ফেব্রুয়ারী মাসে কোন ক্যাটাগরীর রেশন কার্ডে কি পরিমান রেশন দেবে? তালিকা দেখে নিন এখনই!

১/৬: গোটা দেশে প্রায় ৮০ কোটি মানুষ রেশন কার্ডের (Ration Card) মাধ্যমে সম্পূর্ণ বিনামূল্যে রেশন সামগ্রী পান। কেন্দ্র এবং রাজ্য সরকার করোনা মহামারীর সময় দেশের মানুষের জন্য বিনামূল্যে রেশনের ব্যবস্থা করেছিল। এখনও পর্যন্ত সেই প্রকল্প চলছে।

২/৬: সাধারণ মানুষের অর্থনৈতিক অবস্থার কথা ভেবেই নেওয়া হয়েছিল এই পরিকল্পনা। তবে আজ আমরা আপনাদের চলতি ফেব্রুয়ারি মাসে একটি পরিবারে কত মাথা পিছু কেজি রেশন পাওয়া যাবে, সেই বিষয়ে জানাবো।

তাহলে চলুন কোন কোন রেশন কার্ডে বিনামূল্যে রেশন দেওয়া হবে তা জেনে নেওয়া যাক

৩/৬: চলতি বছরের বাজেটে জানানো হয়েছে যে, আগামী ১ বছর বিনামূল্যে রেশন দেওয়া করা হবে। AAY, PHH, SPHH, RKSY-I, RKSY-II.-এই ৫ ক্যাটাগরীর ডিজিটাল রেশনকার্ড (Digital Ration Card) রয়েছে। এবার চলুন কোন রেশন কার্ডে কত কেজি করে রেশন পাওয়া যাবে তা জেনে নেওয়া যাক। এই প্রসঙ্গে বলে রাখি যে, AAY ক্যাটাগরি বলতে অন্তদয় ক্যাটাগরিকে বোঝানো হয়।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 LIC Scheme: দিনে মাত্র ৬০ টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়ার স্কিম আনল LIC ! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 একবার রিচার্জ করলেই গোটা বছর আর চিন্তা নেই! JIO-র এই প্ল্যানে বিপুল লাভ! জেনে নিন এখনই

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 প্রতিমাসে ১ লক্ষ টাকা করে দিচ্ছে সরকার এদের! জানুন কীভাবে পাবেন

কত কিলো রেশন পাওয়া যায় ফেব্রুয়ারীতে?

৪/৬: সংবাদ সূত্রে খবর পাওয়া গেছে যে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে যে, 

১) AAY ক্যাটাগরির অন্তর্গত পরিবারগুলোকে চলতি মাসে বিনামূল্যে ২১ কেজি চাল এবং ১৩ কেজি ৩০০ গ্রাম আটা অথবা ১৪ কেজি গম দেওয়া হবে। এছাড়াও এই ক্যাটাগরির কার্ডের অন্তর্ভুক্ত প্রত্যেকটি পরিবারকে ১৩ টাকা ৫০ পয়সার বিনিময়ে ১ কেজি চিনি দেওয়া হবে।

২) PHH কার্ডের মাধ্যমে কার্ডপিছু বিনামূল্যে ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম করে আটা অথবা ২ কেজি গম পাওয়া যাবে।

৩) SPHH রেশন কার্ডে পাওয়া যাবে মাথাপিছু ৩ কেজি চাল এবং ১ কেজি ৯০০ গ্রাম আটা অথবা ২ কেজি গম দেওয়া হবে।

Which category of ration card will give the amount of ration in the month of February? Check out the list now

৪) RKSY-I কার্ড হোল্ডারদের চলতি মাসে বিনামূল্যে মাথাপিছু ৫ কেজি চাল দেওয়া হবে।

৫) RKSY-II কার্ডের অন্তর্গত পরিবারগুলি ২ কেজি চাল পাবেন।

৫/৬: এই ধরনের সকল প্রকার নতুন প্রকল্পের গুরুত্বপূর্ণ আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।

৬/৬: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 WhatsApp দিয়ে কল করেন? এই খবর আপনাকে খুশি করবেই!

👉 WB Bandhan Bank Recruitment 2023

👉 এই নোটটি কাছে থাকলে হয়ে যাবেন কোটিপতি! ৫০ টাকায় কি ভাবে কোটিপতি হবেন? জানুন

👉 PAN Card আছে আপনার? প্যান কার্ড নিয়ে এই বড় ঘোষণা সরকারের! জেনে নিন এখনই

👉 SSC: উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগ সংক্রান্ত এই বড় খবর সামনে এল! জেনে নিন এখনই

Leave a Comment