথম দিন ইন্টারভিউ হবে ১৬/০৬/২০২২ তারিখে, দ্বিতীয় দিন ইন্টারভিউ হবে ১৭/০৬/২০২২ তারিখে, তৃতীয় দিন ইন্টারভিউ প্রক্রিয়া সম্পন্ন হবে ২০/০৬/২০২২ তারিখে।

Q: West Bengal Primary Teacher Recruitment 2022: প্রাইমারি স্কুলে শিক্ষক, গ্রুপ-সি, গ্রুপ-ডি নিয়োগের আবেদনের জন্য বয়সসীমা কত?

Ans: ৬৪ বছরের কম হতে হবে।

Q: West Bengal Primary Teacher Recruitment 2022: প্রাইমারি স্কুলে শিক্ষক, গ্রুপ-সি, গ্রুপ-ডি পদে নিয়োগ প্রক্রিয়া কি?

Ans: সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

Leave a Comment