দ্রুত বিশেষ শিক্ষক নিয়োগের দাবি জানালো NASERPP WB | Special Education Teacher Recruitment

দ্রুত বিশেষ  শিক্ষক নিয়োগের (Special education teacher recruitment) দাবি নিয়ে একটি সভা অনুষ্ঠিত হলো NASERPP WB-এর পক্ষ থেকে।

special education teacher recruitment

বিশেষ শিক্ষা কি? (What is special education?)

বিশেষ শিক্ষা, যাকে বিশেষ চাহিদার শিক্ষাও বলা হয়। এই শিক্ষাব্যবস্থায় এমন সব শিশুদের শিক্ষা দেওয়া হয় যারা সামাজিক, মানসিক বা শারীরিকগতভাবে স্বাভাবিক শিশুদের থেকে এমনই  আলাদা যে তাদের জন্য বিশেষ স্কুল ও শিক্ষাব্যবস্থার প্রয়োজন হয়।

বিশেষ শিক্ষা  সংবেদনশীল, আচরণগত, বা জ্ঞানীয় প্রতিবন্ধকতা বা বুদ্ধিবৃত্তিক, শ্রবণ, দৃষ্টি, বলা বা শেখার অক্ষমতা সহ অর্থোপেডিক বা স্নায়বিক প্রতিবন্ধকতা সহ শিশুদের সেবা করে।

ভারতবর্ষে বিশেষ শিক্ষা (Special education in India)

বহু আন্তর্জাতিক স্কুল বিশেষ চাহিদা এবং শেখার অসুবিধা যেমন ডিসলেক্সিয়া, মনোযোগ ঘাটতি ব্যাধি, মনোযোগ ঘাটতি হাইপারঅ্যাকটিভিটি ডিসঅর্ডার এবং জ্ঞানীয় অক্ষমতা সহ শিশুদের চাহিদা পূরণ করে। এই শিশুদের মূলধারার স্কুল পরিবেশে একীভূত করার প্রচেষ্টা করা হয়।

ভারতের প্রতিবন্ধী আইন (১৯৯৫)-এর অধীনে, প্রতিবন্ধী শিশুদের ১৪ বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে। অন্যান্য অধিকারের মধ্যে রয়েছে পরিবহন, বৃত্তি, এবং বিনামূল্যে ইউনিফর্ম, বই এবং শিক্ষার উপকরণের মতো বিধান। বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের উপানুষ্ঠানিক শিক্ষা এবং বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদানকারী বিশেষ বিদ্যালয়ে প্রবেশাধিকার রয়েছে।

এগুলিতে প্রবেশ পেতে গেলে একটি “অক্ষমতা শংসাপত্র” প্রয়োজন৷ এগুলি প্রতিবন্ধী কমিশনারের কার্যালয় দ্বারা জারি করা হয় এবং যেকোনো সরকারি হাসপাতাল থেকে পাওয়া যেতে পারে। ভারতে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের জন্য ২,৫০০ টিরও বেশি স্কুল রয়েছে। কিছু সরকার দ্বারা পরিচালিত বা সমর্থিত, আবার অনেকগুলি নিবন্ধিত এনজিও বা বেসরকারি প্রতিষ্ঠান। ভারতে বসবাসকারী শিশুরা এই স্কুলগুলিতে আবেদন করতে পারে।

বিশেষ শিক্ষক নিয়োগের দাবি জানালো NASERPP WB |  Special Education Teacher Recruitmen education

আজ (১৯ শে  নভেম্বর,  ২০২১) NASERPP WB-এর পক্ষ থেকে দিনহাটা বোর্ডিং পড়ার মাঠে বিশেষ শিক্ষক নিয়োগের (Special education teacher recruitment) দাবিতে একটি সভা অনুষ্ঠিত হয়।

আজকের সাভায় উপস্থিত ছিলেন NASERPP উত্তরবঙ্গের ইনচার্জ ও সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব তাপস বর্মন, কোচবিহার জেলা NASERPP সংগঠনের সভাপতি রজত কর্মকার সহ জেলা কমিটির সকল সদস্যরা।

সভার আলোচ্য বিষয় (The topic of the meeting)

১) Commissioner of disability ও অন্যান্য আধিকারিক দপ্তরে চিঠি  দিতে হবে।

২) ৪০ বছরের বেশি বয়স যুক্ত স্পেশাল এডুকেটর -এর নথি প্রস্তুত করে সিডি বানাতে হবে।

৩) সুপ্রিম কোর্টের নির্দেশকে মান্যতা দিয়ে অবিলম্বে রাজ্য সরকারকে বিশেষ শিক্ষক (Special educatior) নিয়োগ করতে হবে।

জিজ্ঞাসা (FAQ for special education teacher recruitment)

Q : বিশেষ শিক্ষা কি? (What is special education?)

Ans : বিশেষ শিক্ষা, যাকে বিশেষ চাহিদার শিক্ষও বলা হয়। এই শিক্ষাব্যবস্থায় এমন সব শিশুদের শিক্ষা দেওয়া হয় যারা সামাজিক, মানসিক বা শারীরিকগতভাবে স্বাভাবিক শিশুদের থেকে এমনই  আলাদা যে তাদের জন্য বিশেষ স্কুল ও শিক্ষাব্যবস্থার প্রয়োজন হয়।

Q : ভারতের প্রতিবন্ধী আইনে (১৯৯৫) বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের কত বছর বয়স পর্যন্ত বিনামূল্যে শিক্ষার অধিকার রয়েছে?

Ans : ১৪ বছর।

Q : দ্রুত বিশেষ শিক্ষক নিয়োগের দাবি  কারা জানালো? (Who demanded the appointment of special education teacher recruitment?)

Ans : দিনহাটায় NASERPP ।

Leave a Comment