১/৯: গত রবিবারই Primary TET 2022-এর পরীক্ষা অনুষ্ঠিত হয়ে গেল। Primary TET Result নিয়ে পর্ষদ সভাপতি Gautam Paul কি জানালেন? সেই সম্পর্কিত বিস্তারিত নিম্নে তুলে ধরা হলো।
২/৯: এছাড়াও বিভিন্ন সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
৩/৯: রাজ্যে Primary TET পরীক্ষা অনুষ্ঠিত হয় গত রবিবার অর্থাৎ ১১ ডিসেম্বর। এই পরীক্ষার জন্য যে সময় নির্ধারণ করা হয়েছিল সেই সময়েই শুরু হয় টেট পরীক্ষা। অর্থাৎ প্রাথমিক টেট পরীক্ষা শুরু হয় দুপুর ১২টা থেকে।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Swami Vivekananda Scholarship-এর অধীনে কোন কোর্সে কতো টাকা পাবেন? জানুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Central Bank of India recruitment 2022
৪/৯: পরীক্ষা শুরু হওয়ার পর সল্টলেকের একাধিক পরীক্ষাকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করতে যান স্বয়ং পর্ষদ সভাপতি গৌতম পাল। “৬ লক্ষ ১৭ হাজার ৪৭৩ জন পরীক্ষা দিয়েছেন৷ ১০ হাজার ৬০০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন পরীক্ষার্থীও পরীক্ষায় বসেন এবার। আমার জীবনে আমি এই প্রথম স্বচ্ছভাবে পরীক্ষা নিতে দেখলাম৷”, পরীক্ষা শেষ হওয়ার সাংবাদিকদের এমনটাই জানান তিনি।
৫/৯: টেট পরীক্ষার ফলপ্রকাশ নিয়েও তিনি বড় বার্তা দিয়েছেন। “পর্ষদ খুব তাড়াতাড়ি ফল প্রকাশ করবে এইটুকু বলতে পারি৷ মডেল উত্তরপত্র আমরা পাবলিশ করব৷”, এমনটাই জানান পর্ষদ সভাপতি।
৬/৯: গত রবিবার প্রাথমিকের টেট পরীক্ষা নির্বিঘ্নে শেষ হয়। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু দাবি করেন, কোনো প্রশ্ন ফাঁসের ঘটনা কোথাও ঘটেনি। সেদিন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন, “দফতর সম্পর্কে অন্যরকম ভাবমূর্তি তৈরি করার চেষ্টা করা হয়েছিল। আশা করি এই পরীক্ষা একটা বার্তা দেবে।”
৭/৯: প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে একাধিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই দুর্নীতির তদন্তে রয়েছে ইডি, সিবিআই-এর মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)।
৮/৯: নিয়োগ দুর্নীতির অভিযোগে রাজ্য রাজনীতি সরগরম। রাজ্য সরকার এবার গত রবিবারের এই প্রাথমিক টেটকে কেন্দ্র করেই ইতিবাচক বার্তা দিতে চায়।
৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
👉 Central Bank of India recruitment 2022
👉 লাখ লাখ টাকা মাসে আয় হবে এই ব্যবসা করে! ৭৫ শতাংশ সহযোগিতা করবে কেন্দ্র সরকার!
👉 Purba Medinipur CMOH Recruitment 2022
👉 Swami Vivekananda Scholarship-এর অধীনে কোন কোর্সে কতো টাকা পাবেন? জানুন
👉 Bankura Sub Division Office Recruitment 2022