১/৭: আপনার কি State Bank of India-তে অ্যাকাউন্ট রয়েছে? আপনি কি আপনার অ্যাকাউন্ট থেকে ১৪৭ টাকা ৫০ পয়সা কাটা হয়েছে, এরকম কোনো মেসেজ পেয়েছেন? ভয় পাবেন না। আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংকই এই টাকা কেটেছে। কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে কেনো এই টাকা কাটা হলো আপনি কি তা জানেন?
২/৭: আপনার অ্যাকাউন্ট থেকে নিয়ম মেনেই স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া টাকা কেটেছে। State Bank of India হলো দেশের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক। এই ব্যাংকের গ্রাহক সংখ্যা হলো প্রায় ৪০ কোটি। আর এর মধ্যে বেশিরভাগ গ্রাহকের কাছেই রয়েছে SBI-এর ডেবিট অথবা এটিএম কার্ড। এই টাকা আপনার অ্যাকাউন্ট থেকে ব্যাংকের পক্ষ থেকে এই কার্ড পরিষেবা বাবদ কাটা হয়েছে।
৩/৭: SBI-এর এই ডেবিট অথবা এটিএম কার্ড দিয়ে গ্রাহকরা যেমন টাকা তুলতে পারেন, তেমনি অনলাইন লেনদেনও করতে পারেন। তবে কার্ডের মাধ্যমে আপনি যদি কোনো লেনদেন না করেন, তাও ব্যাংক এই পরিষেবার জন্য টাকা কাটবে। কোনো গ্রাহকের নামে যদি কার্ড ইস্যু করা হয় তাহলে বার্ষিক চার্জ কাটাই হলো নিয়ম।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Pradhan Mantri Awas Yojana: আবাস-সমীক্ষা নিয়ে ক্ষোভ কেন্দ্রের দলের! কেন? জানুন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhaar Card News: এবার আধার কার্ডের নিয়মে এল এই বড়সড় পরিবর্তন! দুর্ভোগ এড়াতে এখনই করুন এই কাজ
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 WB TET Result: টেট-এর রেজাল্ট নিয়ে এই বড়ো খবর সামনে এলো! জেনে নিন এখনই
৪/৭: SBI গ্রাহকদের বিভিন্ন ক্যাটাগরির ডেবিট কার্ড ইস্যু করে থাকে। এর মধ্যে ক্লাসিক, সিলভার, গ্লোবার এবং কন্ট্যাক্টলেস-এগুলোই হলো সবথেকে জনপ্রিয় কার্ড। SBI এই সমস্ত কার্ডের সার্ভিস চার্জ বাবদ বার্ষিক ১২৫ টাকা ফি নিয়ে থাকে।
বিষয় তালিকা
কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে ডেবিট কার্ডের চার্জ বাবদ ১৪৭.৫০ টাকা কাটল কেনো?
৫/৭: ১২৫ টাকা সার্ভিস চার্জের ওপর ১৮% জিএসটি ধার্য করা হয়। তাই ব্যাংক জিএসটি মিলিয়ে সেই কার্ডের সার্ভিস চার্জ বাবদ মোট ১৪৭.৫০ টাকা (১২৫ টাকা + ১৮% জিএসটি ২২.৫০ টাকা) ফি নিয়ে থাকে।
৬/৭: অপরদিকে, SBI-এর যুবা, গোল্ড, কম্বো, মাই কার্ড ডেবিট কার্ডের জন্য বার্ষিক সার্ভিস চার্জ হলো ১৭৫ টাকা + জিএসটি। SBI-এর প্ল্যাটিনাম ডেবিট কার্ডের বার্ষিক সার্ভিস ফি হলো ২৫০ টাকা + জিএসটি। এছাড়াও প্রাইড, প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ডের জন্য ব্যাংক বছরে ৩৫০ টাকা + জিএসটি নেয়।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 West Bengal Health Recruitment 2023
👉 Voter List: নতুন ভোটার তালিকায় আপনার নাম বাদ যায়নি তো ? কীভাবে দেখবেন? জানুন
👉 ৩ মাসের রিচার্জ বিনামূল্যে দিচ্ছে এই সংস্থা Jio-কে টেক্কা দিতে! এভাবে তুলে নিন ফায়দা!
👉 জানুয়ারিতে রাজ্যে আবার অতিরিক্ত ছুটি ঘোষণা! কাদের জন্য এই নির্দেশ? কাদের অফিসে যেতে হবে? জানুন
👉 Budget 2023: প্যান কার্ড নিয়ে বাজেটে বড় সিদ্ধান্ত! এঁরা পাবেন সুবিধা