WB TET Exam: ২০১৬ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য কারা নিয়েছিলেন ইন্টারভিউ? তথ্য তলব পর্ষদের

১/৮: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকপদে যোগ্যতা নির্ধারক পরীক্ষা অর্থাৎ টেট (TET)-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০১৪ সালে। সেই পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালে২০১৬ সালে হয়েছিল ইন্টারভিউ

২/৮: প্রাথমিক শিক্ষক নিয়োগের জন্য গত কয়েক বছরের মধ্যে ইন্টারভিউ হয়েছিল ২ বছর। হয়েছিল ২০২১ সালে এবং তারও ৫ বছর আগে অর্থাৎ ২০১৬ সালে২০১৬ সালে নেওয়া ইন্টারভিউর ওপর ভিত্তি করে যে সমস্ত প্রার্থী চাকরি পেয়েছিলেন, সেই নিয়োগ দুর্নীতি নিয়ে ইতিমধ্যেই শোরগোল চলছে।

৩/৮: রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদ (West Bengal Board Of Primary Education) এবার সেই বছরে কারা কোথায় ইন্টারভিউ নিয়েছিলেন, সেই তথ্য চেয়ে পাঠালো জেলা প্রাথমিক শিক্ষা সংসদগুলির কাছে। ওই সংস্থার উপসচিব পার্থ কর্মকার জানিয়েছেন যে, ওই ব্যক্তিদের টেলিফোন নম্বরসহ বিস্তারিত তথ্য ৩০ জানুয়ারির মধ্যে পাঠাতে বলা হয়েছে। সম্প্রতি এই বিষয়ে কলকাতা হাইকোর্ট একটি নির্দেশ দিয়েছে। পর্ষদ জানিয়েছে যে, সেই নির্দেশের ভিত্তিতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Voter List: ১৭ বছর হলেই ভোটার হওয়ার আবেদন! আর নয় ১৮-র অপেক্ষা! নিয়ম বদলাল নির্বাচন কমিশন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এই শর্ত না মানলে বাতিল হয়ে যাবে আপনার PAN কার্ড! বিপদ এড়াতে এখনই নিন পদক্ষেপ

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Aadhar card: এবার আধারের ঠিকানা বদলানো যাবে অনলাইনেই! লাগবে পরিবারের প্রধানের সম্মতি, নয়া বিজ্ঞপ্তি জারি কেন্দ্রের

৪/৮: প্রাথমিক শিক্ষকপদের অচিন্ত্য সামন্ত নামে এক চাকরিপ্রার্থী বলেন যে, “প্রথম দফার ইন্টারভিউয়ে শ্রেণিকক্ষে পড়ানোর কোনও পরীক্ষাই হয়নি। অথচ অনেকেই তাতে পুরো নম্বর পেয়েছিলেন। এই গোলমাল নিয়ে অভিযোগ উঠেছে।”

৫/৮: ২০১৬ সালের পর ২০২১ সালে পুনরায় ইন্টারভিউ নেওয়া হয়। সেই ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হয় ১৬,৫০০ জন প্রাথমিক শিক্ষককে

৬/৮: কিন্তু এই ২ দফার ইন্টারভিউতে পার্থক্য ছিল। প্রথম দফায় অর্থাৎ ২০১৬ সালের ইন্টারভিউ হয়েছিল জেলাভিত্তিকজেলা সংসদের অফিসেই এই ইন্টারভিউর আয়োজন করা হয়েছিল। অপরদিকে, প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে আয়োজন করা হয়েছিল ২০২১ সালের ইন্টারভিউ

Who took the interview for wb primary teacher recruitment in 2016 west bengal board of primary education called for information

৭/৮: প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকপদে যোগ্যতা নির্ধারক পরীক্ষা অর্থাৎ টেট-এর বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল ২০১৪ সালে। সেই পরীক্ষা নেওয়া হয় ২০১৫ সালে২০১৬ সালে হয়েছিল ইন্টারভিউ। এর ভিত্তিতে নিয়োগ করা হয় ৪২,৯৪৯ জনকে। সেই নিয়োগে গোটা রাজ্যে ব্যাপক দুর্নীতির অভিযোগ উঠেছে। এই নিয়ে চলছে মামলাও। প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্য এই দুর্নীতির অভিযোগে গ্রেফতার হন।

৮/৮: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: বড় খবর! আবাসে অনুমোদনের সময়সীমা বাড়াল কেন্দ্র! কবে পর্যন্ত মিলবে বাড়ি? জানুন

👉 MTS Group-D Recruitment 2023

👉 এই ৫ কৌশল Whatsapp-এ নিরাপদ থাকার অবশ্যই জেনে নিন!

👉 BSNL আনল ৬৬ টাকার দুর্দান্ত প্ল্যান! সারা বছর মিলবে আনলিমিটেড কল, থাকছে SMS ও ডেটার সুবিধাও

👉 মমতার বিরাট ঘোষণা! পড়ুয়াদের ৮০০ টাকা ভাতা দিচ্ছে সরকার, এখনই আবেদন করুন!

Leave a Comment