Group D: গ্রুপ ডি-র শূন্যপদে নিয়োগের জন্য ফের তালিকা প্রকাশ SSC-র!

১/১১: SSC জানিয়েছে যে, ওয়েটিং লিস্টে অযোগ্য চাকরিপ্রার্থী থাকার সম্ভবনা রয়েছে।

২/১১: হাইকোর্টের (Calcutta High Court) নির্দেশ অনুযায়ী ১৯১১ জন শিক্ষা কর্মীর চাকরি বাতিল করা হয়েছে। শূন্যপদে নিয়োগ করার জন্য এসএসসি (West Bengal School Service Commission) পুনরায় তালিকা প্রকাশ করেছে। ১৯১১ টি শূন্যপদে নিয়োগ করার জন্য প্রকাশ করা হয়েছে ১৪৪ জনের নামের তালিকা

৩/১১: তবে ওয়েটিং লিস্টের তালিকাও চূড়ান্ত তালিকা নয়। এই তালিকাও পরিবর্তিত হতে পারে। SSC জানিয়েছে যে, ওয়েটিং লিস্টে অযোগ্য চাকরিপ্রার্থী থাকার সম্ভবনা রয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 School Teachers: শিক্ষক বদলির নয়া বিজ্ঞপ্তি দিল শিক্ষা দফতর! হাই কোর্টের মন্তব্যের পরই সামনে এল নোটিস

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Big News: উত্তর না দিলেও Primary TET-এর এই ৪ প্রশ্নের পুরো নম্বর পাবেন! জেনে নিন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary TET: এই সময়ে হবে ফের প্রাথমিক টেট পরীক্ষা! কিন্তু নিয়োগ কবে? সভাপতি কি বললেন? জানুন @wbbpe.org notice

৪/১১: ২০১৬ সালের OMR শিট দুর্নীতির মামলায় হাইকোর্টের নির্দেশে মাত্র ৭ মিনিটের মধ্যে ১৯১১ জন গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিল হয়েছে। এই সমস্ত অযোগ্য প্রার্থীদের হাইকোর্ট বেতন বন্ধ করারও নির্দেশ দিয়েছে। তাঁরা স্কুলেও প্রবেশ করতে পারবেন না। এমনকি বিচারপতি কড়া নির্দেশ দিয়েছেন যে, দেশের কোনো সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় এই সমস্ত অযোগ্য প্রার্থীরা অংশগ্রহণ করতে পারবেন না

৫/১১: আদালতের অনুমতি ছাড়া এই সমস্ত প্রার্থীর পুলিশ ভেরিফিকেশন করা যাবে না। বিচারপতি আরও নির্দেশ দিয়েছেন যে, CBI এই ১৯১১ জনকে এই নিয়োগ দুর্নীতি তদন্তে জিজ্ঞাসাবাদ করবে। যদি কেউ অসহযোগিতা করে, তাহলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাঁদেরকে হেফাজতেও নিতে পারে।

৬/১১: স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার সেই দিনই বলেছিলেন যে, “আমরা ১৯১১ জনের সুপারিশ বাতিল করলাম। খুব শিগগির তালিকা আপলোড করব, পরবর্তী ধাপে, যাঁদের নেওয়া হবে, তাঁদের কাউন্সেলিংয়ের তালিকা আপলোড করব। এই কাজের জন্য আমাদের ৩ সপ্তাহ সময় দিয়েছেন।”

৭/১১: এজলাসে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ওইদিনই মন্তব্য করেছিলেন যে, “আদালত অপেক্ষা করতে পারবে না, কারণ প্রচুর দালাল অপেক্ষা করছে নিয়োগপ্রক্রিয়া হস্তক্ষেপ করার জন্য।”

৮/১১: অপরদিকে, গ্রুপ ডি নিয়োগ মামলার তদন্তে, আদালতে CBI-এর পেশ করা রিপোর্ট দেখে চক্ষু চরকগাছ হয়ে যায়। সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে, মেধাতালিকায় প্রথম যে দশজন রয়েছে তাদের প্রত্যেকের প্রাপ্ত নম্বর শূন্য। অর্থাৎ মেধাতালিকার বাইরে যাঁদের থাকার কথা, তাঁরাই কিনা রয়েছে মেধাতালিকার শীর্ষে।

৯/১১: গাজিয়াবাদে OMR শিট মূল্যায়নকারী সংস্থার অফিস থেকে যে হার্ডডিস্ক উদ্ধার হয়েছে, সেখানে যে তথ্য পাওয়া গেছে সেই তথ্য অনুযায়ী, সাদা খাতা জমা দিয়েছেন প্রত্যেকেCBI-এর দাবি, মেধাতালিকায় প্রথম যে দশজন প্রার্থী রয়েছেন, তাঁরা রোল নম্বর, ভেনু কোড এবং বুকলেট সিরিয়াল ছাড়া ওমর শিটের আর কোনো জায়গায় কালির দাগও কাটেনি! উত্তর দেওয়ার সম্পূর্ণ অংশটাই ফাঁকা!

West Bengal School Service Commission has published the list again for the recruitment of Group D vacancies

১০/১১: CBI-এর দাবি, OMR শিট মূল্যায়নকারী সংস্থার সার্ভারে এই দুর্নীতির জাদুবলে শূন্য পাওয়া। এসএসসির সার্ভারে এই সমস্ত প্রার্থীদের নম্বর বেড়ে ৪৩ হয়ে গেছে! এই আবহে যে সমস্ত প্রার্থীরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাঁরা অযোগ্য প্রার্থীদের চাকরি হারানো এবং যোগ্য প্রার্থীদের নিয়োগের খবরে আশায় বুক পাচ্ছেন।

১১/১১: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar PAN Linking: আগেই Aadhaar PAN লিঙ্ক করেছিলেন? আদৌ তা হয়েছে কি না; অনলাইনে এই ভাবে দেখে নিন

👉 Justice Abhijit Gangopadhyay in Book Fair: ‘নিশ্চয়ই বই লিখব, নিয়োগ দুর্নীতির কথাও সেখানে থাকবে’, বইমেলায় মন্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

👉 Karma sathi Prakalpa: বেকারদের ২ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার কর্মসাথী প্রকল্পের মাধ্যমে! কি ভাবে আবেদন করবেন? জানুন

👉 Aadhar Pan Card Link: আধার-প্যান লিঙ্ক করার শেষ তারিখ কবে? কি কি ডকুমেন্টস লাগবে? এখনই জেনে নিন

👉 Jio-র ১৪১ টাকার ৩ মাসের জব্বর প্ল্যান! বিপুল ডেটা, আনলিমিটেড কলিং সহ অফারের সমাহার! জেনে নিন প্ল্যানটি

Leave a Comment