7th Pay Commission DA: কবে সরকারি কর্মীদের DA দেওয়া হবে? বড় আপডেট! মুখ খুলল রাজ্য!

১/৯: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীরা দীর্ঘদিন ধরে কেন্দ্রীয় সরকারি হারে মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলন করে আসছেন। আন্দোলনের পাশাপাশি কর্মবিরতি, বিক্ষোভ তো রয়েইছে। সর্বভারতীয় মূল্যসূচক অনুযায়ী, সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় কর্মচারীরা ৪২% মহার্ঘ ভাতা (DA) পান।

২/৯: গতকাল অর্থাৎ শুক্রবার এই বিষয়ে নবান্নে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। রাজ্য সরকারি কর্মীরা জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মীদের কবে মহার্ঘ ভাতা (DA) দেওয়া হবে, গত শুক্রবারের সেই বৈঠকে সেই বিষয়েও আলোচনা হয়েছে। রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চের নেতারা এও জানিয়েছেন যে, রাজ্য সরকার যা জানিয়েছে তা অত্যন্ত নেতিবাচক

৩/৯: রাজ্য সরকারের সাথে গত শুক্রবার নবান্নে বৈঠক হওয়ার পর সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন যে, ‘আমাদের পক্ষে ইতিবাচক দিক একটাই। আমাদের যে দাবি-দাওয়া ছিল, সেগুলি আমরা চুপচাপ বসিয়ে (আমলাদের) শুনিয়েছি । যে ভাষায় আমরা মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিই। সেই ভাষাতেই আমরা বলেছি।’

🔥 আরও পড়ুন:

👉 6th Pay Commission DA: DA নিয়ে এই বড় ‘সুখবর’ দিল রাজ্য সরকার! আরোপ হল এই বিশেষ শর্তও, জেনেন নিন এখনই

🔥 আরও পড়ুন:

👉 অকেজো হতে চলেছে ডিজিটাল রেশন কার্ড! আজই এই কাজ করুন রেশন সামগ্রী পাওয়া সচল রাখতে।

🔥 আরও পড়ুন:

👉 DA News: কেন্দ্রীয় হারেই DA পেলেন রাজ্য সরকারের এই কর্মচারীরা! বিজ্ঞপ্তি প্রকাশ! চালু হবে কবে থেকে? জেনে নিন

৪/৯: তিনি আরও বলেন যে, ‘যদিও উনি (রাজ্যের মুখ্যসচিব) বলেছেন যে ডিএয়ের ক্ষেত্রে ওঁনাদের জন্য যখন সংস্থান হবে, তখন দেবেন। আমরা পরিষ্কার জানিয়েছে যে এই রাজ্যের শিক্ষক-কর্মচারীরা কারও ভিক্ষার আশা রাখেন না। তাঁরা তাঁদের অধিকার অর্জন করে ছাড়বেন।’

৫/৯: সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এও বলেন যে, ‘সরকার যখন আমাদের বলল যে অর্থের সংকট চলছে, তখন আমরা স্পষ্টভাবে জিজ্ঞাসা করি যে অর্থ কমিশনের মাধ্যমে প্রাপ্য টাকা পাওয়া কি বাকি আছে? তখন ওঁনারা (রাজ্যের মুখ্যসচিন, অর্থসচিব-সহ আমলারা) জানান যে অর্থ কমিশনের সমস্ত টাকা পেয়েছেন। তারপরও কর্মচারীদের বকেয়া ভাতার বিষয়ে উনি কোনও সদুত্তর দিতে পারেননি।’

৬/৯: তিনি আরও বলেন যে, ‘সরকার যখন আমাদের বলল যে অর্থের সংকট চলছে, তখন আমরা স্পষ্টভাবে জিজ্ঞাসা করি যে অর্থ কমিশনের মাধ্যমে প্রাপ্য টাকা পাওয়া কি বাকি আছে? তখন ওঁনারা (রাজ্যের মুখ্যসচিন, অর্থসচিব-সহ আমলারা) জানান যে অর্থ কমিশনের সমস্ত টাকা পেয়েছেন। তারপরও কর্মচারীদের বকেয়া ভাতার বিষয়ে উনি কোনও সদুত্তর দিতে পারেননি।’

When government employees will be given DA Big update

৭/৯: ভাস্কর ঘোষ আরও বলেছেন যে, ‘উনি (মুখ্যসচিব) বলেছেন, আমাদের কাছে অর্থের সংস্থান হলে আমরা আপনাদের মহার্ঘ ভাতা মিটিয়ে দেওয়ার চেষ্টা করব। এটা আমাদেরও খারাপ লাগে। তখন আমরা বলেছি যে এই রাজ্যের অভিভাবকরা, এই বৈঠকে উপস্থিত আমলারা ৪২ শতাংশ হারে ডিএ পান। সেখানে ছয় শতাংশ হারে ডিএ পান রাজ্য সরকারি কর্মচারীরা। অথচ তাঁরা একই বাজার থেকে কেনাকাটি করেন। একই মূল্যবৃদ্ধির প্রভাব তাঁদের উপর পড়ে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে উনি বলেছেন যে আমাদের খারাপ লাগে। কিন্তু আমাদের কিছু করার নেই।’

৮/৯: রাজ্য সরকারি কর্মীরা বকেয়া ডিএ এবং কেন্দ্রীয় হারের ডিএ-এর দাবিতে গত ৩ মাস ধরে আন্দোলন করে যাচ্ছেন। ডিএ জট কাটানোর জন্য গত ১৭ এপ্রিল হাইকোর্ট নির্দেশ দিয়েছিল যে, রাজ্য সরকারি কর্মীদের সাথে ১০ দিনের মধ্যে বৈঠকে বসতে হবে। হাইকোর্টে নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের সাথে রাজ্য সরকারের আমলারা গত শুক্রবার বৈঠকে বসেন।

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন 👉👉🔥 যুক্ত হন

🔥 আরও পড়ুন:

👉 Pan Aadhaar link: এই বিরাট পরিবর্তন আনা হলো প্যান-আধার কার্ড লিংক -এর নিয়মে! বিপদে পড়বার আগে জানুন

👉 Business Idea: সেরা এই ১৬টি ব্যাবসার আইডিয়া, মহিলারা যা থেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন | 16 Best Business Ideas For Women

👉 NBU Non Teaching Staff Recruitment 2023

👉 Post Office Saving Schemes: ৩২ লাখ টাকা পান মাত্র ২০০ টাকা বিনিয়োগেই, পোস্ট অফিসের এই স্কিমটি জেনে নিন

👉 PAN Card: সবার প্যান কার্ডে লেখা থাকে ১০ টি নম্বর, ৯৯% মানুষ জানেন না এই নম্বরের অর্থ! জেনে নিন এখনই

Leave a Comment