Work from home jobs for Students, Work from home jobs in Kolkata, Work from home jobs in Howrah, Work from home job Vacancy ,Work from home jobs in India, Work from home jobs in West Bengal, ওয়ার্ক ফ্রম হোম চাকরি, বাড়িতে বসে কাজ
আপনি কি স্টুডেন্ট? বাড়িতে বসে পার্ট টাইম কাজ করে টাকা আয় করতে চান? আপনি কি এরকম কোনো চাকরির সন্ধান করছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিশাল সুখবর! বর্তমান সময়ে চাকরির বাজার প্রায় নিম্নমুখী। এমন সময় বাড়িতে থেকে টাকা ইনকাম করার নিদারুণ সুযোগ রয়েছে। এবারে আপনি বাড়িতে থেকেই শুধুমাত্র ফোন অথবা ল্যাপটপের মাধ্যমেই টাকা আয় করতে পারবেন। আজ আপনারা পাবেন ঘরে বসে টাকা আয়ের আইডিয়া। যেখানে আপনি মাসে লক্ষাধিক টাকাও আয় করতে পারবেন। এখানে নারী-পুরুষ নির্বিশেষে সকলেই কাজ করতে পারবেন। এমনকি যেকোনো বয়সের ব্যক্তিই পারবেন এই কাজ করতে। যত বেশি সময় ধরে আপনি কাজ করবেন এখানে আপনি তত বেশি টাকা পাবেন। আপনি এখানে শুধুমাত্র ইন্টারনেট অথবা অনলাইন মাধ্যমে কাজ করে টাকা আয় করতে পারবেন। এমন অনেক মানুষ আছে যারা অনেক চাকরির বেড়ে গিয়েও অনেক কিছু করতে চায়, কিন্তু সঠিক পরিকল্পনা অথবা সঠিক পথনির্দেশক সূত্রের কারণে করতে পারেন না। কিন্তু আজ আমরা এমন কিছু আইডিয়া নিয়ে এসেছি যার মাধ্যমে খুব সহজেই আপনি কাজ করে টাকা উপার্জন করতে পারবেন। তবে চলুন এই বিষয়ে বিষদে জেনে নেওয়া যাক।
এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়। যুক্ত হওয়ার লিঙ্ক নিচে নিবন্ধের শেষে দেওয়া হয়েছে। 👇👇👇
বিষয় তালিকা
- 1 Work from home jobs for Students | Work from home jobs in Kolkata, Howrah, West Bengal, India
- 2 ১) Work form home jobs: অনলাইনে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ (Online Data Entry Operator)
- 3 ২) Work from home jobs in Howrah, Kolkata, India, for Students: ফ্রিল্যান্সার (Freelancer)
- 4 ৩) Work from home jobs in Kolkata, West Bengal, Howrah, India for Students: সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing)
- 5 ৪) Work from home job Vacancy (Work from home jobs in Kolkata, Howrah, West Bengal India for Students): ইউটিউব ভিডিও মেকিং (Youtube Video Making)
- 6 ৫) Work form home jobs for Students in Kolkata, Howrah, West Bengal, India): ট্রান্সলেটর অথবা ভাষা অনুবাদ (Translator)
- 7 ৬) Work from home jobs in Kolkata, Howrah, West Bengal, India for Students: কাস্টমার সাপোর্ট অথবা গ্রাহক সহায়তা (Customer Support)
- 8 ৭) Work form home jobs for Students: ভিডিও গেম (Video Game)
- 9 Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
Work from home jobs for Students | Work from home jobs in Kolkata, Howrah, West Bengal, India
