WB Primary TET 2022: নিয়োগ বিজ্ঞপ্তিতে এই ২ জেলায় শূন্যপদের তথ্য নেই কেন? প্রশ্ন প্রার্থীদের!

প্রাথমিক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি গত শুক্রবার জারি করা হয়েছে। পর্ষদের পক্ষ থেকে কোন কোন জেলায় কতগুলো শূন্যপদ রয়েছে তাও তুলে ধরা হয়েছে। কিন্তু এরপরও শুরু হয়েছে বিতর্ক। পর্ষদ মোট ২০টি জেলায় নিয়োগের শূন্যপদের তথ্য দিয়েছে। কিন্তু পর্ষদের তরফ থেকে নদিয়াপূর্ব মেদিনীপুরে শূন্যপদে নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য না দেওয়ায় চাকরি প্রার্থীদের একাংশই প্রশ্ন তুলেছেন। তাদের প্রশ্ন হলো, এই দুই জেলায় কোনো পদ কি ফাঁকা নেই?

WB Primary TET 2022

এছাড়াও বিভিন্ন  চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇

এই বিষয়ে পর্ষদ সভাপতি কোনো কথা বলেননি। কিন্তু পর্ষদ সূত্রে খবর পাওয়া গেছে যে, তুলনামূলকভাবে প্রাথমিক শিক্ষকের সংখ্যা এই দুই জেলায় অনেক বেশি। কিন্তু নদীয়া জেলার শূন্যপদে কোনো তথ্য পর্ষদের হাতে আসেনি। যার ফলে এই দুই জেলার চাকরিপ্রার্থীরা আবেদন করছেন তাদের পার্শ্ববর্তী জেলার জন্য।

 অপরদিকে পর্ষদের পক্ষ থেকে ২০টি জেলার ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ, প্যারা টিচারদের জন্য কতগুলি শূন্যপদ রয়েছে তারও ক্যাটাগরি ভিত্তিক তথ্য দেওয়া হয়েছে। পর্ষদ শূন্যপদের যে তথ্য দিয়েছে তা অনুযায়ী, আলিপুরদুয়ার জেলায় মোট শূন্যপদ রয়েছে ১৯৬টি। এই জেলায় প্যারা টিচারদের জন্য শূন্যপদ রয়েছে ২৩টি। বাঁকুড়ার শূন্যপদের সংখ্যা ২৩৮টি এবং প্যারা টিচারের জন্য শূন্যপদের সংখ্যা ২৯টি। বীরভূম জেলায় মোট শূন্যপদ রয়েছে ৪৮৬টিপ্যারা টিচারদের জন্য শূন্যপদ রয়েছে ৫৬টি।

কোচবিহার জেলার মোট শূন্যপদ রয়েছে ৪৩৬টি,প্যারা টিচারদের জন্য শূন্যপদ রয়েছে ৪৯টি। দক্ষিণ দিনাজপুর জেলায় মোট শূন্যপদ রয়েছে ২৬১টিপ্যারা টিচারদের জন্য শূন্যপদ রয়েছে ৩০টি।

হুগলি জেলায় মোট শূন্যপদ রয়েছে ৮৬০টিপ্যারা টিচারদের জন্য শূন্যপদের সংখ্যা ৯৭টি। হাওড়া জেলার মোট শূন্য পদ ৯৭৫টিপ্যারা টিচারদের জন্য শূন্যপদের সংখ্যা ১১০টি। জলপাইগুড়িতে শূন্য পদের সংখ্যা ৩৭৬টি এবং প্যারা টিচারদের জন্য শূন্যপদের সংখ্যা ৪২টি।

৬৯১টি শূন্যপদ রয়েছে ঝাড়গ্রাম জেলায় এবং প্যারা টিচারদের জন্য শূন্যপদের সংখ্যা ৭৯টি। ৪৫৪টি শূন্যপদ রয়েছে মালদা জেলায় ৫২টি প্যারা টিচারের শূন্যপদ। কলকাতার প্যারা টিচারদের শূন্যপদের সংখ্যা ২৬টি এবং শূন্যপদ ২৩২টি। মোট শূন্যপদ ৭৮০টি উত্তর ২৪ পরগনা জেলায় এবং প্যারা টিচারদের জন্য শূন্যপদের সংখ্যা ৮৮টি। 

উত্তর দিনাজপুর জেলার মোট ৬০২টি শূন্য পদ ও ৬৭টি শূন্যপদ প্যারা টিচারদের জন্য। দক্ষিণ ২৪ পরগনা জেলায় ১৩৩৮টি শূন্য পদ ও ১৫০টি প্যারা টিচারদের শূন্যপদ রয়ছে। শিলিগুড়ি জেলায় মোট শূন্যপদ রয়েছে ১৮৫টি ও ২০টি প্যারা টিচারের। পুরুলিয়ায় মোট শূন্যপদ রয়েছে ৭৩১টিপ্যারা টিচারদের শূন্যপদ রয়ছে ৮৩টি।

পশ্চিম মেদিনীপুর জেলায় ৮৪টি শূন্যপদ এবং ১০টি  প্যারা টিচারদের শূন্যপদ রয়েছে। পশ্চিম বর্ধমান জেলায় মোট শূন্যপদ রয়ছে ১৮৫টি এবং প্যারা টিচারদের জন্য শূন্যপদ রয়েছে ২২টি।

পুর্ব বর্ধমানের শূন্য পদ ৭৮৫টিপ্যারা টিচারদের শূন্যপদের সংখ্যা ৮৮টি। সর্বমোট ১১৭৬৭টি শূন্যপদের কথা ঘোষণা করেছে পর্ষদ। তবে এর মধ্যে দক্ষিণ ২৪ পরগনাতেই সবথেকে বেশি শূন্যপদ রয়েছে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

🔥 Kharagpur IIT Recruitment 2022

🔥 WB Primary TET Syllabus 2022

🔥 UPSC Recruitment 2022

🔥 WBBPE Primary TET 2022: প্রাইমারী টেট ২০২২-এ কোন জেলায় কত শূন্যপদ? ফ্রেশ নিয়োগ কত? স্পেশাল ক্যাটাগরিতে কত? জেনে নিন বিস্তারিত।

🔥 হবু শিক্ষকের প্রশিক্ষণে ‘দক্ষিণা’ পেতেন মানিকও! ১০ কোটি টাকার হদিস মিলেছে, কোর্টে দাবি ইডির!

Leave a Comment