আর বাড়বে না ইলেকট্রিক বিল! মাত্র ৩৮০ টাকায় বোঁ বোঁ করে ঘুরবে পাখা! জেনে নিন এখনই

Low Budget Fan-

১/৯: নববর্ষের আগে থেকেই গরমে নাজেহাল হয়ে যাচ্ছে মানুষ। ফ্যান, AC গরমকালে এইসব রাত দিন চলতে থাকে। ফলে এই গরমকালেই তরতর করে বাড়তে থাকে বিদ্যুতের বিল। তবে এবার বাজারে গরমের মুশকিল আসান এসে গেছে। এতে ইলেকট্রিসিটিও লাগবে না এবং বিদ্যুতের বিলও বাড়বে না। এবারে বিদ্যুৎ ছাড়াই মাত্র ৩৮০ টাকায় ঘুরবে ফ্যান। শুধু তাই নয়, বাতাস এতটাই প্রবল হবে যে গায়ে কুইলট চাপা দিতে হবে

২/৯: মার্কেটে ইতিমধ্যেই নানা ধরনের এসি, কুলার, সিলিং ফ্যান, পেডেস্টাল এসে গেছে। এই সমস্ত জিনিস বাড়িতে চালানো মানেই লাফিয়ে বাড়বে বিদ্যুতের বিল। আর এতেই সাধারণ মানুষের মাথায় আকাশ ভেঙ্গে পড়বে।

৩/৯: বর্তমানে বাজারে শীতল হাওয়া দেয় এই ধরনের পাখার চাহিদা বাড়তে শুরু করেছে। তবে সেই সমস্ত দামি ফ্যান নিয়ে আর ভাবতে হবে না। আজ আমরা আপনাদের নতুন ধরনের একটি ফ্যান সম্পর্কে জানাবো

🔥 আরও পড়ুন:

👉 Sukanya Samriddhi Yojana: ৬৫ লাখ টাকা মেয়ে পাবে ২১ বছর বয়স হলেই! জানুন বিস্তারিত

🔥 আরও পড়ুন:

👉 Atal Pension Yojana১০,০০০ টাকা প্রতি মাসে মিলবে মাত্র 376 টাকা বিনিয়োগেই! এই কাজটি শীঘ্রই করুন!

🔥 আরও পড়ুন:

👉 WB Primary TET 2023: এই বছরেই প্রাইমারী টেট হবে! কোন মাসে পরীক্ষা? জেনে নিন এখনই

৪/৯: বিদ্যুৎ ছাড়াই এই ফ্যান ঘন্টার পর ঘন্টা চলতে পারে। অর্থাৎ বিদ্যুৎ বিল ছাড়াই আপনি এই ফ্যানের সুবিধা উপভোগ করতে পারবেন। এমনকি সারাদিন ফ্যান চালিয়ে রাখলেও বিদ্যুতের বিল একটুও বাড়বে না।

JY-সুপার টেবিল সোলার ফ্যান সেট-

৫/৯: JY-SUPER টেবিল সোলার ফ্যান সেটের MRP হলো ২,৯৯৯ টাকা। এটি ফ্লিপকার্ট থেকে কিনলে, আপনি ৬৩% ছাড় পাবেন। সেইক্ষেত্রে এর দাম হবে ১,২৯৯ টাকা। ব্যাংকের অফারগুলো বাদ দিলেও আপনার জন্য এই ফ্যানটি ভালো বিকল্প হতে পারে। এই ফ্যানটি একটি রিচার্জেবল পোর্টেবল ঝকঝকে ফ্যান। এর এই সমস্ত বিশেষত্বগুলির জন্য ফ্যানটি সর্বদাই শিরোনামে থাকে।

ইলেকট্রনিক্স টেবিল সোলার ফ্যান সেট-

৬/৯: এই ফ্যানটির দাম হলো ৭৯৯ টাকাডিসকাউন্টে এই ফ্যানটি ৩৭৯ টাকায় আপনি কিনতে পারবেন। এছাড়াও অনেক ব্যাংকের অফারও আপনি এতে পেয়ে যাবেন। পাশাপাশি ফ্লিপকার্ট পে লেটার কার্ডে আলাদা অফার পাওয়া যাচ্ছে। এই ফ্যানে ডিসি মোটর দেওয়া হয়।

বসুন্ধরা ট্রেডার্স পেডেস্টাল সোলার ফ্যান সেট-

৭/৯: Flipkart-এ এই ফ্যানটি সবথেকে বেশি বিক্রি হচ্ছে। এই ফ্যানটির দাম হলো ৯৬০ টাকা৩৮% ডিসকাউন্টের পর আপনি এই ফ্যানটি কিনতে পারবেন ৫৯৪ টাকায়। এই ফ্যানেও ডিসি মোটর দেওয়া হয়।

Will not increase the electric bill! The fan will spin for only 380 rupees

৮/৯: সৌর প্রযুক্তির উপর ভিত্তি করে এই ফ্যানটি তৈরি করা হয়। তাই এতে বিদ্যুতের কোনো প্রয়োজন হয় না। তাই আপনাকে বিদ্যুতের বিল নিয়ে আর চিন্তা করতে হবে না। এই ফ্যানের বাতাস এত ঠান্ডা আর ঝড়ের মতো যে আপনার শীত লাগবে।

৯/৯: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও পড়ুন:

👉 Lakshmir Bhandar: লক্ষ্মীর ভান্ডার নিয়ে এই গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নবান্নের! না জানলে আর টাকা পাবেন না!

👉 এবার স্কুলে গরমের ছুটিতে বাড়িতে বসে করতে হবে এই কাজ! ছাত্র-শিক্ষকদের নির্দেশ দিল শিক্ষা দপ্তর।

👉 ডবল হয়ে যাবে আপনার টাকা পোস্ট অফিসের এই স্কিমে! জেনে নিন কোন স্কিম? ও কি ভাবে পাবেন?

👉 WB DA Update: সুখবর! রাজ্যের ডিএ নিয়ে এলো এই বিরাট আপডেট! জানুন বিস্তারিত

👉 ৫ লক্ষ টাকা করে পাবেন রাজ্যের বেকার যুবক-যুবতীরা! কি ভাবে পাবেন? এখনই জেনে নিন

Leave a Comment