Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় কারা ঘর পাবে? আর কারা ঘর পাবে না? বিজ্ঞপ্তি দিয়ে জানালো সরকার

Awas Yojana Update, (প্রধানমন্ত্রী আবাস যোজনা) Pradhan Mantri Awas Yojana, PM Awas Yojana,

১/৯: কেন্দ্রীয় সরকার (Government of India) ইতিমধ্যেই একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করেছে। তার মধ্যে অন্যতম হলো- আবাস যোজনা (Pradhan Mantri Awas Yojana)। সাধারণ মানুষের কাছে বর্তমানে এই আবাস যোজনার টাকা পাওয়া এবং ঘর পাওয়া সবথেকে বেশি আলোচ্য বিষয় হয়ে উঠেছে।

২/৯: এই আবহে কেন্দ্রীয় সরকার একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সেই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, এই আবাস যোজনায় (Awas Yojana Update) কারা কারা ঘর পাবেন, আর কারা কারা পাবেন না

৩/৯: এই বিজ্ঞপ্তিতে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করা হয়েছে যে, এর মধ্যে যদি আপনার যেকোনো একটিও থাকে তাহলে আপনি এই আবাস যোজনার ঘর পাবেন না। কেন্দ্রীয় সরকার বারংবার এই যোজনা নিয়ে বক্তব্য প্রকাশ করেছে যে, যাদের সত্যিই ঘর প্রয়োজন তারাই যেনো এই যোজনার ঘর পায়। আর তাই নানা বিজ্ঞপ্তি প্রকাশ করে আবাস যোজনার ঘরের লিস্ট প্রকাশ করা হয়েছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 মমতার বিরাট ঘোষণা! পড়ুয়াদের ৮০০ টাকা ভাতা দিচ্ছে সরকার, এখনই আবেদন করুন!

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: আবাস-সমীক্ষা নিয়ে ক্ষোভ কেন্দ্রের দলের! কেন? জানুন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Pradhan Mantri Awas Yojana: আবাস যোজনায় এবার কি ভাবে কতগুলি বাড়ি পাওয়া যাবে? জেনে নিন বিস্তারিত

৪/৯: নয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, আপনি যদি পাকা বাড়িতে থাকেন অর্থাৎ আপনার যদি পাকা বাড়ি থেকে থাকে তাহলে আপনি এই যোজনার ঘর পাবেন না

৫/৯: যদি আপনি পরিবারের কোনো সদস্য মাসিক ১০,০০০ টাকা আয় করে থাকে অথবা পরিবারের কেউ যদি সরকারি চাকরি করে থাকে বা আপনার পরিবারের কোনো সদস্য যদি অন্য কোনো প্রকল্পের অধীনে ঘর পেয়ে থাকে কিংবা আপনার পরিবারের যদি কেউ কর দিয়ে থাকে তাহলে এই আবাস যোজনার ঘর আপনি পাবেন না

৬/৯: আপনার পরিবারে যদি ট্রাক্টর অথবা জমি চাষ করার সরঞ্জাম থাকে কিংবা বাইক, গাড়ি বা যন্ত্রচালিত ভ্যান অথবা ল্যান্ডলাইন ফোন থাকে বা বাড়িতে ফ্রীজ থেকে থাকে তাহলেও মিলবে না এই যোজনার ঘর

৭/৯: যদি আপনার পরিবারে কারোর কিষাণ ক্রেডিট কার্ড অথবা যদি পরিবারের ২.৫ একরের বেশি জমি থাকে সেইক্ষেত্রেও আপনি এই যোজনার ঘর পাবেন না

Who will get a house in Pradhan Mantri Awas Yojana And who will not get a house The government of India informed by notification

৮/৯: সঠিক পরিবার যাতে এই আবাস যোজনার ঘর পায় সেই জন্য যত কড়া পদক্ষেপ নেওয়া সম্ভব কেন্দ্রীয় সরকার তা নিচ্ছে। উপরিউক্ত পয়েন্টের মধ্যে যদি আপনার সাথে কোনোটিই না মেলে তাহলে আপনি অবশ্যই এই আবাস যোজনার টাকা পাবেন

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 এই ৫ কৌশল Whatsapp-এ নিরাপদ থাকার অবশ্যই জেনে নিন!

👉 BSNL আনল ৬৬ টাকার দুর্দান্ত প্ল্যান! সারা বছর মিলবে আনলিমিটেড কল, থাকছে SMS ও ডেটার সুবিধাও

👉 Pension Scheme: মাসে ৮ হাজার টাকা করে পাবেন কেন্দ্র সরকারের এই স্কিমে আবেদন করলে

👉 আপনার কাছে ৫০০ এবং ২০০০ টাকার নোট আছে? তাহলে জেনে নিন RBI-এর এই নতুন নির্দেশিকা

👉 এই সরকারি ব্যাঙ্কগুলি নিয়ে হলো বিরাট ঘোষণা! জানলে বিশাল খুশি হবেন গ্রাহকরা

Leave a Comment