১) Work form home jobs: অনলাইনে ডাটা এন্ট্রি অপারেটরের কাজ (Online Data Entry Operator)
বর্তমানে অনলাইন মাধ্যমে অনেক সাইটে কাজ করে আপনি প্রতিদিন টাকা ইনকাম করতে পারবেন। এমনকি এই সাইটগুলোতে বিভিন্ন কোম্পানি আপনাকে ডাটা দিয়ে দেবে। সেগুলিকে ফোন অথবা ল্যাপটপের মাধ্যমে নির্ভুলভাবে পূরণ করতে হবে। এই কাজ করেও আপনি প্রতিদিন অনেক টাকা আয় করতে পারবেন।
আপনার এলাকার বিডিও অফিসে, গ্রাম পঞ্চায়েত, এসডিও অফিসে যোগাযোগ করেও সেখান থেকে বাড়িতে কাজ নিয়ে এসে করতে পারেন। এবং আপনি টাকা রোজগার করতে পারবেন এই ডাটা এন্ট্রি করে।
গুগলে সার্চ করেও এরকম অনেক কাজের সন্ধান আপনি পেতে পারেন। যেখান থেকে আপনি বাড়িতে বসে ডাটা এন্ট্রি করে প্রতিদিন আয় করতে পারেন।
২) Work from home jobs in Howrah, Kolkata, India, for Students: ফ্রিল্যান্সার (Freelancer)
আপনি ফ্রিল্যান্সিং করেও প্রতিদিন অনেক টাকা আয় করতে পারেন। এখানে বিভিন্ন রকমের কাজ থাকে। কন্টেন্ট লেখা ছাড়াও অন্যান্য কাজও আপনি করতে পারবেন। এরজন্য আপনাকে এই ফ্রিল্যান্সার সাইটে গিয়ে আপনার সমস্ত তথ্য দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর যাদের প্রয়োজন হবে সেই সাইট থেকে আপনাকে যোগাযোগ করে আপনাকে কাজ দেওয়া হবে। আপনি সেই কাজগুলো শেষ করতে পারলেই সেখান থেকে আপনি প্রচুর টাকা রোজগার করতে পারবেন। এই সাইটে কাজ করে এখন অনেক মানুষ প্রচুর টাকা রোজগার করছেন। এমনকি আপনি যদি এখানে ভালো করে কাজ করতে পারেন তাহলে আপনি লক্ষাধিক টাকা আয় করতে পারবেন।
৩) Work from home jobs in Kolkata, West Bengal, Howrah, India for Students: সোশ্যাল মিডিয়া মার্কেটিং (Social Media Marketing)
আজকের দিনে সোশ্যাল মিডিয়া আমাদের জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। গোটা বিশ্বের মানুষ আজ সোসিয়াল মিডিয়ার সাথে জড়িত। এই সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়েও আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন প্রোডাক্ট বিক্রি করতে পারেন। সেই ক্ষেত্রে আপনাকে এখানে আপনার প্রোডাক্টটির দাম এখানে বলে দিতে হবে এবং আপনার প্রোডাক্টটিকে ফিচার করতে হবে। এরপর আপনার প্রোডাক্ট দেখে যাদের প্রয়োজন হবে তারা অনলাইন মাধ্যমেই আপনার প্রোডাক্টটি কিনে নেবেন। এইভাবে আপনি এখান থেকে অনেক টাকা আয় করতে পারবেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ধরনের কাজ রয়েছে। সেই কাজগুলি করেও আপনি মাসে প্রচুর টাকা আয় করতে পারেন।
৪) Work from home job Vacancy (Work from home jobs in Kolkata, Howrah, West Bengal India for Students): ইউটিউব ভিডিও মেকিং (Youtube Video Making)
