১/৭: ৩০ জুন পর্যন্ত প্যান এবং আধার কার্ড লিঙ্কের সময়সীমা বাড়ানো হয়েছে।
২/৭: আয়কর দপ্তর কিছুদিন আগেই প্যান কার্ড সম্পর্কিত একটি বড়ো আপডেট দিয়েছে। সমস্ত প্যান কার্ডহোল্ডারদের এই আপডেট সম্পর্কে জেনে নেওয়া প্রয়োজন। নচেৎ তাদেরকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে।
৩/৭: একটি নোটিফিকেশন জারি করে কিছুদিন আগে আয়কর দপ্তর জানিয়েছে যে, আপনার আধার কার্ডের সাথে প্যান কার্ডের লিংক করা বাধ্যতামূলক। এই লিংক করার সময়সীমাও বেঁধে দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে যদি আপনি লিংক না করেন, তাহলে আপনাকে জরিমানা দিতে হবে এবং আপনার প্যান কার্ডও নিষ্ক্রিয় হয়ে যাবে। এই লিঙ্কের জন্য সময়সীমা ছিলো ৩১ মার্চ পর্যন্ত। তবে এখন সেই সময়সীমা বাড়িয়ে করা হয়েছে ৩০ জুন।
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 বাড়ানো হলো PAN Aadhar লিংকের মেয়াদ! কত দিন সময় পাবেন? জেনে নিন
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 Aadhar Card Link: প্যান-আধার লিঙ্কের মধ্যেই সুখবর! জেনে নিন এখনই
🔥 আরও পড়ুন: 👇👇👇
৪/৭: আধার কার্ডের সাথে প্যান কার্ড লিঙ্ক না করলে আপনাকে বড়ো আর্থিক সমস্যার সম্মুখীন হতে হবে। এমনকি এই সময়সীমার পর আপনার প্যান কার্ড বাতিল হয়ে যাবে। প্যান কার্ড বাতিল হলে আয়কর অথবা ব্যাংক সম্পর্কিত যাবতীয় কাজ আটকে যাবে।
৫/৭: তবে কিছু মানুষ এই প্যান আধার লিংকের আওতায় নেই। এই নতুন নিয়ম থেকে কিছু করদাতা অব্যাহতি পাবেন। নির্দিষ্ট রাজ্যে যারা বসবাস করছেন অথবা অনাবাসী কিংবা যারা এই দেশের নাগরিক নন এবং যাদের বয়স ৮০ বছরের বেশি, তাদের সাথে আধার কার্ড লিঙ্ক না করলেও তারা কোনো সমস্যায় পড়বেন না।
প্যান আধার লিংক না করলে নিম্নের এই ১০ টি সমস্যা হবে-
৬/৭: (১) এই লিংক প্রক্রিয়া সম্পন্ন না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় করা হবে। এই ক্ষেত্রে আপনি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।
(২) আধার প্যান লিংক না করলে আপনাকে অতিরিক্ত TDS দিতে হবে। ১০ এর পরিবর্তে ব্যাংক আপনার ২০% টিডিএস চার্জ করবে।
(৩) PAN কার্ড নিষ্ক্রিয় থাকলে ITR-এর সুদের হারেরও সুবিধা পাওয়া যাবে না।
(৪) প্যান কার্ড ছাড়া টু-হুইলার ছাড়া অন্য কোনো যানবাহন আপনি কিনতে পারবেন না।
(৫) ৫০,০০০ টাকার বেশি লেনদেন আপনি করতে পারবেন না প্যান কার্ড নিষ্ক্রিয় হলে।
(৬) প্যান কার্ড ছাড়া গ্রাহকের ক্রেডিট কার্ড এবং ক্রেডিট কার্ড ইস্যু করবে না ব্যাংক।
(৭) প্যান কার্ড ছাড়া আপনি হোটেল বুকিং, রেস্তোরাঁ, ব্যাংকোয়েট হল এবং ৫০,০০০ টাকার বেশি পেমেন্টও করতে পারবেন না।
(৮) এই প্যান কার্ড ছাড়া আপনি ১০ লক্ষ টাকার বেশি মূল্যের সম্পত্তিও কিনতে পারবেন না।
(৯) শেয়ারবাজারে অর্থ বিনিয়োগ করতে ট্রেডিং এবং ডিম্যাট অ্যাকাউন্টও আপনি প্যান কার্ড ছাড়া খুলতে পারবেন না।
(১০) প্যান কার্ড ছাড়া ৫০,০০০ টাকার বেশি বীমা কভারেজ পাওয়া যাবে না।
৭/৭: নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও পড়ুন: 👇👇👇
👉 ১২,৫৮৯ জন প্রার্থীকে মেধা তালিকায় অন্তর্ভুক্ত করা হোক, কলকাতা হাইকোর্টকে জানাল SSC
👉 প্রতিমাসে ৫,০০০ অতিরিক্ত টাকা পেতে শীঘ্রই করুন এই কাজটি! ক্লিক করে জেনে নিন কীভাবে করবেন
👉 Post Office Recruitment 2023
👉 তবে কি বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি চলে যাবে? প্রাথমিকের ৪৩ হাজার শিক্ষকের চাকরি নিয়েই উঠলো প্রশ্ন
👉 শিক্ষক নিয়োগ নিয়ে বড়ো খবর! আবারও নেওয়া হবে ‘টেট’! জেনে নিন এখনই