West Bengal Scholarship 2022: মাসে ৫ হাজার টাকার স্কলারশিপ রাজ্যের পড়ুয়াদের! শেষ তারিখ কবে? কীভাবে আবেদন?

West Bengal Scholarship 2022, Swami Vivekananda Scholarship, Swami Vivekananda Scholarship Apply Online, State Govt Scholarship 2022, State Government Scholarship, Latest Scholarships in West Bengal

ইতিমধ্যেই রাজ্য সরকার রাজ্যের মেধাবী পড়ুয়াদের জন্য নানা স্কলারশিপের ব্যবস্থা করেছে। তারই মধ্যে উল্লেখযোগ্য এই স্কলারশিপ হলো- স্বামী বিবেকানন্দ স্কলারশিপ (Swami Vivekananda Scholarship), যা বিকাশ ভবন স্কলারশিপ নামেও সুপরিচিত। রাজ্যের মেধাবী পড়ুয়াদের এই স্কলারশিপটি প্রতি বছর দেওয়া হয়ে থাকে। এই স্কলারশিপটি পুনর্নবীকরণ করতে পারবেন। যে সমস্ত ছাত্রছাত্রী এই স্কলারশিপটি পুনর্নবীকরণ করতে চান তারা তাড়াতাড়ি করে ফেলুন।

এই স্কলারশিপ কারা পাবেন?

এই স্কলারশিপটি রাজ্য সরকার রাজ্যের সংখ্যালঘু পড়ুয়াদের জন্য দিচ্ছে। রাজ্যের প্রথম থেকে দশম শ্রেণি এবং একাদশ থেকে পিএইচডি পড়ুয়াদের জন্য এই স্কলারশিপ। যে সমস্ত পড়ুয়া ২০২১-২২ শিক্ষাবর্ষে মেরিট কাম মিনস এবং অন্যান্য স্কলারশিপ স্কিমের জন্য স্কলারশিপ পাচ্ছেন তারাই পুনর্নবীকরণ করতে পারবেন।

কত টাকা বৃত্তি দেওয়া হবে?

রাজ্যের ছাত্রছাত্রীদের প্রত্যেক মাসে ১,০০০-৫,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ প্রদান করা হবে। এই স্কলারশিপ দেওয়া হবে শ্রেণি বিশেষে।

পুনর্নবীকরণ করার শেষ তারিখ কবে?

পুনর্নবীকরণের জন্য অফিসিয়াল পোর্টাল খুলেছে গত ১৫ অগাস্ট ২০২২ তারিখ এবং আগামী ৩১ অক্টোবর ২০২২ তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন।

কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা-

১) এই স্কলারশিপ কেবলমাত্র পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরাই পাবেন।

২) রাজ্যের অধীনেই শিক্ষাপ্রতিষ্ঠান হতে হবে।

৩) প্রথম শ্রেণী ব্যতীত পূর্ববর্তী পরীক্ষায় ৫০% নম্বর পেতে হবে।

৪) আবেদনকারীর পরিবারের বার্ষিক আয় প্রি এবং পোস্ট ম্যাট্রিকের জন্য ২ লক্ষ টাকা এবং মেরিট কাম মিনসের জন্য ২.৫ লক্ষ টাকা হতে হবে।

৫) স্কলারশিপে রেজিস্টারের জন্য যেকোনো নম্বর ব্যবহার করা যাবে।

৬) প্রি-ম্যাট্রিকের জন্য অভিভাবকের ব্যাংক অ্যাকাউন্ট এবং অন্যান্যদের জন্য নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে।

৭) যে কোনো একটি স্কলারশিপের জন্য আবেদন করা যাবে।

৮) আবেদনের জন্য আধার কার্ড আবশ্যক।

৯) এই স্কলারশিপে আবেদনের জন বাংলা শিক্ষার ইউনিক আইডি আবশ্যক।

১০) আবেদনের জন্য আবেদনকারী পড়ুয়াদের নিজস্ব প্রতিষ্ঠানের আবেদনপত্রের প্রিন্ট কপি এবং ব্যাঙ্কের তথ্য আবশ্যক। এছাড়াও ব্যাংক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি নম্বর থাকতে হবে।

এই স্কলারশিপ সম্বন্ধে আরও বিষদে জানতে অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbmdfc.org/Home/scholarship-এ গিয়ে দেখতে পারেন।

West Bengal Scholarship 2022

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন
Swami Vivekananda Scholarship Official Website এখানে দেখুন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Oasis Scholarship 2022-23 

🔥 Tata Scholarship 2022

🔥 Vidyasaarthi Scholarship 2022

🔥 HDFC Scholarship 2022

🔥 Nabanna Scholarship 2022 | Uttarkanya Scholarship

🔥 Scholarship 2022 West Bengal

Leave a Comment