আপনার কাছে যদি কেবলমাত্র মোবাইল ফোন থেকে থাকে এবং আপনি যদি ক্রিয়েটিভ কিছু বানিয়ে টাকা আয় করতে চান তাহলে ইউটিউব তার জন্য সেরা। আপনি ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও বানিয়ে এখন থেকে প্রচুর টাকা আয় করতে পারেন। ইউটিউব ছাড়াও এরকম আরও অনেক প্ল্যাটফর্ম আছে যেখানে আপনি ক্রিয়েটিভ কন্টেন্ট বানিয়ে টাকা ইনকাম করতে পারবেন। এমনকি এখানে আপনি লক্ষাধিকই নয় কোটি টাকাও আয় করতে পারেন। তাও কেবলমাত্র একটি মোবাইলের সাহায্যে।
৫) Work form home jobs for Students in Kolkata, Howrah, West Bengal, India): ট্রান্সলেটর অথবা ভাষা অনুবাদ (Translator)
আপনি দুটি ভাষাকে অনুবাদ করেও টাকা আয় করতে পারেন। আপনি যদি দুটি ভাষা জেনে থাকেন তাহলে একটি ভাষা থেকে অন্য ভাষায় আপনি যদি অনুবাদ করে দেন তাহলে আপনি প্রচুর পরিমাণে টাকা আয় করতে পারবেন। এখন এই কাজের চাহিদাও রয়েছে প্রচুর। আপনি যদি বিদেশি ভাষায় দক্ষ হতে থাকেন তাহলে আপনি এই কাজের জন্য আরও বেশি সুযোগ পাবেন।
৬) Work from home jobs in Kolkata, Howrah, West Bengal, India for Students: কাস্টমার সাপোর্ট অথবা গ্রাহক সহায়তা (Customer Support)
আপনি যদি বাড়িতে বসে টাকা ইনকাম করতে চান তাহলে তাহলে আপনি অনলাইন মাধ্যমে কাস্টমার সাপোর্টের কাজ করেও অনেক টাকা আয় করতে পারেন।
অনেক বড় কোম্পানি, এমনকি আমাজনের মত বড়ো কোম্পানিও বাড়িতে বসে কাস্টমার সাপোর্টের কাজ দিয়ে থাকে।
এখানে ভয়েস সাপোর্ট, নন-ভয়েস সাপোর্ট, চ্যাট সাপোর্ট, ইমেল সাপোর্ট এছাড়াও আরও অনেক রকমের কাজ থাকে। আপনি এই কাজগুলি করেও মাসে প্রায় ৩০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারেন।
৭) Work form home jobs for Students: ভিডিও গেম (Video Game)
বর্তমানে প্রত্যেকের হাতেই মোবাইল ফোন আছে। আর নতুন প্রজন্মের প্রত্যেকেই প্রায় মোবাইল গেম খেলতে অভ্যস্ত। তবে শুধু গেম খেলার জন্য খেলা নয়, আপনি এই মোবাইল গেম খেলে অনেক টাকা আয় করতে পারবেন। সেইক্ষেত্রে আপনাকে একটি ইউটিউব চ্যানেল অথবা একটি ফেসবুক পেজ খুলে নিতে হবে। সেখানে আপনি এই মোবাইল গেম লাইভ স্ট্রিমিং করেও প্রত্যেক মাসে প্রচুর পরিমাণ টাকা রোজগার করতে পারবেন।
এই কাজগুলি ছাড়াও এমন আরও অনেক কাজ রয়েছে যেগুলি আপনি বাড়িতে বসে করতে পারবেন এবং টাকা আয় করতে পারবেন। এই ধরনের কাজের খবর সবার আগে পেতে আমাদের ওয়েবসাইটে চোখ রাখুন।
নিবন্ধটি ভাল লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়াও বিভিন্ন চাকরি, সরকারি প্রকল্প, শিক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য সবার আগে জানার জন্য আমাদের Sarkari Jagat-এর ওয়েবসাইটে নিয়মিত প্রবেশ করুন এবং আমাদের WhatsApp গ্রুপে যুক্ত হন, সেখানে নিয়মিত আপডেট দেওয়া হয়।উপরোক্ত লিঙ্কে ক্লিক করেই যুক্ত হতে পারেন এছাড়াও যুক্ত হওয়ার লিঙ্ক নিবন্ধের শেষে দেওয়া হয়েছে।👇👇👇
Important Links (গুরুত্বপূর্ণ লিঙ্কসমুহ)
🔥 আরও চাকরি ও প্রকল্পের আপডেট দেখুন 👇👇👇
🔥 Ministry of Communication Department Recruitment 2022
🔥 RPF Constable Recruitment 2022
🔥 Group C & Group D recruitment 2022