TET Interview: টেটের ইন্টারভিউয়ে কি কি প্রশ্ন আসতে পারে? জেনে নিন এক ক্লিকেই!

১/৭: পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের (West Bengal Board of Primary Education) তরফে ২০২২ সালে ডিসেম্বর মাসে টেট পরীক্ষা নেওয়া হয়েছিল। ইতিমধ্যেই তার রেজাল্ট প্রকাশ (Primary TET Result) পেয়েছে।

২/৭: পর্ষদ (WBBPE) আরও জানিয়েছে যে, যে সমস্ত টেট পরীক্ষার্থীদের ইন্টারভিউ (Primary TET Interview) এবং নিয়োগের প্রক্রিয়া বর্তমানে কার্যকর করা হয়েছে, তাদের নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর যে সমস্ত প্রার্থীরা ২০২২ সালের ডিসেম্বর মাসে টেট পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন তাদের ইন্টারভিউ এবং নিয়োগ প্রক্রিয়া কার্যকর করা হবে। আর এতেই চাকরিপ্রার্থীদের মধ্যে প্রশ্ন উঠছে যে, কিভাবে ইন্টারভিউয়ের (TET Interview) জন্য প্রস্তুতি নেওয়া সম্ভব, ইন্টারভিউ তে কোন কোন বিষয় ভিত্তিক প্রশ্ন করা হবে।

৩/৭: ২০২২ সালের ডিসেম্বর মাসের টেট পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের কবে ইন্টারভিউ (TET Interview) নেওয়া হবে তা এখনো পর্ষদ ঘোষণা করেনি। তাই বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে যে, ইন্টারভিউয়ের প্রস্তুতি নেওয়ার জন্য পরীক্ষার্থীদের হাতে যথেষ্ট সময় রয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Train Ticket: ট্রেনে চড়েন? এবার থেকে দালাল ছাড়াই ঘরে বসে এইভাবে পাবেন কনফার্ম টিকিট! জেনে নিন পদ্ধতি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 SSC Scam: দেশ ছেড়ে পালানোর আশঙ্কা! মানিকপুত্র সৌভিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস ইডির!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary Interview Date: প্রাথমিকের ইন্টারভিউ সংক্রান্ত এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি দিল প্রাথমিক শিক্ষা পর্ষদ! দেখে নিন

৪/৭: প্রসঙ্গত, টেট উত্তীর্ণ পরীক্ষার্থীদের জেলাভিত্তিক ইন্টারভিউতে প্রথমে পরীক্ষার্থীদের সমস্ত ডকুমেন্ট ভেরিফিকেশন করা হবে। এরপর সেই সমস্ত প্রার্থীদের একটি কুপন দেওয়া হবে। চাকরিপ্রার্থীদের সেই কুপন অনুযায়ী নির্দিষ্ট টেবিলে গিয়ে ইন্টারভিউ দিতে হবে।

৫/৭: ইন্টারভিউ দেওয়ার জন্য আপনার নিজস্ব জেলা সম্পর্কে, কি বিষয় নিয়ে আপনি স্নাতক স্তরে পড়াশোনা করেছেন সেই সম্পর্কে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক। এছাড়াও শিশু মনস্তত্ত্ব এবং পেডাগোজি সম্পর্কেও আপনার জ্ঞান থাকতে হবে। ভারতে প্রচলিত বিভিন্ন ধরনের শিক্ষা ব্যবস্থা সম্পর্কেও আপনার বিষয়ভিত্তিক জ্ঞান থাকা প্রয়োজন।

প্রাথমিকের ইন্টারভিউ তে যে সমস্ত প্রশ্নগুলি পরীক্ষার্থীদের করা হয়ে থাকে সেগুলি হলো-

৬/৭:  (১) কেনো আপনি শিক্ষকতায় আসতে চান?

(২) আমরা কেনো আপনাকেই নির্বাচন করবো?

(৩) অন্য প্রার্থীদের তুলনায় আপনি নিজেকে কতটা দক্ষ মনে করেন?

(৪) যে পদের জন্য আপনাকে নিয়োগ করা হবে সত্যিই কি আপনি তার উপযুক্ত? কি মনে হয় আপনার?

What questions can come in wb primary tet interview?

(৫) আপনার মধ্যে কতটা আত্মবিশ্বাস রয়েছে?

(৬) অন্যদের সামনে নিজেকে আপনি কতটা নিপুণভাবে তুলে ধরতে পারেন?

(৭) অন্যদের তুলনায় আপনি আপনার শিক্ষাপ্রতিষ্ঠানকে কতটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন?

(৮) আপনি যে একজন ভালো প্রার্থী তার প্রমাণ কি?

৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhaar Card: আধার কার্ড আছে আপনার? বাড়িতে বসেই এই ভাবে কার্ডের সব সমস্যার সমাধান করুন!

👉 বাংলায় আবাস যোজনা থেকে বাদ পড়লেন লক্ষাধিক মানুষ! আপনার নাম নেই তো সেই তালিকায়?

👉 Public Provident Fund: মাত্র কয়েক বছর টাকা জমিয়ে পেয়ে যান ১ কোটি টাকা রিটার্ন! কি ভাবে? জেনে নিন

👉 Bank Holiday: আগামী ১৪ দিনের মধ্যে ৭ দিন সব ব্যাঙ্ক বন্ধ থাকবে! কোন কোন তারিখে বন্ধ? জেনে নিন এক ক্লিকেই

👉 Jio ধামাকা অফার! মাত্র ৯১ টাকার প্ল্যানে ৩ GB ডেটা, আনলিমিটেড কলিং সহ ২৮ দিনের বৈধতা! দেখে নিন প্ল্যানটি

Leave a Comment