কখন শুরু হবে স্কুল? কতক্ষণ ক্লাস? কড়া এই নির্দেশিকা দিল মধ্যশিক্ষা পর্ষদ!

১/৯: যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা সকাল ১১.০৫-এর পর ঢুকবেন তাদেরকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে।

২/৯: নির্দেশিকায় বলা হয়েছে যে, প্রার্থনা শুরু হবে সকাল ১০.৪০-এ। প্রার্থনা হবে ১০ মিনিট ধরে। এরপর সকাল ১০.৫০-এ থেকে ক্লাস শুরু হবে। ক্লাস নেওয়া হবে বিকেল সাড়ে চারটে পর্যন্তপর্ব থাকবে মোট আটটি১/৯:৩/১০: নির্দেশিকায় বলা হয়েছে যে, প্রার্থনা শুরু হবে সকাল ১০.৪০-এ। প্রার্থনা হবে ১০ মিনিট ধরে। এরপর সকাল ১০.৫০-এ থেকে ক্লাস শুরু হবে। ক্লাস নেওয়া হবে বিকেল সাড়ে চারটে পর্যন্তপর্ব থাকবে মোট আটটি

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WB Primary TET Result নিয়ে অবশেষে এলো গুরুত্বপূর্ণ আপডেট! রেজাল্ট কি ভাবে দেখবেন? জেনে নিন @wbbpeonline

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 How to win lottery: লাখপতি হতে চান? এই ৩ টি সহজ টিপস লটারি কাটার সময় মেনে চলুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Electricity Bill: এটি করলেই ইলেকট্রিক বিল কমে অর্ধেক হয়ে যাবে! জেনে নিন কী ভাবে কী করতে হবে?

৩/৯: ১০.৪০-এর আগে শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে আসতে হবে। মধ্যশিক্ষা পর্ষদ যে নির্দেশিকা জারি করেছে সেখানে জানানো হয়েছে যে, সকাল ১০.৫০-এর পর যদি কেউ স্কুলে ঢোকেন তাহলে লেট মার্ক করা হবে।

৪/৯: যে সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং অশিক্ষক কর্মীরা সকাল ১১.০৫-এর পর ঢুকবেন তাদেরকে অনুপস্থিত হিসেবে গণ্য করা হবে। শিক্ষক শিক্ষিকাদের জন্যও এই নির্দেশিকায় একাধিক গাইডলাইন দেওয়া হয়েছে।

৫/৯: নির্দেশিকায় বলা হয়েছে যে, ক্লাস চলাকালীন তাঁরা মোবাইল ফোনে কথা বলতে পারবেন না। এছাড়াও যাতে তাঁদের পদের সম্মানহানি হয় এমন কোনো ব্যবহার তাঁরা স্কুলের বাইরে এবং স্কুলের ভিতরে করতে পারবেন না

৬/৯: স্বাধীনতা দিবস, প্রজাতন্ত্র দিবস এবং স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানগুলিতে প্রতিনিধিত্ব করার জন্য প্রত্যেকটি শিক্ষক-শিক্ষিকাকে উপস্থিত থাকতে হবে। যদি তাঁরা ক্লাস চলাকালীন মোবাইল ফোন অথবা স্মার্টফোন ব্যবহার করেন তাহলে তার আগে তাঁদেরকে প্রধান শিক্ষকদের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে।

৭/৯: মধ্যশিক্ষা পর্ষদের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে আরও বলা হয়েছে যে, কোনো ব্যবসা অথবা আর্থিক সংস্থার সাথে কোনো শিক্ষক অথবা শিক্ষিকা যুক্ত হতে পারবেন নাপড়ুয়াদের সঙ্গে আচরণও তাঁদেরকে সচেতনভাবে করতে হবে।

When will school start How long is the class west bengal board of Secondary Education gave this strict guideline

৮/৯: মধ্যশিক্ষা পর্ষদ শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে একাধিক সতর্কবার্তা দিয়েছে। এছাড়াও মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে কবে বিদ্যালয়গুলিতে ছুটি থাকছে সেই বিষয়েও গত সোমবার বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে। অপরদিকে, পর্ষদ মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতিও শুরু করে দিয়েছে। মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি প্রস্তুতি নিয়ে জেলায় জেলায় বৈঠকও শুরু করে দিয়েছেন।

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 ১০ লক্ষ শূন্যপদে কেন্দ্রীয় সরকারের বিভিন্ন দপ্তরে কর্মী নিয়োগ! কি ভাবে নিয়োগ? জানুন

👉 লিখিত পরীক্ষা ছাড়াই ২৪,০০০ টাকা বেতনে রাজ্যের জেলায় জেলায় নিয়োগ চলছে! (Apply Now!)

👉 DA West Bengal : এই মাসের শুরুতেই DAপাবেন রাজ্য সরকারি কর্মীরা? বড় আপডেট!

👉 WE Card: প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন লক্ষ্মীর ভান্ডারের মতই এই কার্ড দিয়ে!

Leave a Comment