আপনিও কি কেন্দ্রীয় আবাস যোজনার নতুন বাড়ি পাবেন? কি কি শর্ত মানতে হবে? বিশদে জানুন।

Pradhan Mantri Awas Yojana, Bangla Awas Yojana, Narendra Modi

কেন্দ্রীয় সরকার (Central Government) ৮ মাসেরও বেশি সময় ধরে রাজ্যে বাংলা আবাস যোজনার (Bangla Awas Yojana) টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। এই প্রকল্প শুরু হয়েছিল “প্রধানমন্ত্রী আবাস যোজনা” (Pradhan Mantri Awas Yojana) নামে। কিন্তু বাংলাতে এই প্রকল্প শুরু হয় “বাংলা আবাস যোজনা” নামে।

কেন্দ্রীয় সরকার জানিয়ে দিয়েছিল যে, এই প্রকল্পকে যদি বাস্তবায়িত করতে হয় তাহলে তা  প্রধানমন্ত্রীর নাম দিয়েই করতে হবে। আর স্বাভাবিকভাবেই দুই দলের মধ্যে এই নিয়ে চলতে থাকে তর্ক বিতর্ক।

কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আবাস যোজনার পুরো টাকা আসে না। রাজ্যের কর বাবদ যে টাকা জমা হয় তার থেকেই রাজ্যকে একটা অংশ ফেরত দিতে হয়। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার ৬০% টাকা দেয়। বাকি ৪০% দেয় রাজ্য সরকার। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার জন্য যে ৬০% টাকা দেয় সেই টাকা দেওয়া অনেকদিন বন্ধ ছিল। তাই এই রাজ্যে বন্ধ ছিল আবাস যোজনার কাজ। এবার সেই কাজ আবার শুরু হতে চলেছে।

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 মাসে ৩৬ হাজার টাকা করে পেয়ে যাবেন LIC-র এই স্কিমে! একবার ইনভেস্ট করলেই কেল্লাফতে

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Taruner Swapna Scheme 2022১০,০০০ টাকা করে ছাত্র-ছাত্রীদের দেবে সরকার! কি ভাবে? জেনে নিন

🔥 আরও পড়ুন: 👇👇👇

👉 Post Office Schemeপোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলেই ডাবল! কম মেয়াদে সুদও বেশি

এর পূর্বেও আবাস যোজনা প্রকল্পে স্বজনপোষণের অভিযোগ এনেছিল বিরোধী দল। আবাস যোজনার জন্য সরকারের বিরুদ্ধে কাট মানি নেওয়ারও অভিযোগ উঠেছিল। এই সমস্ত কিছু ভেবেই এবারের টাকাটা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে অনলাইন মাধ্যমে। তাই এবারে আর কাট মানি নেওয়ার বিষয়ে কোনো অভিযোগ ওঠার সুযোগ নেই। কিন্তু যদি কোনোভাবে কেউ কাট মানি চায় তাহলে সেই বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা হবে।

ইতিমধ্যেই রাজ্য সরকার নানা ধরনের দুর্নীতিতে জর্জরিত। তাই এবারের আবাস যোজনার টাকা নেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার কড়া পদক্ষেপ গ্রহণ করেছে। বাড়ি তৈরির জন্য কারা টাকা পাবেন সেই বিষয়ে নবান্ন ১৫ দফা শর্ত আরোপ করেছে।

রাজ্য সরকারকে কেন্দ্রীয় সরকার ৮,২০০ কোটি টাকা দিয়েছে। আরও ৫,০০০ কোটি টাকার বেশি রাজ্য সরকারকে দিতে হবে। তারপরই এর মোট অ্যামাউন্ট দিয়ে শুরু হবে আবাস যোজনার কাজ। ডিসেম্বর মাসে গ্রাম সভার (Gram Sava) মাধ্যমে তালিকা চূড়ান্ত করা হবে বলে নির্দেশ দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

আবাস যোজনার উপভোক্তাদের নাম কিভাবে বাছাই করা হবে?

১) যাদের পাকা বাড়ি আছে তারা এই প্রকল্পের টাকা পাবেন না, নবান্নের তরফে নির্দেশিকা জারি করে এমনটাই জানানো হয়েছে।।

২) এই প্রকল্পের সুবিধা যারা পূর্বে পেয়েছেন তারা আর পাবেন না।

৩) যাদের মাসিক আয় ১০,০০০ টাকার বেশি এই প্রকল্পের সুবিধা তারাও পাবেন না।

৪) আপনার পরিবারের কেউ যদি ইনকাম ট্যাক্স দেয় অথবা সরকারি চাকরি করে থাকে তাহলেও আপনি এই সুবিধা পাবেন না।

৫) যদি কারোর কাছে যন্ত্রচালিত নৌকা অথবা গাড়ি থেকে থাকে তাহলে তার নাম এই তালিকা থেকে বাদ দেওয়া হবে।

৬) ৫০ হাজার টাকা পর্যন্ত ঋণ নেওয়ার ক্ষমতা যদি কোনো ব্যক্তির থাকে তাহলে এই প্রকল্পের সুবিধা তিনি পাবেন না।

৭) যে সমস্ত উপভোক্তাদের বাড়িতে ফ্রিজ, ল্যান্ডলাইন, কিষাণ ক্রেডিট কার্ড (Kishan Credit Card) রয়েছে তাদের নামও এই তালিকা থেকে বাদ দেওয়া হবে।

Pradhan Mantri Awas Yojana

রাজ্যে ১১ লক্ষ ৩৬ হাজারের বেশি বাড়ি তৈরির অনুমতি প্রদান করেছে কেন্দ্রীয় সরকার। ৪৯ লক্ষ ২২ হাজার জনের নাম নথিভুক্ত করা হয়েছে এই প্রকল্পের জন্য। তবে সমস্ত নিয়ম মেনে যোগ্য ব্যক্তিদেরই এই প্রকল্পের আওতাভুক্ত করা হবে।

নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও সরকারি চাকরি (Sarkari Job) সহ বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇

Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)

🔥 আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন👉🔥 যুক্ত হন

 🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇

👉 Laxmi Bhandar Prakalpa

👉 Pradhan Mantri Vaya Vandana Yojana

👉 Pradhan Mantri Ujjwala Yojana 2022

👉 WB Aikyashree Prakalpa 2022

Leave a Comment